জার্মানিতে বিধ্বংসী ঝড়, বজ্রপাত
জার্মানিতে সপ্তাহান্তে খারাপ আবহাওয়ার কবলে পড়ে বেশ কয়েকজন আহত হয়েছেন৷ বজ্রপাত এবং ঝড়বৃষ্টির কারণে ক্ষতির মুখে পড়েছে প্রতিবেশি দেশ পোল্যান্ড এবং ফ্রান্সও৷ চলুন দেখে নিই সেই বিধ্বংসী ঝড়ের কিছু ছবি৷
খারাপ আবহাওয়ার সতর্কবার্তা
জার্মানির বেশ কয়েকটি শহরে সপ্তাহান্তে বজ্রসহ বৃষ্টিপাত হয়েছে৷ টানা বর্ষণে কিছু এলাকা পানিতে ডুবে যায়৷ বন্যা এবং ভূমিধসের কারণে যোগাযোগ ব্যবস্থাও বিঘ্নিত হয়৷
খেলার মাঠে বজ্রপাত
জার্মানির রাইনল্যান্ড-প্যালাটিনেট এলাকায় ফুটবল খেলা চলাকালে বজ্রপাতে শিশুসহ কমপক্ষে ৩৫ ব্যক্তি আহত হন৷ ৪৫ বছর বয়স্ক একজন রেফারি সরাসরি আঘাত পান৷ তবে হাসপাতালে চিকিৎসকরা তাঁকে বাঁচাতে সক্ষম হন৷
পানিতে নিমজ্জিত রাস্তাঘাট
জার্মানির দক্ষিণের শহর বাডেন-ভুর্টেমব্যার্গে কিছু রাস্তায় এভাবে পানি জমে যায়৷ দমকল এবং উদ্ধারকর্মীরা রাতভর চেষ্টা করে রাস্তার পানি সরান৷
উদ্ধার তৎপরতায় ভুল
তিনজন মানুষ যখন একটি পাখির খাঁচা থেকে পাখিদের বের করে দেয়ার চেষ্টা করছিলেন, তখন পানি বাড়তে থাকলে এক পর্যায়ে তারা পাখির বাসার উপরে উঠে যান৷ পরবর্তীতে তাদের সেখান থেকে উদ্ধার করা হয়৷
বাভারিয়ায় শিলাবৃষ্টি
বাভারিয়ার শহর হেমাউতে মারাত্মক শিলাবৃষ্টি হয়৷ বাডেন-ভুর্টেমব্যার্গ, রাইনল্যান্ড-পালাটিনেট, সারল্যান্ড এবং হেসে রাজ্যসহ আরো কিছু এলাকা শিলাবৃষ্টিতে ক্ষতির শিকার হয়৷
ফ্রান্স, পোল্যান্ডে বজ্রপাত
ফ্রান্সের রাজধানী প্যারিসের একটি পার্কে বজ্রপাতে কমপক্ষে ১১ শিশু আহত হয়৷ আর পোল্যান্ডে বজ্রপাতে প্রাণ হারান চল্লিশ বছর বয়সি এক পর্বতারোহী৷
আরো ঝড় আসছে
আবহাওয়া বিশেষজ্ঞদের পূর্বাভাষ বলছে, আগামী কয়েকদিন আরো ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে৷ এসময় জার্মানির প্রায় সব শহরেই ঝড় এবং ভারী বৃষ্টিপাত হতে পারে৷