জার্মানিতে ফুটবল ম্যাচ ঘিরে সংঘর্ষ, আহত ৭৯
২ ডিসেম্বর ২০২৪ইয়েনা শহরে চতুর্থ বিভাগের এক ফুটবল ম্যাচকে কেন্দ্র করে শনিবার দু দলের সমর্থকদের মধ্যে সংঘর্ষে ৭৯ জন আহত হয়েছেন৷ আহতদের মধ্যে ১০ জন পুলিশ, ৫ নিরাপত্তারক্ষী এবং বাকি ৬৪ জন ফুটবল ক্লাবদুটোর সমর্থক৷
সংঘর্ষের এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ৷
শনিবার জার্মানির চতুর্থ বিভাগের ফুটবল ক্লাব কার্ল জেইস ইয়েনা এবং কেমি লাইপসিশের মধ্যে ফুটবল ম্যাচকে কেন্দ্র করে এই সংঘর্ষের ঘটনা ঘটে৷ ইয়েনা শহরে অনুষ্ঠিত ওই ম্যাচে ৫-০ গোলে জয় পায় কেমি লাইপসিশ৷
ম্যাচকে কেন্দ্র করে শহরটিতে ৭ হাজার ২৪ জন সমর্থক সমবেত হন৷ এরমধ্যে কেমি সমর্থক ছিলেন এক হাজার ৮৪জন৷
খবরে বলা হয়, ম্যাচ শুরুর আগে প্রায় সাড়ে তিনশ সমর্থক শহরে মিছিল বের করে৷ কোনো রকম পূর্ব ঘোষণা ছাড়া শুরু করা ওই মিছিলে পটকাও ফোটানো হয়৷ মিছিল থামাতে এক পর্যায়ে হস্তক্ষেপ করে পুলিশ৷ লাঠি চার্জ এবং টিয়ার গ্যাস নিক্ষেপ করা হয়৷
ক্লাবগুলোর নিন্দা
সংঘর্ষের ঘটনায় নিন্দা জানিয়েছে ক্লাব দুটো৷ যদিও তাদের নিন্দায় পরস্পরের সমর্থকদের উপর দায় চাপানোর প্রবণতা দেখা গেছে৷
এক বিবৃতিতে জেইস ইয়েনা ঘটনার দায় অতিথি সমর্থকদের উপর বর্তায় বলে দাবি করে৷ ক্লাবটির বিবৃতিতে বলা হয়, প্রায় ১২শ অতিথি সমর্থকের একটি দল জোর করে ইয়েনা সমর্থকদের এলাকায় ঢুকে পড়ে৷
এদিকে কেমি লাইপজিশ ক্লাবের দাবি, তাদের সমর্থকদের উপর পটকা ছুড়ে মারা হয়েছিল৷ ‘‘আমরা শারীরিক সহিংসতার, বিশেষ করে মানুষের উপর পটকা ছুড়ে মারার ঘটনার নিন্দা জানাই৷ আমাদের ফুবল ম্যাচে এমন ঘটনার কোনো স্থান নেই এবং আমরা তা সহ্য করবো না৷''
মাট পেয়ারসন/আরআর