1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানিতে ফুটবল খেলায় মারামারি, একজন ‘ব্রেন ডেড'

৩১ মে ২০২৩

রোববার জার্মানির ফ্রাঙ্কফুর্টে একটি আন্তর্জাতিক যুব ফুটবল প্রতিযোগিতা চলার সময় দুই দলের খেলোয়াড়দের মধ্যে মারামারি হয়৷ এতে আহত একজনকে চিকিৎসকরা ‘ব্রেন ডেড' ঘোষণা করেছেন বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে৷

https://p.dw.com/p/4S08n
প্রতীকী ছবিছবি: Trygve Finkelsen/Zoonar/picture alliance

এই ঘটনায় ফ্রান্স থেকে আসা দলের ১৬ বছর বয়সি একজনকে আটক করা হয়েছে৷ পুরো ঘটনার তদন্ত চলছে৷

পুলিশ এক বিবৃতিতে মঙ্গলবার জানিয়েছে, খেলা শুরুর বাঁশি বাজার পর খেলোয়াড়দের মধ্যে মারামারি শুরু হয়৷ এক পর্যায়ে ১৫ বছর বয়সি এক খেলোয়াড়ের মাথায় বা গলায় আঘাত লাগলে সে লুটিয়ে পড়ে৷ মাঠে  জরুরি চিকিৎসা দেয়ার পর তাকে হাসপাতালে পাঠানো হয়৷ পরে চিকিৎসকরা তাকে ব্রেন ডেড ঘোষণা করেন৷

বার্লিন ও ফ্রান্স থেকে আসা দুটি দলের মধ্যে খেলাটি চলছিল৷

কোনো ব্যক্তি ঐ ঘটনার ভিডিও করে থাকলে তা পুলিশকে দেয়ার জন্য অনুরোধ করা হয়েছে৷

জেডএইচ/এসিবি (ডিপিএ, এপি)