1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানিতে পাকিস্তান কনসুলেটে হামলা, প্রতিবাদ

২২ জুলাই ২০২৪

আফগান আন্দোলনকারীরা পাকিস্তান কনসুলেটের সামনে প্রতিবাদ দেখানোর সময় ভিতরে ঢুকে পতাকা খুলে নেন।

https://p.dw.com/p/4iZUo
ফ্রাঙ্কফুর্টে পাকিস্তান কনসুলেট
পাকিস্তানের পতাকা খুলে নেওয়া হচ্ছেছবি: Screenshot/x/@pakistan_untold

প্রায় ৪০০ আন্দোলনকারী ফ্রাঙ্কফুর্টে জার্মান কনসুলেটের সামনে জড়ো হন। এই আফগান আন্দোলনকারীরা পাকিস্তানের সেনা এবং গোয়েন্দা বিভাগের বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছিলেন। প্রতিবাদ করতে করতে এক সময় তারা কনসুলেটের ভিতর ঢুকে পড়েন। তারা কনসুলেটের ভিতর ইট-পাটকেল ছোঁড়েন। এরপর কনসুলেটের বাইরে পাকিস্তানের যে পতাকা লাগানো ছিল, তা খুলে দেন তারা।

শনিবার এই ঘটনা ঘটার পর রোববার পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইশাক ডর সমাজ-মাধ্য়মে এর কড়া সমালোচনা করেন। তিনি বলেন, এর দায় জার্মানিকে নিতে হবে। পাকিস্তান সরকারিভাবে জার্মানির কাছে এর প্রতিবাদ জানিয়েছে। কারণ জার্মানিতে পাকিস্তানের কনসুলেটের কর্মীদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব জার্মানির।

পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আলাদা করে একটি বিবৃতি জার্মানিতে ইতিমধ্য়েই পাঠানো হয়েছে। সেখানেও একই কথা বলা হয়েছে। ভিয়েনা কনভেনশনের নীতি মেনে যাতে কনসুলেটের কর্মীদের নিরাপত্তার ব্য়বস্থা করা হয়, তা উল্লেখ করা হয়েছে ওই বিবৃতিতে।

পাশাপাশি যারা এই ঘটনা ঘটিয়েছে, তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি জানিয়েছে পাকিস্তান।

জার্মান পুলিশ জানিয়েছে, গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শুরু হয়েছে।

ওই দিনের ঘটনার যে ভিডিও প্রকাশ্য়ে এসেছে, তাতে দেখা যাচ্ছে, কনসুলেট লক্ষ্য করে ইট ছোঁড়া হয়েছে। কনসুলেটের বাইরে একটি পোলে পাকিস্তানের পতাকা লাগানো ছিল। এক ব্য়ক্তি তার উপর উঠে পতাকা নামিয়ে নিচ্ছে। নীচে আরো কয়েকজন দাঁড়িয়ে আছে।

আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক তলানিতে গিয়ে পৌঁছেছে। তালেবান সরকারের সঙ্গে একাধিক বিষয়ে মতবিরোধ চলছে পাকিস্তানের। তারই মধ্যে পাকিস্তানে বসবাসকারী আফগান শরণার্থীদের দেশে ফেরানোর কাজ শুরু করেছে পাকিস্তান। তা নিয়েও আফগানদের মধ্যে আলোড়ন তৈরি হয়েছে।

এসজি/জিএইচ (ডিপিএ, ডয়চে ভেলে)