1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানিতে দৈনিক সংক্রমণ প্রথম আড়াই লাখ ছাড়ালো

১১ মার্চ ২০২২

করোনা মহামারি শুরুর পর প্রথমবারের মতো জার্মানিতে একদিনে মোট শনাক্তের সংখ্যা আড়াই লাখ ছাড়িয়েছে৷ দেশটির রোগনিয়ন্ত্রণ সংস্থা রবার্ট কখ ইনস্টিটিউট এই তথ্য জানিয়েছে৷

https://p.dw.com/p/48Me6
ছবি: Ina Fassbender/AFP/Getty Images

বৃহস্পতিবার রবার্ট কখ ইনস্টিটিউটের দেয়া তথ্য অনুযায়ী, জার্মানিতে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত নতুন রোগীর সংখ্যা ছিল দুই লাখ ৬২ হাজার ৭৫২ জন৷ এক সপ্তাহ আগে এই সংখ্যাটি ছিল দুই লাখ ১০ হাজার ৬৭৩৷ বিশেষজ্ঞরা বলছেন, অনেক পরীক্ষাগারের সক্ষমতার ঘাটতি রয়েছে, তাই শনাক্তের প্রকৃত সংখ্যা এর চেয়ে বেশিও হতে পারে৷

রবার্ট কখ ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, বুধবার ২৫৯ জন কোভিড আক্রান্ত হয়ে মারা গেছেন৷

গত সাত দিনে প্রতি লাখ মানুষের বিপরীতে নতুন শনাক্তের সংখ্যা বেড়ে এক হাজার ৩৮৮ জনে দাঁড়িয়েছে৷ একদিন আগেও এই সংখ্যাটি ছিল এক হাজার ৩৫৯ জন৷

পরিসংখ্যান অনুযায়ী, জার্মানিতে করোনা মহামারি শুরুর পর থেকে এখন পর্যন্ত এক কোটি ৬৫ লাখ মানুষ ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন, প্রাণ হারিয়েছেন এক লাখ ২৫ হাজার ২৩ জন৷

এফএস/এসিবি (ডিপিএ, রয়টার্স)