1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানিতে কমছে ভূগর্ভস্থ পানির স্তর

৩১ আগস্ট ২০২২

জার্মানিতে ভূগর্ভস্থ পানির স্তর নীচে নামছে৷ গবেষকরা গত পাঁচ দশকের তথ্য বিশ্লেষণ করে দেখেছেন কেবল গত ২০ বছরেই যে পরিমাণ পানি কমে গেছে তা একটি বিরাট হ্রদের পানির সমান৷ জলবায়ু পরিবর্তন পানি কমার এই হারকে আরো বাড়িয়ে দিয়েছে৷

https://p.dw.com/p/4GFbs
Berlin Trinkbrunnen in Mitte
ছবি: XAMAX/dpa/picture alliance

বার্লিন গেটের সামনে ব্রান্ডেনবুর্গের স্ট্রাউলেক৷ এই অঞ্চলের বেশিরভাগ জলাশয়ের মতো এটিরও পানির উৎস ভূগর্ভ৷ বছরে প্রায় ছয় লাখ ঘনমিটার করে পানি কমছে লেকটিতে, যা চার হাজার পরিবারের পানির চাহিদার সমান৷ এখান থেকে খাবার পানি সংগ্রহ করা হয়৷ তবে পানি কমার কারণ শুধু এটি নয়৷ অগভীর অংশটি প্রায় শুকিয়ে গেছে৷

নতুনদের ডাইভিং শেখানোর জন্য অগভীর জল দরকার হয় ডাইভিং প্রশিক্ষক স্টেফান গোউইৎসকের৷ স্টেফানের ভয় যে তাকে তার ডাইভিং প্রশিক্ষণের স্কুলটি  আর বেশিদিন চালাতে পারবেন না৷ কারণ পানি কমে গেলে অগ্রসর ডুবুরিদের প্রশিক্ষণেরও ক্ষতি হয়৷ প্রায় ৩০ কিলোমিটার দূরে অবস্থিত বার্লিনের দ্য লাইবনিস ইনস্টিটিউট ফর অ্যাকোয়াটিক ইকোলজি অ্যাট ম্যুগেল লেক৷ এখানে ইকো-হাইড্রোলজিস্ট ড. ইয়র্গ লেভানডস্কি গবেষণা করেন৷

তিনি বলেন, ‘‘কেউ যখন এমন জলাশয় দেখেন, তখন ভাবেন বার্লিন কতটাই না জলসমৃদ্ধ৷ অথচ বার্লিন একইভাবে খুবই জলদরিদ্র, কারণ, এখানে খুব কম বৃষ্টি হয়৷ আমরা জার্মানির সবচেয়ে কম বৃষ্টি হয়, এমন এলাকায় আছি৷ আর তাই দীর্ঘমেয়াদে বার্লিন পানি নিয়ে বড় সংকটে পড়বে৷ কারণ, জলবায়ু পরিবর্তন সমস্যাকে আরো ত্বরান্বিত করবে৷ এটা বলাই যায় যে, ভূগর্ভে পানির স্তর সরু হচ্ছে, কারণ পানি নীচে পৌঁছাচ্ছে না, তার আগেই বাষ্পীভূত হয়ে যাচ্ছে৷''

এর প্রভাব এরই মধ্যে বন-জঙ্গলের ওপরও পড়তে শুরু করেছে৷ বনবিভাগের প্রধান ইয়র্গ ডুঙ্গার লুখ লেকের দিকে যাচ্ছেন৷ জেলা বন কর্মকর্তা পেটার পাউলিক তাকে এমন সব জায়গা দেখাচ্ছেন যেখানে আগে গেলে পানিতে পা ভিজে যেত৷

জার্মানিতে মাটির নীচে দুশ্চিন্তার বসতি

জেলা বন কর্মকর্তা পেটার পাউলিক বলেন, ‘‘এই মুহূর্তে আমি যেখানে আমার ভেজা রাবার বুটের ওপর দাঁড়িয়ে আছি, সেটি আসলে লেকের পানির মূল স্তর থেকে দুই মিটার নীচে৷ তার মানে আমার মাথা পানির নীচে থাকার কথা ছিল৷ তাই বোঝাই যাচ্ছে পানির কী দুর্দশা৷ ''

যখন এমন জলাশয় শুকিয়ে যায়, এর অর্থ পরিবেশে প্রচুর কার্বন ডাই-অক্সাইড নির্গত হয়৷ এটি জলবায়ু পরিবর্তনকে ত্বরান্বিত করে এবং এর ফলে লেকের দুর্দশা আরো বাড়ে৷ তবে বনকর্মীরা কাছে পাশেই তৈরি হওয়া একটি হলে প্রচুর পানির চাহিদা আরেকটি বড় সমস্যা৷

আর বার্লিনের ম্যুগেল লেকে পানি বিশেষজ্ঞরা পানি কমার আরেকটি প্রভাব নিয়েও শঙ্কিত৷ তা হলো, এতে দাবানলের শঙ্কা বাড়ে৷

বিজ্ঞানীরা দশকের পর দশক ধরে পানি কমার হার লিপিবদ্ধ করেছেন৷ গত দুই দশকেরও বেশি সময় ধরে জার্মানির ভূগর্ভস্থ পানির স্তর ক্রমেই নীচে নেমে যাচ্ছে৷ তুলনা করলে একটা বিরাট লেকের সমান পানি কমেছে৷

ড. ইয়র্গ লেভানডস্কি বলেন, ‘‘এটা আমাকে আতঙ্কিত করে৷ বিশেষ করে যখন আমি আমার সন্তানদের কথা ভাবি৷ এটা একটা বড় সমস্যা হতে যাচ্ছে তাদের জন্য৷''

মার্সেল ট্রোকোলি কাস্ট্রো/জেডএ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য