1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মান-মার্কিন জনমত জরিপে ওবামাই এগিয়ে

হাফসা হোসাইন২২ অক্টোবর ২০০৮

আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হচ্ছেন কে? বারাক ওবামা না জন ম্যাককেইন? তার উত্তর খুঁজতে চলছে নানা প্রতিষ্ঠানের জনমত জরিপ৷

https://p.dw.com/p/Feqe
জরিপে বরাবরই এগিয়ে ওবামাছবি: AP

তবে এবার মার্কিন-জার্মান এক যৌথ ও ব্যতিক্রমী জরিপে দেখা গেছে নভেম্বরে জিততে যাচ্ছেন ডেমোক্র্যাট ওবামা৷

প্রচলিত ধারায় চালানো জনমত জরিপে অনেক সময়ই সঠিক চিত্রটি উঠে আসে না৷ প্রায়ই দেখা যায় উল্টো ফল হচ্ছে নির্বাচনে৷ যেমন ধরা যাক এবারের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী নির্বাচনের কথাই৷ নিউ হ্যাম্পশায়ার প্রাইমারির আগে জনমত জরিপ শেষে অনেকে স্পষ্ট ঘোষণাই দিয়েছিলেন, সিনেটর ওবামা বড় ব্যাবধানে জিততে যাচ্ছেন ওই অঙ্গরাজ্য৷ কিন্তু ফল হলো উল্টো৷ জিতে যান সিনেটর হিলারি ক্লিনটন৷

তবে জনমত যাচাইকে নির্ভুল করার চেষ্টা কিন্তু থেমে নেই৷ এবার নতুন পদ্ধতিতে জনমত জরিপ চালিয়েছেন জার্মানির কার্লসরুহে ইন্সটিটিউটের আন্দ্রেয়াস গ্রাফে এবং পেনসিলভেনিয়া ইউনিভার্সিটির স্কট আর্মস্ট্রং৷ তাদের নতুন জরিপ পদ্ধতিতে প্রথমে যুক্তরাষ্ট্রের চলমান নানা সমস্যার একটা তালিকা করা হয়৷ এরপর তা ভোটারদেরকে দিয়ে জানতে চাওয়া হয়, প্রেসিডেন্ট পদপ্রার্থী ওবামা ও ম্যাককেইনের মধ্যে কে বেশি দক্ষতার সাথে ঐ সব সমস্যার সমাধান করতে পারবেন৷

গবেষকরা নতুন এই জরিপ কৌশলের নাম দিয়েছেন পলি ইশ্যুজ এবং পলি পলিসিজ৷ আর এই জরিপ দেখে তারা ভবিষদ্বাণী করেছেন, হাড্ডাহাড্ডি লড়াই শেষে জিততে যাচ্ছেন ওবামা৷ নির্বাচনে তিনি পেতে যাচ্ছেন ৫২.২ শতাংশ মার্কিনীর রায়৷ এই জরিপের ফল ৪ নভেম্বরের নির্বাচনী ফলের বেশ কাছাকাছি যাবে বলে আশা করছেন দুই গবেষক৷

জনগণের রায়ের পর ইলেক্টোরাল কলেজের ডেলিগেট ভোটেই চূড়ান্তভাবে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হবেন৷ সেদিক দিয়েও জরিপকারীদের ভবিষ্যদ্বাণী, ম্যাককেইনের চেয়ে ৫.২ পয়েন্ট এগিয়ে আছেন ওবামা৷

তবে কথায় আছে, রাজনীতিতে শেষ বলে কোন কথা নেই৷ যেকোন বিষয়ই উল্টে যেতে পারে যখন তখন৷ তার উপর নানা কারণে এবারের প্রেসিডেন্ট নির্বাচন যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে চ্যালেঞ্জিং নির্বাচন৷

বিশেষজ্ঞরা বলছেন, অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায়, জরিপের জন্য ডিনারের সময়টাকে বেছে নেয়া হয়৷ বেশির ভাগ সময়ই ল্যান্ড লাইনে যোগাযোগ করা হয় লোকজনের সঙ্গে৷ তবে বর্তমানে মার্কিনীদের লাইফ স্টাইল বদলে যাওয়ায় এবং মোবাইল ফোনের ব্যবহার বাড়ার কারণে পারস্পরিক যোগাযোগটা বেশি হচ্ছে৷ তাই ঘন ঘনই বদলে যাচ্ছে মতামত৷ পাল্টে যাচ্ছে নির্দিষ্ট কোন প্রার্থীর প্রতি সমর্থন৷

এছাড়া, জনমত জরিপের সময় লোকজন যে সত্যিকারের মতটাই জানাচ্ছেন তারও কোন নিশ্চয়তা নেই৷ তার উপর ওবামা প্রথমবারের মতো কৃষ্ণাঙ্গ বংশোদ্ভূত প্রেসিডেন্ট প্রার্থী হওয়ায় বিষয়টি খুবই স্পর্শকাতর৷ বিশেষজ্ঞদের আশংকা, মার্কিনীদের যারা সুপ্তভাবে বর্ণবাদকে লালন করছেন তারা এখন ওবামাকে সমর্থন করলেও ভোটটা দেয়ার সময় যে ম্যাককেইনকেই বেছে নেবেন না সে ব্যাপারেও নিশ্চয়তা নেই কোন৷

তবে ৪ নভেম্বরের প্রেসিডেন্চ নির্বাচনের পরই পরিস্কার হয়ে যাবে সব হিসেব নিকেশ৷ বর্তমানে চালানো সব জনমত জরিপেই ম্যাককেইনের চেয়ে ৫ থেকে ৬ শতাংশ এগিয়ে আছেন ওবামা৷ ভোটাররা মত না পাল্টালে হয়তো এর কাছাকাছিই হতে পারে নির্বাচনী ফলাফল৷