1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘জার্মান ভাষা বর্ষ’-এর স্বীকৃতি পেতে চলেছে ২০১০

২৩ ডিসেম্বর ২০০৯

২০১০ সাল’কে ‘জার্মান ভাষা বর্ষ’ হিসেবে চিহ্নিত করেছে গ্যোথে-ইন্সটিটিউট৷ মঙ্গলবার জার্মানির ‘মিটেলডয়চে রুন্ডফুঙ্ক’-কে এ কথা জানিয়েছেন জার্মান সাংস্কৃতিক কেন্দ্র বা গ্যোথে-ইন্সটিটিউট-এর প্রেসিডেন্ট ক্লাউস-ডিটার লেহমান৷

https://p.dw.com/p/LB7y
ভারতে গ্যোথে-ইন্সটিটিউট-এর ৫০ বছর পূর্তি অনুষ্ঠানে সংস্থাটির প্রেসিডেন্ট ক্লাউস-ডিটার লেহমানছবি: DW/ Werner Bloch

বিদেশে জার্মান ভাষা বিস্তার করতে অন্যতম অবদান রেখে থাকে গ্যোথে-ইন্সটিটিউট৷ ভারতে এই গ্যোথে-ইন্সটিটিউট'ই ‘মাক্স-ম্যুলার ভবন' নামে পরিচিত৷ যারা শুধু ভাষা শিক্ষা নয়, বিদেশের মাটিতে জার্মান সংস্কৃতি'কেও তুলে ধরার কাজ করে থাকে৷ গ্যোথে-ইন্সটিটিউট-এর কল্যাণেই বহু ভালো ভালো জার্মান সিনেমা ও সাংস্কৃতিক অনুষ্ঠান দেখার সুযোগ ঘটেছে অনেকের৷ ঘটেছে জার্মান সাহিত্যে অবগাহনের সুযোগ৷ তার সঙ্গে, জার্মানির রাজনৈতিক আর সাংস্কৃতিক ইতিহাসের একটা ঝলক প্রত্যক্ষ করার অভিজ্ঞতা৷

আর তারাই, এবার শুধু জার্মানির বাইরে নয়, অভ্যন্তরেও জার্মান ভাষা চর্চার প্রসার করতে চায়৷ বিশেষ করে অভিবাসী সম্প্রদায়ের মধ্যে৷ জার্মান সমাজে তাদের অন্তর্ভুক্তি আরো ব্যাপ্ত করার লক্ষ্যে৷

তবে শুধু সাংস্কৃতিক স্তরেই নয়, বাণিজ্যিক, এমনকি জ্ঞানচর্চার ক্ষেত্রেও এ ভাষার ব্যাপ্তি ছড়াতে আগ্রহী তারা, জানিয়েছেন লেহমান৷ তাঁর কথায়, আগামী বছর বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা গ্যোথে-ইন্সটিটিউটগুলিতে, জার্মান ভাষা শিক্ষার অন্যতম অংশ হবে এই জ্ঞানচর্চার বিকাশ৷ জার্মান সাংস্কৃতিক কেন্দ্রের ভাষা-শিক্ষার সিলেবাসে বিশেষভাবে স্থান পাবে জার্মানির ইতিহাস, সমাজ, সাহিত্য-কলা এবং বিজ্ঞান-জগতের নানাবিধ খুঁটিনাটি৷

প্রতিবেদক : দেবারতি গুহ, সম্পাদনা : হোসাইন আব্দুল হাই