1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মান প্রেসিডেন্ট নির্বাচনে এসপিডি দলের প্রার্থীর নাম ঘোষণা

জাহিদুল হক২৬ মে ২০০৮

আগামী বছরের মে মাসে অনুষ্ঠিতব্য জার্মানীর প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করার জন্য বর্তমান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের সরকারের অন্যতম অংশীদার সামাজিক গণতন্ত্রী দল এসপিডি সোমবার গেজিনে শোয়ানের নাম ঘোষণা করেছে৷

https://p.dw.com/p/E6Ns
গেজিনে শোয়ান এসপিডির পক্ষে প্রেসিডেন্ট নির্বাচনে লড়বেনছবি: AP

দলের এক বৈঠকে ৬৫ বছর বয়সী রাজনীতিবিজ্ঞানের অধ্যাপক শোয়ানকে সর্বসম্মতভাবে প্রেসিডেন্ট নির্বাচনের জন্য মনোনীত করা হয়৷

ঐ বৈঠকের পর এসপিডি দলের চেয়ারম্যান কুর্ট বেক বলেন বৈঠকে দলের সদস্যরা অধ্যাপক শোয়ানকে সর্বসম্মতভাবে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে দলের পক্ষে নির্বাচনের জন্য মনোনীত করেছে৷

এসপিডির পক্ষে মনোনয়ন পাবার পর শোয়ান বলেন তিনি মনে করেন তার জয়লাভের সম্ভাবনা রয়েছে৷

উল্লেখ্য, ২০০৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে শোয়ান বর্তমান প্রেসিডেন্ট হর্স্ট কোয়েলার কাছে স্বল্প ভোটে পরাজিত হয়েছিলেন৷

আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএম‍এফের প্রাক্তন ব্যবস্থাপনা পরিচালক কোয়েলার গত সপ্তাহেই প্রেসিডেন্ট পদে পুনরায় প্রতিদ্বন্দ্বীতা করার ঘোষণা দিয়েছেন৷

চ্যান্সেলর ম্যার্কেল কোয়েলারের ঘোষণাকে স্বাগত জানিয়ে বলেছিলেন, জার্মানদের হৃদয়ে তিনি জায়গা করে নিয়েছেন৷

এদিকে ম্যার্কেলের দল খৃষ্টীয় গণতন্ত্রী ইউনিয়ন সিডিইউ ও বাভারিয়া রাজ্যের সিডিইউর অঙ্গসংগঠন সিএসইউ এসপিডির ঘোষণার তীব্র সমালোচনা করেছে৷

এক বিবৃতিতে সিডিইউ বলেছে, প্রেসিডেন্ট নির্বাচনে শোয়ানকে পূর্ব জার্মানীর সাবেক কমিউনিষ্টদের সমর্থনপুষ্ট সমাজতন্ত্রী বাম দলের ভোটের উপর নির্ভর করতে হবে৷

এদিকে শোয়ানের নাম ঘোষণার কারণে এসপিডির সঙ্গে জোট সরকারের বর্তমান খারাপ সম্পর্ক আরও নিচের দিকে নেমে যাবে বলে স্থানীয় সংবাদপত্রগুলো আশঙ্কা করছে৷

তবে ম্যার্কেলের মুখপাত্র এই আশঙ্কাকে প্রত্যাখান করে বলেছেন, তিনি মনে করেন আগামী দিনগুলোতে সরকারের কার্যক্রম ঠিকভাবেই চলবে৷

বিশ্লেষকরা বলছেন, যদিও সাধারণ জনগণের মাঝে কোয়েলারের জনপ্রিয়তা রয়েছে তবুও পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল নিয়ে অনিশ্চয়তা রয়েছে৷

উল্লেখ্য, জার্মানীতে প্রতি পাঁচ বছরে একবার প্রেসিডেন্ট নির্বাচন হয়৷ জার্মান সংসদের নিম্ন কক্ষের সদস্য ও ১৬টি রাজ্য থেকে সমান সংখ্যক সদস্য নিয়ে গঠিত ফেডারেল এসেম্বলী এই নির্বাচনে ভোট দিয়ে থাকেন৷

তবে চ্যান্সেলর-প্রধান জার্মানীতে প্রেসিডেন্টের পদ অনেকটাই আনুষ্ঠানিকতা মাত্র৷