1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মান কোচ নাইডের সাথে আরো তিন বছরের চুক্তি

২২ জুন ২০১১

টানা দুইবার প্রমীলা বিশ্বকাপ ফুটবলের শিরোপা জিতে এবার দেশের মাটিতে সেরা হতে চায় জার্মানি৷ তাই তৃতীয়বারের মতো বিশ্বকাপ ঘরে তুলতে আসর শুরুর মাত্র চারদিন আগে খেলোয়াড়দের আরো মনোবল বাড়ানোর উদ্যোগ নিল ডিএফবি৷

https://p.dw.com/p/11h0l
Fußball Länderspiel Frauen: Deutschland - Niederlande am Dienstag (07.06.2011) im Tivoli Stadion in Aachen. Bundestrainerin Silvia Neid steht vor dem Spiel auf dem Platz. Foto: Rolf Vennenbernd dpa/lnw +++(c) dpa - Bildfunk+++
জার্মানির কোচ সিলভিয়া নাইডছবি: picture-alliance/dpa

মঙ্গলবার জার্মানির সেরা প্রমীলা ফুটবলার হিসেবে খ্যাত কোচ সিলভিয়া নাইডের সাথে চুক্তি বাড়িয়ে দিল ডিএফবি৷ ৪৭ বছর বয়সি এই তারকা খেলোয়াড় এবং কোচ ২০০৫ সালে জার্মান জাতীয় দলের দায়িত্ব কাঁধে তুলে নেন৷ প্রধান কোচ হিসেবে পদোন্নতি পাওয়ার দুই বছরের মধ্যেই ২০০৭ সালে বিশ্বকাপ এনে দেন জার্মানিকে৷ এছাড়া ২০০৯ সালে টানা পঞ্চমবারের মতো ইউরোপীয় শিরোপা জয় আর ২০০৮ সালের অলিম্পিকে ব্রোঞ্জ পদক৷ জার্মান প্রমীলা ফুটবলারদের এসব সাফল্যের পেছনে নাইডের দক্ষ প্রশিক্ষণ এবং নির্দেশনার যথেষ্ট ভূমিকা রয়েছে বলে ফুটবল বোদ্ধাদের মত৷

ফলে ২০১১ প্রমীলা ফুটবল বিশ্বকাপের আসর শুরুর আগেই জাতীয় দলের খেলোয়াড়দের মনে উৎসাহ এবং তেজ বাড়াতে কোচ নাইডের চুক্তি বাড়ানো হলো ২০১৬ সাল পর্যন্ত৷ জার্মানির ফুটবল নিয়ন্ত্রণকারী সংস্থা ডিএফবি'র এই সিদ্ধান্ত এবং আস্থাকে ধরে রাখতে এবারের শিরোপা ঘরে তোলার ব্যাপারেও নিজের দৃঢ়তার কথা জানিয়ে দিলেন নাইড৷ ডিএফবি প্রেসিডেন্ট থেও সোয়ানৎসিগ্যার এর সাথে সংবাদ সম্মেলনে নাইড বলেন, ‘‘আমাদের স্বপ্ন পরিষ্কার৷ তৃতীয়বারের মতো আমরা বিশ্ব সেরা হতে চাই৷ আমার উপর সবচেয়ে বড় দায়িত্ব অর্পিত৷ তাই আমি চুক্তি বাড়ানোর বিষয়টির দিকে খুব একটা নজর দিতে চাই না৷ তবে এটা একটা ইঙ্গিত যে, ডিএফবি আমার কাজে খুশি৷''

এছাড়া নাইড জানালেন, প্রমীলা বিশ্বকাপের চূড়ান্ত আসর শুরুর আগের কয়েকদিন নিজেদের শেষ ঘষামাজা করে নিতে চান তিনি৷ যাতে করে ২৬ জুন থেকে ১৭ জুলাই পর্যন্ত চলমান বিশ্বকাপ আসরের প্রতিটি মুহূর্ত তিনি চমৎকারভাবে উপভোগ করতে পারেন৷

প্রসঙ্গত, ২০০৬ সালে নিজ দেশে ফুটবল বিশ্বকাপ আয়োজন করলেও শিরোপা ঘরে তুলতে পারেনি জার্মানির দামাল ছেলেরা৷ তাই এবার যদি প্রমীলা ফুটবলাররা কাপ জয় করে ফেলেন তাহলে সেই বিবেচনায় পুরুষদের দলকেও একধাপ ছাড়িয়ে যাবে প্রমীলা দল৷ ফলে আসন্ন এই বিশ্বকাপের আসর নিয়ে ফুটবল পাগল জার্মানদের উত্তেজনা একটু বেশিই বলা চলে৷

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: জাহিদুল হক