1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মান কাপ-এ চমক দেখাচ্ছে ছোট দলগুলো

৩১ জুলাই ২০১১

ইংরেজিতে যাকে বলে ‘আপসেট', জার্মান কাপ ফুটবলে ঘটছে সেটাই৷ শনিবার মিশায়েল বালাক-এর বায়ার লিভারকুজেন হেরেছে দ্বিতীয় বিভাগের দল ড্রেসডেন এর কাছে৷ অন্যদিকে, ভেরডার ব্রেমেন হেরেছে তৃতীয় বিভাগের দল হাইডেনহাইম এর কাছে৷

https://p.dw.com/p/126zx
জার্মান কাপের একটি খেলাছবি: dapd

বুন্ডেসলিগা ২০১১-র রানার-আপ দল লিভারকুজেনের ভক্তদের কাছে শনিবারের পরাজয় ছিল একরকম অবিশ্বাস্য৷ খেলার প্রথম ৪৯ মিনিটের মধ্যে তিন গোল করে এগিয়ে যায় লিভারকুজেন৷ কিন্তু তারপরও শেষরক্ষা হয়নি৷ ডিনামো ড্রেসডেন এর সাবাস্তিয়ান খেলার ৬৮ মিনিটের মাথায় প্রতিপক্ষের জালে বল জড়ান৷ ঠিক দু'মিনিট পর দ্বিতীয় গোলটি করেন ড্রেসডেন এর রবার্ট কখ্৷ ৮৬ মিনিটের মাথায় আবারো চমক দেখায় ড্রেসডেন৷ খেলা গড়ায় বাড়তি সময়ে৷ সেখানেই থেমে যায় লিভারকুজেন এর জয়রথ৷

এমন পরাজয়ের পর লিভারকুজেন তারকা স্টিফেন কিসলিং বলেন, আমি ভাষা হারিয়ে ফেলেছে৷ প্রথম এক ঘন্টা আমরা খুব ভালো খেলেছি৷ এরপর রক্ষণাত্মক ভুল করতে শুরু করি৷

শনিবারের অপর খেলায় ছয়বার চ্যাম্পিয়ন ভেরডার ব্রেমেনকে ২-১ গোলে হারিয়ে দেয় তৃতীয় বিভাগের দল হাইডেনহাইম৷ পরাজয়ে ব্যথিত ব্রেমেন কোচ থমাস শেফ জানিয়েছেন, ‘‘এটি সত্যিই বেদনাদায়ক''৷

লিভারকুজেন আর ব্রেমেন এর এই হতাশায় অবশ্য সামিল হয়নি ভোল্ফসবুর্গ এবং বরুসিয়া ডর্টমুন্ড৷ ২০০৯ সালের বুন্ডেসলিগা চ্যাম্পিয়ন ভোল্ফসবুর্গ চতুর্থ বিভাগের দল আরবি লাইপসিগকে হারায় ৩-২ গোলে৷ অন্যদিকে, সেন্ডহাউসেনকে ৩-০ গোলে হারিয়ে নিজের আধিপত্য বজায় রেখেছে ডর্টমুন্ড৷

উল্লেখ্য, জার্মান কাপ এর চলতি আসরের গুরুত্ব খানিকটা বেড়েছে৷ এবারকার বিজয়ী দল সরাসরি ইউরোপা কাপের গ্রুপ পর্যায়ে খেলার সুযোগ পাবে৷ জার্মানির ঘরোয়া এই ফুটবল আসরকে আরো জনপ্রিয় করতে এই সুযোগ দিচ্ছে উয়েফা৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: জাহিদুল হক