1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কঠোর অবস্থান

হারুন উর রশীদ স্বপন, ঢাকা১১ নভেম্বর ২০১২

আবারো চাপের মুখে পড়েছেন জামায়াত - শিবিরের নেতারা৷ যুদ্ধাপরাধ মামলায় এমনিতেই জামায়াতের শীর্ষ নেতারা কারাগারে আছেন৷ দল চলছিল দ্বিতীয় সারির নেতাদের দিয়ে৷ সেই ভারপ্রাপ্ত নেতারা এখন আত্মগোপনে চলে গেছেন৷

https://p.dw.com/p/16gq7
ছবি: Reuters

চলতি সপ্তাহে পুলিশের সঙ্গে ৩ দফা সংঘর্ষের ঘটনায় জামায়াত - শিবিরের বাইরে থাকা শীর্ষ নেতাসহ ৪ শতাধিককে আসামি করা হয়েছে৷

পুলিশ মনে করছে, চলতি সপ্তাহে পরিকল্পিতভাবে জামায়াত - শিবির তাদের ওপর হামলা চালিয়েছে৷ এই হামলা ঢাকাসহ সারা দেশে একযোগে চালানো হয়েছে৷ এসব ঘটনায় জামায়াতের কেন্দ্রীয়, মহানগর এবং বিভাগীয় পর্যায়ের ভারপ্রাপ্ত আমিরসহ বাইরে থাকা সব নেতাই আসামি৷ আসামি শিবিরের কেন্দ্রীয় নেতারা৷ ঢাকায়ই মামলা হয়ছে ১০টি৷ গ্রেফতার করা হয়েছে শতাধিক নেতা-কর্মীকে৷ ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র উপ-কমিশনার মনিরুল ইসলাম ডয়চে ভেলেকে জানান, তারা যে পরিকল্পিতভাবে পুলিশের ওপর হামলা চালিয়েছে তার সব ধরণের প্রমাণ তাদের কাছে আছে৷

Dhaka Protest Ausschreitungen
যুদ্ধপরাধীদের বিচার বানচাল করতে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করা উদ্দেশ্য - পুলিশছবি: Reuters

জামায়াত - শিবির কেন পরিকল্পিতভাবে হামলা চালাবে এমন প্রশ্নের জবাবে মনিরুল ইসলাম বলেন, তাদের উদ্দেশ্য যুদ্ধপরাধীদের বিচার বানচাল করতে দেশে একটি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করা৷

তিনি জানান, রাজনৈতিক কর্মকাণ্ডের ব্যাপারে তাদের কোন কথা নেই৷ কিন্তু অপরাধমূলক কর্মকাণ্ডের ব্যাপারে তারা কঠোর অবস্থান নিয়েছেন৷ তারা কোন ছাড় দেবেন না৷ তারা জামায়াত - শিবিরের নেতাদের ধরতে সাড়াশি অভিযান শুরু করেছেন৷ গ্রেফতার এড়াতে অনেকেই আত্মগোপন করেছেন৷ কিন্তু তাদের ধরতে গোয়েন্দা নেটওয়ার্ক শক্তিশালী করা হয়েছে৷

এদিকে সরকারও শক্ত অবস্থান নিয়েছে৷ স্বরাষ্ট্র মন্ত্রী গত কয়েকদিন ধরে আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের সভাসমাবেশে জামায়াত - শিবিরকে প্রতিহত করার আহ্বান জানাচ্ছেন৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য