জাতিসংঘের শান্তি সেনারা হুমকির মুখে
২২ ডিসেম্বর ২০১০ক্রমশ দেশটিতে গৃহযুদ্ধ দেখা দেওয়ার আভাস পাওয়া যাচ্ছে৷ বান কি মুন আইভরি কোস্টের পরিস্থিতি নিয়ে খুবই উদ্বিগ্ন৷ এছাড়া জাতিসংঘের উপমহাসচিব এ্যালেন লোরয় জানিয়েছেন, শান্তি রক্ষায় নিয়োজিত সেনাদের জন্য প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে না৷ খাবার থেকে শুরু করে পেট্রল সবকিছুই রয়েছে এই তালিকায়৷ এছাড়া তিনি আরো বলেন, ‘‘আইভরি কোস্টে অন্যান্য দেশ থেকে ভাড়াটে সেনা এসেছে বলে উল্লেখ করা হচ্ছে৷ ধারণা করা হচ্ছে এরা লাইবেরিয়া এবং এ্যাঙ্গোলা থেকে এসেছে৷ কারণ এরা স্থানীয় ভাষার সঙ্গে পরিচিত নয়৷ এরা যে কোন মুহূর্তে হামলা চালাতে পারে, এরকম আশঙ্কাও করা হচ্ছে৷ এদের লক্ষ্যবস্তু হতে পারে সাধারণ মানুষ এবং জাতিসংঘের কর্মীরা৷''
বাগবো মুখ খুললেন
ইউরোপীয় ইউনিয়ন সহ বিশ্বের অন্যান্য রাজনীতিক নেতারা মনে করছেন লোরোঁ বাগবো নয় নির্বাচনে বিজয়ী হয়েছেন প্রতিদ্বন্দ্বী আলাসান উয়াতারা৷ দেশের এই পরিস্থিতিতে কী বলছেন প্রেসিডেন্ট জানান, ‘‘ আমি দেশের মানুষদের শান্ত থাকার জন্য অনুরোধ করছি৷ জাতিসংঘ এবং ফরাসিরা আমাদের দেশ থেকে চলে যাবে৷ আমি বিরোধী দলের নেতা উয়াতারার সঙ্গে আলোচনায় বসতে আগ্রহী৷ এমনকি যে সব জঙ্গি উয়াতারাকে সাহায্য করেছে তাদের সঙ্গেও৷''
বলা প্রয়োজন, জার্মান এবং ফ্রান্স তার নাগরিকদের আইভরি কোস্ট ছাড়ার পরামর্শ দিয়েছে৷ জাতিসংঘ ১০ হাজার শান্তি সেনা আইভরি কোস্টে পাঠিয়েছে৷ রাজধানী আবিজানের জাতিসংঘের দপ্তরে উয়াতারার আহত সমর্থকদের আশ্রয় দেওয়া হচ্ছে৷ তাদের চিকিৎসাও চলছে সেখানে৷ বাগবো সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী এমিল গুরিয়েলু এক প্রকার হুমকি দিয়েই বলেছেন, ‘‘আমাদের ইচ্ছার বিরুদ্ধে দেশে যদি এত সেনা অবস্থান করে, তাহলে কোন অবস্থাতেই আমরা সহযোগিতা করবো না৷ এর অর্থ হল কোন ধরণের আলোচনায় এরা আসতে পারবে না৷''
নিষেধাজ্ঞার মুখে আইভরি কোস্ট
আন্তর্জাতিক সম্প্রদায়ের মতে গতমাসের নির্বাচনে আলাসান উয়াতারা বিজয়ী হয়েছেন৷ এমনকি জাতিসংঘ আনুষ্ঠানিকভাবে জানিয়েছে যে উয়াতারাই নির্বাচিত প্রেসিডেন্ট৷ তবে এসব কথা শুনতে নারাজ বাগবো৷ ইউরোপীয় ইউনিয়ন বেশ কিছু নিষেধাজ্ঞা নিয়ে আলাপ আলোচনা করছে৷ এছাড়া বাগবো, তাঁর স্ত্রী এবং ১৮জন সমর্থককে ভ্রমণের জন্য ভিসা দেওয়া হবে না জানানো হয়েছে৷ এদিকে বিশ্ব ব্যাংক জানিয়েছে, আইভরি কোস্টের জন্য সংস্থান করা অর্থের লেনদেন আপাতত বন্ধ রাখা হচ্ছে৷ বিশ্ব ব্যাংকের সভাপতি রবার্ট জোয়েলিক বুধবার নিজে এই তথ্য দেন৷
প্রতিবেদন: মারিনা জোয়ারদার
সম্পাদনা: আবদুল্লাহ আল-ফারূক