1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জাতিসংঘের রিপোর্টে গাজায় ইসরায়েল এবং প্যালেস্তিনীয়দের যুদ্ধাপরাধের উল্লেখ

১৬ সেপ্টেম্বর ২০০৯

মঙ্গলবার প্রকাশিত জাতিসংঘের একটি রিপোর্টে ইসরায়েল এবং প্যালেস্তিনীয়, উভয়ের বিরুদ্ধেই যুদ্ধাপরাধের অভিযোগ করা হয়েছে৷ তবে বিশেষভাবে সমালোচনা করা হয়েছে ইসরায়েলের৷

https://p.dw.com/p/JhVr
রিচার্ড গোল্ডস্টোনছবি: AP

গত এপ্রিলে জেনেভায় জাতিসংঘের মানবাধিকার পরিষদের উদ্যোগে গাজা স্ট্রিপের ঘটনাবলী সম্পর্কে একটি ফ্যাক্ট ফাইন্ডিং কমিশন নিয়োগ করা হয়৷ চার সদস্য বিশিষ্ট ঐ প্যানেলের প্রধান হলেন দক্ষিণ আফ্রিকার খ্যাতনামা আইনবিদ এবং জাতিসংঘের প্রাক্তন কৌঁসুলি রিচার্ড গোল্ডস্টোন, যিনি স্বয়ং ইহুদি৷ ৫৭৫ পাতার এই রিপোর্টটি আগামী ২৯শে সেপ্টেম্বর জাতিসংঘের মানবাধিকার পরিষদের কাছে পেশ করা হবে৷ ২০০৮ সালের ২৮শে ডিসেম্বর থেকে এ বছরের ১৮ই জানুয়ারি অবধি গাজা স্ট্রিপের যুদ্ধে প্রায় ১,৪০০ প্যালেস্তিনীয় এবং ১৩ জন ইসরায়েলি নিহত হয়৷ আহত হয় প্রায় ৫,৫০০ জন, তাদের অধিকাংশই গাজা স্ট্রিপে৷ সামগ্রিকভাবে হতাহতের, এবং সামরিক-বেসামরিকের অনুপাত নিয়েও নানা পক্ষের নানা মত ও পরিসংখ্যান আছে৷

অভিযোগ

জাতিসংঘের রিপোর্টে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর কার্যকলাপকে সরাসরি যুদ্ধাপরাধ, এমনকি ক্ষেত্রবিশেষে সম্ভবত মানবতার বিরুদ্ধে অপরাধ বলে অভিহিত করা হয়েছে৷ অপরদিকে প্যালেস্তিনীয় জঙ্গিদের রকেট নিক্ষেপকেও যুদ্ধাপরাধের তুল্য, এবং সম্ভবত মানবতার বিরুদ্ধে অপরাধ বলে বিবেচনা করা হয়েছে৷ তবে রিপোর্টের যে সাত পাতার সারাংশ প্রথমে প্রকাশ করা হয়েছে, তার মধ্যে মাত্র চারটি অনুচ্ছেদ প্যালেস্তিনীয়দের মানবাধিকার লঙ্ঘনের ঘটনাবলী নিয়ে৷

প্রত্যাখ্যান

ইসরায়েল সঙ্গে সঙ্গে রিপোর্টটিকে প্রত্যাখ্যান করেছে এই বলে, যে সত্য সন্ধানী কমিশনের সনদ প্রথম থেকেই ‘‘একতরফা’’ ছিল৷ তবে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রক থেকে জানানো হয়, যে রিপোর্টটি মনোযোগের সঙ্গে পড়া হবে এবং ইসরায়েল আন্তর্জাতিক আইন অনুযায়ী কাজ করতে এবং তার সেনাবাহিনীর বিরুদ্ধে কোনোরকম অন্যায় কাজকর্মের অভিযোগ বিবেচনা করে দেখতে প্রতিশ্রুতিবদ্ধ৷ - আবার হামাসও রিপোর্টটিকে ‘‘রাজনৈতিক এবং ভারসাম্যবিহীন’’ বলেছে, কেননা তাদের মতে কৃত অপরাধ এবং তার বিরুদ্ধে প্রতিরোধকে একই পর্যায়ে ফেলা হয়েছে৷

কারা এই যুদ্ধের শিকার

রিপোর্টের আরেকটি অভিযোগ হল, ইসরায়েলি সৈন্যরা পরিকল্পিতভাবে বেসামরিক ব্যক্তিদের উপর আক্রমণ চালিয়েছে এবং বেসামরিক প্রাণহানি রোখার জন্য যথেষ্ট সতর্কতা নেয়নি৷ এক্ষেত্রে সাদা ফসফরাসের গোলা এবং উচ্চ বিস্ফোরক শক্তির কামানের গোলার ব্যবহারের কথা বলা হয়েছে৷ ইসরায়েল চতুর্থ জেনেভা চুক্তি ভঙ্গ করেছে, বলে রিপোর্টে দাবী করা হয়৷ - অপরদিকে ইসরায়েলের বেসামরিক জনগণের উপর প্যালেস্তিনীয় সশস্ত্র গোষ্ঠীগুলির পরিকল্পিত আক্রমণও যুদ্ধাপরাধের তুল্য এবং মানবতার বিরুদ্ধে অপরাধ বলেও বিবেচিত হতে পারে৷ কিন্তু প্যালেস্তিনীয় জঙ্গিরা যে গাজায় বেসামরিক নাগরিকদের যুদ্ধের এলাকায় যেতে, অথবা সেখানে থাকতে বাধ্য করেছে, তার কোন প্রমাণ কমিশন খুঁজে পায়নি৷

কমিশন জাতিসংঘের মহাসচিব বান কি-মুন’কে রিপোর্টটি নিরাপত্তা পরিষদের নজরে আনার পরামর্শ দিয়েছে৷ অপরদিকে গোল্ডস্টোন আভাস দিয়েছেন, যে অভিযোগগুলি আন্তর্জাতিক ফৌজদারি আদালতের কাছেও পাঠানো হতে পারে৷

প্রতিবেদক: অরুণ শঙ্কর চৌধুরী, সম্পাদনা: রিয়াজুল ইসলাম