জাতিসংঘে এবার আলোচনার বিষয় করোনা, জলবায়ু
২০ সেপ্টেম্বর ২০২১সে কারণে এবার জাতিসংঘের ১৯৩টি সদস্য রাষ্ট্রের প্রায় এক-তৃতীয়াংশ নেতা অধিবেশনের জন্য ভিডিও বার্তা পাঠাচ্ছেন৷ করোনার কারণে গতবছর সব দেশ ভিডিও বার্তা পাঠিয়েছিল৷
যুক্তরাষ্ট্রের প্রচেষ্টার অংশ হিসেবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মাত্র ২৪ ঘণ্টার জন্য নিউইয়র্কে উপস্থিত থাকবেন৷ মঙ্গলবার তিনি দ্বিতীয় রাষ্ট্রপ্রধান হিসেবে অধিবেশনে বক্তব্য রাখবেন৷ প্রথম ভাষণটি দেবেন ব্রাজিলের প্রেসিডেন্ট জাইয়া বলসোনারো৷
বিশ্ব নেতাদের ভাষণে করোনা মহামারি, জলবায়ু পরিবর্তন, আফগানিস্তান, ইরান ইত্যাদি বিষয় প্রাধান্য পেতে পারে৷
করোনার টিকা বণ্টন নিয়ে বিশ্বব্যাপী যে বৈষম্য দেখা যাচ্ছে সে বিষয়টি এবার আলোচিত হতে পারে৷ সারা বিশ্বে এখন পর্যন্ত প্রায় ৫৭০ কোটি ডোজ টিকা দেয়া হয়েছে৷ এর মধ্যে আফ্রিকার বাসিন্দারা পেয়েছেন মাত্র দুই শতাংশ টিকা৷
মূল অধিবেশনের বাইরে বিভিন্ন ইস্যুতে যে আলোচনাগুলো হবে সেগুলো ভার্চুয়াল ও হাইব্রিড (ইন-পারসন ছাড়াও অনেক ভার্চুয়ালি যোগ দেবেন) পদ্ধতিতে অনুষ্ঠিত হবে৷
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার অধিবেশনে বক্তব্য রাখবেন বলে জানিয়েছে বাংলাদেশ সংবাদ সংস্থা, বাসস৷ তার আগে সোমবার জলবায়ু পরিবর্তন নিয়ে রাষ্ট্র ও সরকারপ্রধানদের একটি ছোট দলের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে অংশ নেবেন তিনি৷
এছাড়া মঙ্গলবার যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত কর্তৃক আয়োজিত ‘বিজনেস গোলটেবিল: ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল' অনুষ্ঠানে যোগ দিবেন প্রধানমন্ত্রী৷
বুধবার করোনা মহামারি সংক্রান্ত এক আলোচনায় অংশ নেবেন তিনি৷ এছাড়া সেদিন বিকেলে ‘রোহিঙ্গা সংকট: একটি টেকসই সমাধানের জন্য করণীয়' শীর্ষক অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী৷
নিউইয়র্কে থাকাকালীন বেশ কয়েকজন বিশ্ব নেতার সঙ্গে দ্বি-পাক্ষিক বৈঠক করার কথাও রয়েছে তার৷ এদের মধ্যে আছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মেট ফ্রেডেরিকসেন, বার্বাডোসের প্রধানমন্ত্রী মিজ মিয়া আমোর মোটলি কিউসি, নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুটে, নেদারল্যান্ডসের রানি ম্যাক্সিমা, মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সোলিহ এবং ভিয়েতনামের প্রেসিডেন্ট এনগুয়েন জুয়ান ফাইক৷
এছাড়া জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং ইইউ কাউন্সিলের প্রেসিডেন্ট শার্ল মিশেলের সঙ্গে দ্বি-পাক্ষিক আলোচনা করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷
জেডএইচ/কেএম (রয়টার্স, বাসস)