1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জাতির উদ্দেশে ভাষণ দেবেন শেখ হাসিনা

১৭ জুলাই ২০২৪

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য জানানোর খবর দিয়েছে দ্য ডেইলি স্টার৷

https://p.dw.com/p/4iPN6
Bangladesch | Sheikh Hasina, die neu gewählte Premierministerin von Bangladesch
ছবি: Mohammad Ponir Hossain/REUTERS

দৈনিক প্রথম আলো জানায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মলচত্বর এলাকায় পুলিশের সঙ্গে আন্দোলনরত শিক্ষার্থীদের সংঘর্ষ চলছে।  বিকেল সাড়ে চারটার পর এই সংঘর্ষ শুরু হয়।

শিক্ষার্থীরা মাস্টারদা সূর্য সেন হলের সামনে অবস্থান নিয়েছেন। বিপুলসংখ্যক পুলিশ অবস্থান নিয়েছে উপাচার্যের বাসভবনের কাছে।

 তার আগে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার পর সরকারের নির্দেশনা অনুযায়ী বাংলাদেশের সব বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়৷ বুধবার বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সভা করে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়৷

শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান ও পলিটেকনিক ইনস্টিটিউটের শ্রেণি কার্যক্রম বন্ধ ঘোষণার পর বুধবার বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সব বিশ্ববিদ্যালয়ও অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে৷ 

সিন্ডিকেট সভা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক সীতেশ চন্দ্র বাছার দ্য ডেইলি স্টার পত্রিকাকে বলেন, ‘‘অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় ও হল বন্ধ ঘোষণা করা হয়েছে৷ আজ সন্ধ্যা ৬টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী৷''

তবে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা হল খালি করার সিদ্ধান্ত মেনে নেবে না বলে দৈনিক প্রথম আলো পত্রিকাকে জানিয়েছেন আন্দোলনকারীদের অন্যতম সমন্বয়ক সারজিস আলম৷ পত্রিকাটিকে তিনি বলেন, ‘‘আন্দোলনকে স্তিমিত করার উদ্দেশ্যে হল বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে৷ শিক্ষার্থীরা হল ছাড়বেন না৷ সরকার দাবি মেনে নিলে তারা আর রাজপথে থাকবেন না৷ ছাত্রসমাজ যৌক্তিক দাবির জন্য লড়ছে৷''

এদিকে, বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষক কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে ‘হত্যাকাণ্ড, হামলা ও নির্যাতনে দায়ী ব্যক্তিদের' খুঁজে বের করে বিচার করে শাস্তি দেওয়ার দাবিতে সমাবেশ করেছেন৷ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে বুধবার স্থানীয় সময় দুপুরে ‘নিপীড়নবিরোধী শিক্ষক সমাবেশ' শীর্ষক এই কর্মসূচি অনুষ্ঠিত হয়৷

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক গীতিআরা নাসরিন সমাবেশে বলেন, ‘‘প্রতিটি হত্যা-নির্যাতনের বিচার করতে হবে৷ দোষী ব্যক্তিদের যথোপযুক্ত শাস্তি দিতে হবে৷ আহত ব্যক্তিদের যত দূর সম্ভব ক্ষতিপূরণ দিতে হবে, চিকিৎসার ব্যবস্থা করতে হবে৷''

‘‘ক্যাম্পাসে নিরাপত্তা বাহিনীর সদস্যরা থাকলে তাদের শিক্ষার্থীদের পক্ষে কাজ করতে হবে৷ তা না হলে তারা এখানে থাকতে পারবেন না৷ শিক্ষার্থীদের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে, কোনো কিছুতে বাধ্য করা যাবে না৷ সবাই শিক্ষার্থীদের পক্ষে থাকুন,'' গীতিআরা নাসরিনের এই বক্তব্য প্রকাশ করেছে দৈনিক প্রথম আলো৷

অন্যদিকে বুধবার ঢাকায় এক সভায় ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তার দলের ‘অস্তিত্বের ওপর হুমকি এসেছে' দাবি করে দলের নেতা-কর্মীদের ঢাকাসহ সারা দেশে ‘শক্ত অবস্থান' নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন৷ তিনি বলেন, ‘‘আমাদের অস্তিত্বের প্রতি হামলা এসেছে, হুমকি এসেছে৷ এই পরিস্থিতি মোকাবিলা আমাদের করতেই হবে৷ কাজেই আপনারা ওয়ার্ডে ওয়ার্ডে প্রস্তুত হয়ে যান৷''

পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিপুল পুলিশ, র‍্যাব ও বিজিবি মোতায়েন করা হয়েছে বলেও লিখেছে ঢাকার পত্রিকাগুলো৷

এআই/এসিবি (দ্য ডেইলি স্টার, প্রথম আলো)