জলবায়ু পরিবর্তনের ফলে ভারতের বিশেষ ক্ষতি হচ্ছে
২ ডিসেম্বর ২০১০মেক্সিকোর কানকুনে চলছে জাতিসংঘের বিশ্ব জলবায়ু সম্মেলন৷ প্রায় দু'সপ্তাহব্যাপী সেই সম্মেলনে যোগ দিয়েছেন ভারতসহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা৷ জলবায়ু পরিবর্তনের ফলে ২০৩০ সালে ভারতের অবস্থা কী হবে সমীক্ষামূলক এই রিপোর্টটির মাধ্যমে সেই বিষয়ে সুনির্দিষ্ট ভবিষ্যদ্বাণী করা হয়৷ এবং এর ভিত্তিতে এখুনি আগামী দুই দশকের জন্য গৃহীত নীতির পর্যালোচনার কথা উল্লেখ করা হয়৷ বলা হয়েছে, বিশ্ব উষ্ণায়নের ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে যে সব দেশ ভারত তার অন্যতম৷
রিপোর্টে বলা হয়েছে, বিশ্বের উষ্ণায়নের ফলে আগামী বিশ বছরের মধ্যে ভারতের তাপমাত্রা ১৯৭০ সালের চেয়ে দুই ডিগ্রি বেড়ে যাবে৷ যা দেশটির বৃষ্টিপাতের ধরণে পরিবর্তন নিয়ে আসবে৷ এবং এর প্রভাব গিয়ে পড়বে সুপেয় পানি সরবরাহ ও কৃষির উপর, যার উপর নির্ভর করে ভারতের এক বিলিয়নেরও বেশি মানুষের জীবিকা৷
জলবায়ু পরিবর্তনের ফলে ভারতের যে অঞ্চলগুলো সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে রয়েছে সেই অঞ্চলগুলোর কৃষি, পানি, স্বাস্থ্য, প্রাকৃতিক ইকো সিস্টেম এবং জীববৈচিত্র্যের উপর সমীক্ষা চালিয়ে ‘জলবায়ু পরিবর্তন ও ভারত' শিরোনামের রিপোর্টটি প্রস্তুত করা হয়েছে৷ সারা দেশের ১২০ টি গবেষণা প্রতিষ্ঠানের ২২০ জন বিজ্ঞানীকে নিয়ে এই রিপোর্টটি প্রস্তুত করেছে ‘ইন্ডিয়ান নেটওয়ার্ক ফর ক্লাইমেট চেঞ্জ অ্যাসেসমেন্ট' বা আইএনসিসিএ৷ সেখানে বলা হয়েছে, ভারতে আরও বন্যা এবং খরা দেখা দেবে, যার ফলে ম্যালেরিয়ার মতো রোগগুলো আরও বিস্তার লাভ করবে৷
ভারতের পরিবেশ মন্ত্রী জয়রাম রমেশ বলেন, ‘‘পৃথিবীর আর কোনো দেশ নেই যে দেশ ভারতের মত জলবায়ু পরিবর্তনের ফলে এতোদিক থেকে ক্ষতিগ্রস্ত হবে৷'' তিনি বলেন,‘‘ ভারতের মতো উন্নয়নশীল দেশগুলো কার্বন নি:সরণ কমানোর জন্য এমন কোন আইনি বাধ্যবাধকতা মানবে না,যা কিনা তাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি ব্যাহত করবে৷''
পরিবেশ মন্ত্রণালয় জানিয়েছে, ভারতে গ্যাস নির্গমনের মাত্রা ১৯৯০ থেকে ২০০৫ সালের মধ্যে ১৭ দশমিক ৬ শতাংশ কমে এসেছে এবং এখনও সেই মাত্রা একই রয়েছে৷ পরিবেশমন্ত্রী ইতোমধ্যে বলেছেন, ধনী এবং উন্নয়নশীল দেশগুলোতে জলবায়ু পরিবর্তনের প্রভাবের মধ্যে যে পার্থক্য রয়েছে তা কমিয়ে আনার জন্য ভারত কানকুনের সম্মেলনে সেতুবন্ধ তৈরির চেষ্টা চালাবে৷
কার্বন নি:সরণ কমানোর জন্য মনিটর করা এবং যাচাই করার যে প্রস্তাব জলবায়ু সম্মেলনে ভারত দিয়েছে সেটাকে একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে স্বাগত জানিয়েছেন পরিবেশবিদরা৷ পরিবেশ বিশেষজ্ঞ জয়দীপ গুপ্ত বলছেন, ভারত সরকার কাগজ কলমে অনেক কিছুই করে যাচ্ছে৷ কিন্তু ধনী দেশগুলো যদি এ ব্যাপারে তাদের কথা না রাখে তাহলে বাস্তবে খুব কমই কাজ হবে৷ তিনি বলেন, তৃতীয় বৃহত্তম গ্রিন হাউস গ্যাস নির্গমনকারী দেশ ভারত নিজেই এতোদিন যে পরিমাণে কার্বন নি:সরণ করে আসছে, এখন তারই সমাধানের চেষ্টা চালাচ্ছে ভারত৷
প্রতিবেদন: জান্নাতুল ফেরদৌস
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক