1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জলবায়ু পরিবর্তনের কুপ্রভাব সামলাতে বিমা

৪ জুলাই ২০১৮

ক্যারিবীয় দ্বীপপুঞ্জের সেন্ট লুসিয়া দ্বীপের মানুষ জলবায়ু পরিবর্তনের কুপ্রভাব হাড়ে হাড়ে টের পান৷ কৃষক ও জেলেদের সাহায্য করতে জার্মানির সহায়তায় সেখানে এক অভিনব বিমা ব্যবস্থা চালু করা হয়েছে৷

https://p.dw.com/p/30rC3
Westindien St. Lucia
ছবি: DW/Michael Altenhenne

ওয়াল্টার এডউইনের জীবনে মৌমাছিই সবকিছু৷ তিনি ৩০ বছরেরও বেশি সময় ধরে মৌমাছি পালন করছেন৷ ভালো মধু উৎপাদন হলে তিনি সস্ত্রীক সংসার চালাতে পারেন৷ কিন্তু সেন্ট লুসিয়া দ্বীপে ঘূর্ণিঝড় এলে তাঁর অস্তিত্ব বিপন্ন হয়ে পড়তে পারে৷ তাই তিনি জলবায়ু সংক্রান্ত ঝুঁকির জন্য এক বিমা করিয়েছেন৷ ওয়াল্টার বলেন, ‘‘শেষবার বড় ঝড়ের ২৪ ঘণ্টা পর বিমা কোম্পানি আমাকে ফোন করে ক্ষতিপূরণের খবর জানিয়েছিল৷ সেই টাকা আমার খুব কাজে লেগেছে৷ তা দিয়ে মৌমাছি ও নিজের দেখাশোনা করতে পেরেছি৷''

মধু উৎপাদনকারী হিসেবে তিনি প্রায় ৩০ ইউরো অঙ্কের ন্যূনতম মাসুল দেন৷ ফলে ক্ষতিপূরণ হিসেবে তিনি ৩০০ ইউরো পর্যন্ত পেতে পারেন৷ সেই টাকা দিয়ে ওয়াল্টার বিশেষ সিরাপ কিনে বিপর্যয়ের পর মৌমাছিদের আবার চাঙ্গা করতে চান৷ তবে ঘনঘন দেখা দিলেও শুধু ক্রান্তীয় অঞ্চলের ঝড় তাঁর একমাত্র সমস্যা নয়৷ আবহাওয়া খামখেয়ালি হয়ে পড়ায় মৌমাছিদের পক্ষে নেকটার বা মৌ-রস সংগ্রহ করা কঠিন হয়ে পড়ছে৷

জার্মানির সহায়তায় ক্যারিবীয় দ্বীপপুঞ্জে বিমা ব্যবস্থা

এই মুহূর্তে সেন্ট লুসিয়া দ্বীপে শুকনা মরসুম চলছে৷ কিন্তু তা সত্ত্বেও ঘনঘন বৃষ্টি হচ্ছে৷ ফলে মধু উৎপাদনও কমে গেছে৷ দ্বীপের সবচেয়ে গুরুত্বপূর্ণ রপ্তানি পণ্য হলো কলা৷ কিন্তু সেই প্লান্টেশনও বার বার খারাপ আবহাওয়ার কারণে বিধ্বস্ত হচ্ছে৷ ভিনসেন্ট নর্বার্ট প্রবল বৃষ্টিপাতকে সবচেয়ে বেশি ভয় পান, কারণ তাঁর খেত এর ফলে একবার বানে ভেসে গিয়েছিল৷ সব কলা নষ্ট হয়ে গিয়েছিল৷ তাই তিনি চাষি হিসেবে ক্ষতিপূরণের সর্বোচ্চ অঙ্কের বিমা করিয়েছেন৷ প্রায় ৩,০০০ ইউরোর ক্ষতিপূরণ পেতে তাঁকে বছরে প্রায় ৩০০ ইউরো মাসুল দিতে হয়৷ ভিনসেন্ট বলেন, ‘‘যে অঙ্কই হাতে পাই না কেন, নতুন করে শুরু করতে সুবিধা হয়৷ আবহাওয়া বিপর্যয়ের পর নতুন করে খেত সাজাতে হয়৷ এই বিমা না থাকলে ব্যাংকে গিয়ে মোটা টাকার ঋণ নিতে হতো৷ কিন্তু ব্যাংক সাধারণত এই কাজে টাকা দেয় না৷ কৃষিকাজ ঝুঁকিপূর্ণ বলে ব্যাংক তা পছন্দ করে না৷''

জার্মানির সরকার সেন্ট লুসিয়া দ্বীপে পরীক্ষামূলক এই প্রকল্পের অর্থায়ন করছে৷ আন্তর্জাতিক জলবায়ু সংরক্ষণ উদ্যোগ তহবিল থেকে সেই অর্থ ব্যয় করা হচ্ছে৷ বিশেষজ্ঞদের এক দল পরিদর্শন করতে এসে চাষিদের অভিজ্ঞতা ও পরিষেবা আরও উন্নতির লক্ষ্যে তাঁদের পরামর্শ শুনছে৷

এই বিমা কাঠামোর অভিনব বৈশিষ্ট্য হলো, শুধুমাত্র স্যাটেলাইটের মাধ্যমে পাওয়া আবহাওয়া সংক্রান্ত তথ্যের ভিত্তিতে ক্ষতিপূরণের অঙ্ক স্থির করা হয়৷ মিউনিখ জলবায়ু বিমা উদ্যোগের প্রতিনিধি জেনিফার ফিলিপ্স বলেন, ‘‘বাড়িতে এসে কেউ ক্ষতির পরিমাণ পরখ করে দেখে না৷ প্রবল বৃষ্টিপাত বা ঝড় হলে আপনার ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে৷ আমরা চাই ক্ষতিপূরণের অর্থ দ্রুত মানুষের হাতে পৌঁছে যাক৷ ফলে ঝড় শেষ হলেই তারা পুনর্গঠনের কাজ শুরু করতে পারে৷''

এক বিমা এজেন্ট নতুন গ্রাহক খুঁজছেন৷ তিনি জোর দিয়ে বলছেন, যে কোনো পেশার মানুষ বিমা করাতে পারেন৷ প্রবল বৃষ্টিপাত বা ঝড় হলেই ক্ষতিপূরণের টাকা হাতে আসবে৷ অনেকের মনে সংশয় রয়েছে৷ খারাপ আবহাওয়া হলেই টাকা! শুনে বিশ্বাস করতে মন চায় না৷

প্রচারের অনুষ্ঠানের পর জেলেরা আবার কাজে ফিরছেন৷ তাঁরা প্রতিদিনই জলবায়ু পরিবর্তনের কুপ্রভাব হাতেনাতে টের পান৷ কারণ তাঁদের জালে মাছের পরিমাণ কমে চলেছে৷ তার জন্য সমুদ্রের পানির তাপমাত্রা বৃদ্ধি ও ঘূর্ণিঝড় দায়ী৷ তাঁদেরই একজন অ্যালফ্রেড গেনচারেস৷ তিনি বলেন, ‘‘কখনো কখনো আমাদের মারাত্মক ক্ষতি হয়৷ একটি ঘূর্ণিঝড়ে আমার নৌকো বেঁকে গেছে এবং মাছ ধরার জাল নষ্ট হয়ে গেছে৷ সরকার আর আমাদের সাহায্য করে না৷ নিজের কিছু সঞ্চয় থাকলে তবেই বিনিয়োগ করা যায়৷ কিন্তু প্রায়ই হাতে টাকা থাকে না৷''

বিমা থাক বা না থাক – তারপরেও কিছু থেমে থাকে না৷ মানুষের দৈনন্দিন জীবনযাত্রা ঝুঁকিতে ভরা৷ কিন্তু একটি বিষয় সম্পর্কে সবাই নিশ্চিত৷ পরবর্তী ঘূর্ণিঝড় অবশ্যই আসছে৷

মিশায়েল আল্টেনহেনে/এসবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য