1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জলবায়ু পরিবর্তন দক্ষিণ এশিয়ার খাদ্য নিরাপত্তার জন্য ঝুঁকি: এশীয় উন্নয়ন ব্যাংক

৩ সেপ্টেম্বর ২০০৯

হিমালয়ের গলতে থাকা হিমবাহ, খরা, অনিয়মিত বৃষ্টি এবং জলবায়ু পরিবর্তনের অন্যান্য প্রভাব দক্ষিণ এশিয়ার ১.৬ বিলিয়নেরও বেশি মানুষের খাদ্যের নিরাপত্তার ওপর হুমকি সৃষ্টি করছে৷

https://p.dw.com/p/JOC6
ফাইল ফটোছবি: dpa

বুধবার এশীয় উন্নয়ন ব্যাংকের এক সমীক্ষার রিপোর্টে এই হুমকির দিকে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে৷

ম্যানিলা ভিত্তিক এই ব্যাংকের অর্থে চালিত সমীক্ষার প্রথমিক রিপোর্টে এই মর্মে হুঁশিয়ার করে দেয়া হয়েছে যে, জলবায়ু পরিবর্তনের ফলে দক্ষিণ এশিয়ার চারটি দেশ বাংলাদেশ, ভারত, নেপাল ও আফগানিস্তানে শস্যের ফলন কমে যাওয়ার হুমকি রয়েছে৷ এশীয় উন্নয়ন ব্যাংকের দক্ষিণ এশিয়া বিভাগের পরিচালক কুনিও সেঙ্গা বলেছেন, দক্ষিণ এশিয়ায় জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব পড়ার হুমকি কৃষি তথা খাদ্য নিরাপত্তার ওপর খুবই গুরুতর প্রভাব ফেলবে৷

এই সমীক্ষায় আরো সতর্ক করে দেয়া হয়েছে, ২০৫০ সাল পর্যন্ত এই প্রবণতা যদি বহাল থাকে, তাহলে দক্ষিণ এশিয়ায় সেচ পদ্ধতিতে পাওয়া শস্যের ফলন বেশ কমে যাবে৷ বলা হয়েছে, ভুট্টার ফলন কমবে ১৭ শতাংশ, গমের ফলন কমবে ১২ শতাংশ আর ধান ১০ শতাংশ৷ এর ফলে দেখা দেয়া খাদ্যাভাবের কারণে খাবারের দাম হবে খুব চড়া এবং গোটা অঞ্চলে মানুষের ক্যালোরি গ্রহণের মাত্রা হ্রাস পাবে, বলছে এশীয় উন্নয়ন ব্যাংক৷

বিশ্বের দরিদ্র মানুষদের অর্ধেকেরই বাস দক্ষিণ এশিয়ায়৷ সেখানে কৃষি মূলত বৃষ্টির জলের উপর নির্ভরশীল৷

সংশ্লিষ্ট সমীক্ষাটি তৈরি করেছে আন্তর্জাতিক খাদ্যনীতি গবেষণা ইনস্টিটিউট৷ জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাবের ঝুঁকি দূর করতে এই সমীক্ষায় দক্ষিণ এশিয়া অঞ্চলে সেচ ব্যবস্থার প্রসার ও পানি সম্পদ ব্যবস্থাপনা, খেত থেকে বাজার পর্যন্ত ফসল পৌঁছানোর উপযোগী রাস্তা তৈরি এবং কৃষি গবেষণার ক্ষেত্রে অর্থ বিনিয়োগের আহ্বান জানানো হয়েছে৷

চলতি মাসে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে জাতিসংঘ জলবায়ু পরিবর্তন কনভেনশন কাঠামোর অধিবেশনের সময় এই সমীক্ষার রিপোর্ট আনুষ্ঠানিকভাবে পেশ করা হবে৷

প্রতিবেদক: আব্দুল্লাহ আল-ফারূক

সম্পাদনা: আবদুস সাত্তার