1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অগণতান্ত্রিক পরিস্থিতির আশঙ্কা

সমীর কুমার দে, ঢাকা৩০ নভেম্বর ২০১২

জাতীয় সংসদ নির্বাচন যতই এগিয়ে আসছে, রাজনীতির মাঠ ততই উত্তপ্ত হয়ে উঠছে৷ কার অধীনে নির্বাচন হবে, তা নিয়ে সরকারি ও বিরোধী দল এখন মুখোমুখি অবস্থানে৷

https://p.dw.com/p/16tCO
ছবি: DW

সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের বদলে সরকারি ও বিরোধী দল এখন মুখোমুখি অবস্থানে৷ একদিকে বিরোধী দল অবরোধ ঘোষণা ও লাগাতার হরতালের হুমকি দিয়েছে, অন্যদিকে সরকার চায় তাদের অধীনেই নির্বাচন৷ এমন অবস্থায় আবারো আলোচনায় জরুরি অবস্থা জারির মত অগণতান্ত্রিক পরিস্থিতির আশঙ্কা দেখা যাচ্ছে৷

Bildcombo Sheikh Hasina und Khaleda Zia
বাংলাদেশের রাজনীতির প্রধান দুই নেত্রী শেখ হাসিনা ও খালেদা জিয়া (ফাইল ফটো)ছবি: AP/DW

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল অবশ্য মনে করেন, প্রধান দু'টি রাজনৈতিক দল যদি কোন মীমাংসায় আসতে না পারে তাহলে জরুরি অবস্থা জারি হলে অবাক হওয়ার কিছু নেই৷ তিনি বলেন, অতীতেও এই বড় দুই দলের সংঘাতের কারণেই ওয়ান ইলেভেনের মত সরকার এসেছে৷

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান অবশ্য বলেছেন, তারা শান্তপূর্ণভাবেই সব কর্মসূচি পালন করতে চান৷ তবে সরকার বাধা দিলে ভিন্ন পরিস্থিতির সৃষ্টি হতে পারে৷

ক্ষমতাসীন দল আওয়ামী লীগ বিরোধী দলের এসব আন্দোলনকে বড় করে দেখছে না৷ দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় ফেরার আর কোন সুযোগ নেই৷

তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদ মনে করেন, বড় দুই দলকে একটা সমঝোতায় আসতেই হবে৷ তবে তাঁর মতে, সংস্কৃতি হলো একটা সংঘাতের পর তারা আবার সমঝোতায় আসেন৷ এবার সংঘাতের আগেই শান্তিপূর্ণভাবে সমাধান হবে বলে মনে করেন তিনি৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য