1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জঙ্গি সন্দেহে গ্রেপ্তার ‘নিখোঁজ' ডাক্তার

১৮ নভেম্বর ২০২২

ফরিদপুরের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হঠাৎ নিখোঁজ হয়ে যাওয়া এক চিকিৎসককে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম-সিটিটিসি৷

https://p.dw.com/p/4JiuM
Bangladesch Polizei Moschee Islam
ছবি: picture-alliance/NurPhoto/Z. Chowdhury

‘নিখোঁজের' এক সপ্তাহ পর ঢাকার যাত্রাবাড়ী থেকে তাকে গ্রেপ্তার করা হয়৷

বুধবার যাত্রাবাড়ী থেকে ডা. মো. জাকির হোসেনকে গ্রেপ্তার করা হয় বলে সিটিটিসির অতিরিক্ত উপকমিশনার আহমেদুল ইসলাম ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান৷ 

জাকির নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের ‘সক্রিয় সদস্য' উল্লেখ করে তিনি বলেন, বৃহস্পতিবার তাকে রিমান্ডে নেওয়ার আবেদন জানিয়ে আদালতে হাজির করা হয়৷ আদালত দুদিনের রিমান্ড মঞ্জুর করেছে৷

মো. জাকির হোসেন মানিকগঞ্জ শহরের বনগ্রাম আবাসিক এলাকার ৪৫/১ বাড়ির বাসিন্দা মো. সামসুল আলম ও জেসমিন আক্তার দম্পতির ছেলে৷ তিনি বিবাহিত এবং এক সন্তানের বাবা৷

৩৮তম বিসিএস-এর এই কর্মকর্তা ২০১৯ সালের ১১ ডিসেম্বর ভাঙ্গার তুজারপুর ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে সহকারী সার্জন হিসেবে যোগ দেন৷ কিন্তু তুজারপুর ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে কোনো স্থাপনা না থাকায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সঙ্গে সংযুক্ত করা হয়৷ সেই থেকে গত তিনবছর ধরে তিনি এ স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত৷

ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার সহকর্মী ও পরিবারের সদস্যরা জানান, গত ৮ নভেম্বর হাসপাতালে কাজ শেষ করে সহকর্মী ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে খুদেবার্তা পাঠানোর পর ডা. জাকির হোসেনের আর খোঁজ পাওয়া যায়নি৷ এরপর থেকেই তার ব্যবহৃত মোবাইল ফোন নম্বরটি বন্ধ পাওয়া যায়৷

তার নিখোঁজ হওয়ার বিষয়ে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও তার শ্বশুর গত বৃহস্পতিবার (১০ নভেম্বর) ভাঙ্গা থানায় দুইটি সাধারণ ডায়েরি (জিডি) করেন৷

জিডির বিবরণ থেকে জানা যায়, গত ৮ নভেম্বর দুপুর ২টা পর্যন্ত জাকির হোসেন ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগের দায়িত্ব শেষ করে হাসপাতাল ত্যাগ করেন৷

৯ নভেম্বর রাত ১২টা ৩ মিনিটে জাকির হোসেনের ব্যবহৃত মোবাইল ফোন থেকে তার স্ত্রীর কলির ব্যবহৃত মোবাইল ফোনে খুদেবার্তায় জানানো হয় – বিদ্যুৎ নেই, তার (জাকির হোসেন) মোবাইল ফোন যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে৷

একইদিন ভোর ৫টা ৫৪ মিনিটে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার মোবাইল ফোনে জাকির হোসেনের ফোন থেকে খুদেবার্তায় জানানো হয় – শাশুড়ি অসুস্থ; জরুরি ঢাকায় যেতে হবে আগামীকাল (১০ নভেম্বর) ফিরতে একটু দেরি হবে৷

ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহসিন উদ্দিন ফকির বলেন, ‘‘আমি থানায় কথা বলে জানতে পেরেছি ডা. জাকির হোসেনকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে৷ তিনি নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সদস্য৷”

ভাঙ্গা থানার ওসি মো. জিয়ারুল ইসলাম বলেন, ঢাকার কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট যাত্রাবাড়ী থেকে ডা. জাকির হোসেনকে গ্রেপ্তার করেছে, বিষয়টি শুনেছি৷ এর আগে চিকিৎসক জাকির হোসেনের নিখোঁজ হওয়ার বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ও তার শ্বশুর ভাঙ্গা থানায় দুইটি জিডি করেন৷

এনএস/এসিবি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)  

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান