1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জঙ্গি ছিনতাইকারীদের একজন গ্রেপ্তার

২৩ নভেম্বর ২০২২

পুরান ঢাকার আদালত চত্বর থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ গ্রেপ্তার ব্যক্তি জঙ্গি ছিনতাইয়ের দিন মামলার হাজিরা দিতে আদালতে গিয়েছিলেন৷

https://p.dw.com/p/4JxZx
ফাইল ফটোছবি: bdnews24.com

গ্রেপ্তার ব্যক্তির নাম মেহেদী হাসান অমি ওরফে রাফির বাড়ি সিলেটে ৷ ২৪ বছর বয়সি মেহেদী হাসান নিষিদ্ধ সংগঠন আনসার আল ইসলামের সদস্য বলে পুলিশ জানিয়েছে৷

তাকে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট-সিটিটিসি গ্রেপ্তার করেছে বলে ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) মো. ফারুক হোসেন বুধবার ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান৷

তিনি বলেন, ‘‘আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় কোতোয়ালি থানায় যে মামলা হয়েছে, সে মামলায় ১৪ নম্বর আসামি সে (রাফি)৷” তবে রাফিকে কোথা থেকে, গ্রেপ্তার করা হয়েছে, তা জানায়নি পুলিশ৷

গত ২০ নভেম্বর ঢাকার আদালত পাড়া থেকে দুই জঙ্গি মইনুল হাসান শামীম ওরফে সামির ওরফে ইমরান এবং আবু সিদ্দিক সোহেল ওরফে সাকিব ওরফে সাজিদ ওরফে শাহাবকে ছিনিয়ে নেওয়ার দিন রাফিও ছিলেন আদালতে৷

মইনুল ও সোহেল প্রকাশক ফয়সাল আরেফিন দীপন হত্যামামলায় মৃত্যুদণ্ডে দণ্ডিত৷ তবে সেদিন তাদের আদালতে হাজির করা হয়েছিল মোহাম্মদপুর থানায় করা সন্ত্রাসবিরোধী আইনের এক মামলার শুনানিতে৷

২০ জনকে আসামি করে করা ওই মামলায় রাফিও আসামি; তবে তিনি জামিনে মুক্ত ছিলেন৷ তার সঙ্গে জামিনে থাকা আরেক আসামি হলেন ঈদী আমিন৷

জঙ্গি ছিনতাইয়ের পর কোতোয়ালি থানায় পুলিশ যে মামলা করেছে, তাতে বলা হয়েছে, জামিনে থাকা রাফি ও আমিন সেদিন হাজিরা দিতে আদালত প্রাঙ্গণে গিয়েছিলেন৷

জঙ্গি ছিনতাইয়ের মামলায়  এই দুজনকেই আসামি করা হয়েছে৷ এজাহারে বলা হয়েছে, পলাতক জিয়ার নির্দেশনায় আয়মান ওরফে মশিউর রহমানের নেতৃত্বে সেই অভিযান চালিয়েছিল জঙ্গিরা৷

তিন দিন পেরিয়ে গেলেও এখনও পলাতক দুই জঙ্গির হদিস বের করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী তাদের ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণাও করেছে পুলিশ

এনএস/এসিবি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য