চুরি করে খাবার খেয়ে ধরা পড়লেন ডেলিভারি ম্যান
১২ সেপ্টেম্বর ২০১৮আপনি নিশ্চয়ই খাবার অর্ডার দিয়েছেন, বা দেন কখনো কখনো৷ কিন্তু কখনো ভেবেছেন, যে মজার খাবারটি আপনি অর্ডার করেছেন, ডেলিভারির আগে তাতে কেউ ভাগ বসিয়েছে কিনা? কিংবা এঁটো করে দিয়েছে কিনা? অনেকের কাছে অবিশ্বাস্য ঠেকলেও এমন ঘটনা কিন্তু ঘটে৷ চীনে তেমনই এক ঘটনা সাড়া ফেলেছে৷
ঘটনাটি ঘটেছে গুয়াংদং রাজ্যের সিহুই শহরে৷ চীনের সোশ্যাল মিডিয়া উইবোতে এই ঘটনার ফুটেজটি প্রথমে প্রকাশ পায়৷ পরে ফেসবুকেও ছড়িয়ে পড়ে৷ সিসিটিভির সেই ফুটেজে দেখা যায়, এক ব্যক্তি খাবার ডেলিভারি দেবার আগে লিফটে উঠছিলেন৷ লিফটের মধ্যেই তিনি খাবারের প্যাকেট খুলে মুখ দিয়ে খাওয়া শুরু করেন৷ আরেকটি প্যাকেটে স্যুপমতো কিছু একটা ছিল৷ তাতেও চুমুক দিলেন৷ তারপর আবার প্যাকেট ভালোভাবে আটকে ভদ্রলোকের মতো লিফট থেকে বেরিয়ে হাঁটা শুরু করলেন৷
চীনের অনলাইন প্ল্যাটফর্ম সাংহাইলিস্টের মতে, লোকটি সেদেশের জনপ্রিয় ফুড ডেলিভারি অ্যাপ মাইটুয়ানের কর্মচারি৷ তারা জানিয়েছে যে, এই কর্মচারিকে বরখাস্ত করা হয়েছে৷ সাংহাইলিস্ট তাদের ফেসবুক পেজে ভিডিওটি শেয়ার করে তিন সপ্তাহ আগে৷ এ পর্যন্ত তা দেখা হয়েছে ২ লাখ ৮৭ হাজার বার৷ কমেন্ট পড়েছে প্রায় পৌঁনে চারশ'৷
একজন লিখেছেন, ‘‘এই কারণে আমি খাবার অর্ডার দিয়ে খাই না৷''
এমন ঘটনা এটাই প্রথম নয়৷ গত বছরও এক ডেলিভারি ম্যান স্যুপ খেয়ে মূত্র দিয়ে তা ভরে দিয়েছিলেন!
জেডএ/এসিবি