1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
ফুটবলস্পেন

চুম্বন-কাণ্ড এবার ফিফার শৃঙ্খলাভঙ্গ কমিটিতে

২৫ আগস্ট ২০২৩

স্পেনের ফুটবল কর্তা লুইস রুবিয়ালেসের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের প্রক্রিয়া শুরু করলো ফিফা।

https://p.dw.com/p/4VYgU
স্পেন মেয়েদের বিশ্বকাপ জেতার পর আরমোসোকে চুমু খান রুবিয়ালেস।
এই চুম্বনকাণ্ড এবার ফিফার শৃঙ্খলাভঙ্গ কমিটিতে গেল। ছবি: Noe Llamas/Sport Press Photo/ZUMA Press/picture alliance

গত রোববার মেয়েদের বিশ্বকাপ ফুটবল ফাইনালে জেতে স্পেন। তারপর পুরস্কারবিতরণ অনুষ্ঠানে রুবিয়ালেস জোর করে স্প্যানিশ ফুটবলার জেনি এরমোসোকে চুমু খান। এরপরই এই চুম্বনকাণ্ড নিয়ে প্রচুর হইচই হচ্ছে।

ফিফা জানিয়েছে, এই ঘটনা ফিফা শৃঙ্খলারক্ষা কোডের ১৩ নম্বর অনুচ্ছেদের এক ও দুই ধারা ভঙ্গ করেছে বলে মনে করা হতে পারে।

১৩ নম্বর অনুচ্ছেদে প্লেয়ার ও কর্মকর্তারা যদি সুব্যবহার না করেন, তাহলে কী ব্যবস্থা নেয়া হবে তা বলা হয়েছে। সেখানে বলা হয়েছে, কোনো প্লেয়ার বা কর্মকর্তা এমন কোনো ব্যবহার করতে পারবেন না, যা ওই খেলাকে বদনাম করে। তারা ভালো ব্যবহার না করলে কী হবে তানিয়েও আলোচনা করা হয়েছে।

ঘটনাটা ঘটেছিল পুরস্কার দেয়ার মঞ্চে। সেখানে ফিফা প্রেসিডেন্ট, স্পেনের রানি ও রুবিয়ালেস ছিলেন। তার আগে রুবিয়ালেস স্টেডিয়ামে বসে ম্যাচ দেখেছেন।

তবে ফিফার শৃঙ্খলারক্ষা কমিটি কবে তাদের সিদ্ধান্ত জানাবে তা জানা যায়নি।

গত বুধবারই এরমোসো একটি বিবৃতি দিয়েছেন। তাতে তিনি রুবিয়ালেসের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছিলেন।

জিএইচ/এসজি (এপি, এএফপি, রয়টার্স)