1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চীনে করোনা-কড়াকড়ির প্রতিবাদে রাস্তায় মানুষ

১৬ নভেম্বর ২০২২

চীনে আবার করোনা বাড়ছে। গুয়ানঝাউতে প্রবল কড়াকড়ি চালু। প্রতিবাদে ব্যারিকেড সরিয়ে রাস্তায় নেমে প্রতিবাদ।

https://p.dw.com/p/4JaBK
করোনা কড়াকড়ি নিয়ে গুয়ানঝাওতে মানুষের প্রতিবাদ।
করোনা কড়াকড়ি নিয়ে গুয়ানঝাওতে মানুষের প্রতিবাদ। ছবি: REUTERS

দীর্ঘদিন ধরেই জিরো কোভিড নীতি নিয়ে চলছে চীন। কোনো জায়গায় করোনা বাড়লেই, সেই শহর বা জেলায় সম্পূর্ণ লকডাউন ঘোষণা করা হয়। যেমন এখন হয়েছে গুয়ানঝাউতে। সোমবার ১৭ হাজার ৭৭২ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। তার মধ্যে পাঁচ হাজার মানুষ গুয়ানঝাউতে।

এর ফলে গোটা গুয়ানঝাউ-জুড়ে প্রবল কড়াকড়ি শুরু হয়েছে। এখানে হাইঝু জেলায় হাজার হাজার পরিযায়ী শ্রমিক বস্ত্রশিল্পে কাজ করেন। কঠোর লকডাউনে তারা বিপাকে পড়েন। গত অক্টোবরেও এখানে লকডাউন ঘোষণা করা হয়েছিল।

সেমবার জেলার দুই-তৃতীয়াংশ এলাকায় লকডাউন করার ঘোষণা দেয়া হয়। বুধবার রাত পর্যন্ত এই লকডাউন চলবে।

তারপরই গুয়ানঝাউতে মানুষ রাস্তায় নেমে ব্যারিকেড সরিয়ে দিয়ে শহরের কেন্দ্রে গিয়ে প্রতিবাদ জানাতে থাকেন। হাইঝুতে একটি পুলিশের গাড়ি উল্টে দেয়া হয়।

কঠোর কোভিড-বিধি

চীন এখনো জিরো কোভিড নীতি নিয়ে চলে। নিয়মিত মানুষকে গণহারে করোনা পরীক্ষা করা হয়। করোনা ধরা পড়লে সঙ্গে সঙ্গে একান্তবাসে পাঠানো হয়। কারা তার সংস্পর্শে এসেছেন তা খুঁজে বের করা হয়। তাদেরও একান্তবাস করতে হয়।

লকডাউনে ক্ষতবিক্ষত চীনের অর্থনীতি

পিপলস ডেইলি জানিয়েছে, জিরো কোভিড নীতি চালু থাকবে। কিন্তু এই নীতির ফলে শ্রমিকরা প্রবল আর্থিক অসুবিধায় পড়েন। সেজন্যই তারা রাস্তায় নেমে প্রতিবাদ জানিয়েছেন বলে মনে করা হচ্ছে।

জিএইচ/এসজি (এপি, এএফফি, রয়টার্স)