চীনা ছবিতে হলিউডের নায়ক ক্রিস্টিয়ান বেল
১৪ ডিসেম্বর ২০১১ক্রিস্টিয়ান বেলকে সবাই চেনে ব্যাটম্যান হিসেবে৷ এর পাশাপাশি তিনি অভিনয় করেছেন টার্মিনেটরের চতুর্থ পর্বে৷ অনেক সিরিয়াস ধাঁচের ছবিতেও তাঁকে দেখা গেছে৷ তবে এবার ভিন্নধর্মী ছবি এবং ভিন্ন দেশের ছবিতে তাঁকে দেখা যাবে৷
১৯৩৭ সালের নানকিং হত্যাযজ্ঞের কাহিনী নিয়ে ছবি ‘ দ্যা ফ্লাওয়ার্স অফ ওয়ার'৷ ছবিতে ক্রিস্টিয়ান বেল একজন ধর্মযাজকের ভূমিকায় অভিনয় করেছেন৷ জাপানি সেনাদের এই হত্যাকাণ্ডের হাত থেকে তিনি ১৩জন পতিতাকে উদ্ধার করার চেষ্টা করেন৷ তাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হিসেবে দেখানো হয় যাতে করে তাদের জাপানি সেনাদের হাত থেকে রক্ষা করা যায়৷ ছবির পরিচালক ঝাং ইয়িমো৷
নানকিং হত্যাযজ্ঞ পূর্ব এশিয়ার একটি কালো অধ্যায়৷ ইতিহাসবিদরা জানান, ১৯৩৭ সালের এই নিষ্ঠুর হত্যাযজ্ঞে জাপানি সেনাদের হাতে প্রায় দেড় লক্ষ চীনা নিহত হয়৷ চীন মনে করে, সংখ্যাটা দেড় লক্ষ নয় বরং তিন লক্ষ৷
ছবিতে অভিনয় প্রসঙ্গে বেল বলেন, যাদের সঙ্গে আমি অভিনয় করেছি তাদের দিনে দশ ঘন্টা করে কাঁদতে হতো৷ কাঁদতে কাঁদতে চোখ ফুলিয়ে ফেলতে হতো৷ তারপর শুরু হত অভিনয়৷ আমার দেখতে ভীষণ খারাপ লাগতো৷ কিন্তু কিছুই করার ছিল না৷ অভিনয় শেষ হতেই সবাই প্রাণ খুলে হা হা করে হাসছে৷ তখনই আমার মন ভালো হয়ে যেত৷
প্রতিবেদন: মারিনা জোয়ারদার
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক