1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চীন যুক্তরাষ্ট্রের যৌথ প্রযোজনায় পুনর্নির্মিত হচ্ছে দি কারাতে কিড

প্রতিবেদক: সাগর সরওয়ার, সম্পাদনা: রিয়াজুল ইসলাম১৪ জুলাই ২০০৯

সংবাদটি জ্যাকি চেনকে কেন্দ্র করে৷ বার্তা সংস্থা এপি জানিয়েছে, ১৯৮৪ সালে যে সিনেমাটি বক্স অফিস হিট করেছিল, সেই ছবি ‘দি কারাতে কিড’ পুনর্নির্মান করা হচ্ছে৷

https://p.dw.com/p/IoeX
রুপালি পর্দায় আবারো ঝড় তুলবেন জ্যাকিছবি: Universum Film

চীনের রাজধানী বেইজিং এ গেল সপ্তাহান্তে মহরৎও শুরু হয়েছে৷ এই ছবিতে জ্যাকি চেন অভিনয় করছেন কুংফু মাস্টার হিসাবে৷ আর এই গুরুর চেলা হিসাবে অভিনয় করছেন হলিউড অভিনেতা উইল স্মিথের ছেলে ১০ বছরের জেডেন স্মিথ৷ ছবির রিমেইকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছে সে৷

মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের যৌথ প্রযোজনায় হচ্ছে এই সিনেমা৷ চীনা ফিল্ম গ্রুপের মুখপাত্র ওয়াং লি জানিয়েছেন এই তথ্য৷ তিনি জানিয়েছেন চীনা এই চলচ্চিত্র গোষ্ঠীর সঙ্গে আছে বিখ্যাত কলম্বিয়া পিকচার্স কোম্পানি৷

শনিবারে এ শুটিং শুরু হয়েছে৷ পুনর্নির্মানের পথে হাটতে থাকা এই ছবির পরিচালক হারাল্ড জোয়ার্ট৷ চীনা চলচ্চিত্রের মহরৎ এর ঐতিহ্যবাহী এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেডেনের বাবা উইল স্মিথ এবং বোন উইলো৷ উইল স্মিথ এই ছবির একজন প্রযোজক, তিনি, জ্যাকি এবং উইলো মুভি ক্যামেরার উপর থেকে এক টুকরো লাল কাপড় সরিয়ে শ্যুটিং-এর ফিল্ম ঘোরানো শুরু করেন৷ অনুষ্ঠানে সদাহাস্য ছিলেন জ্যাকি চেন৷ যার চীনা নাম ছেং লোং৷ ১৯৫৪ সালে তাঁর জন্ম, ১৯৬১ সালে মাত্র ৭ বছর বয়সে তিনি চীনের অপেরা ইন্সটিটিউটে ভর্তি হন, সেখানে বেইজিং অপেরা শিখেছেন৷ তাঁর নামের অর্থ ড্রাগনে রূপান্তরিত হওয়া, তিনি বিখ্যাত সব কুংফু ছবির মাধ্যমে নিজের নামের যথার্থতা দেখিয়েছেন৷ আশির দশকে এশিয়ার বাজার দখল করার পর, নব্বই এর দশকের শেষ দিকে হলিউডে প্রবেশ৷ ১৯৯৯ সালে তাঁর অভিনীত 'রাশ আওয়ার' হয় সুপার হিট৷ কেবল অভিনয় নয় গানও বেশ ভালোই গান জ্যাকি৷

অপরদিকে, হলিউড অভিনেতা উইল স্মিথের ছেলে ১০ বছরের জেডেন অভিনয় শুরু করতে যাচ্ছে৷ ‘দি কারাতে কিড’ ছবির রিমেইকের কেন্দ্রীয় চরিত্রের অভিনেতা ১০ বছরের জেডেন বাবা হলিউড অভিনেতা উইল স্মিথের মতই জনপ্রিয় হতে চান৷ জেডেন ২০০৬ সালে বাবার সঙ্গে ‘দি পারস্যুট অফ হ্যাপিনেস’ ছবিতে অভিনয় করেছিলেন৷ উইল স্মিথ, যা পুরো নাম উইলার্ড ক্রিস্টোফার স্মিথ জুনিয়র৷ ১৯৬৮ সালের ২৫ সেপ্টেম্বর জন্ম৷ মার্কিন অভিনেতা এবং তিনিও গায়ক৷ তিনি ইন্ডিপেন্ডেন্স ডে, ম্যান ইন ব্ল্যাক, আলী চলচ্চিত্রের জন্য বিখ্যাত৷ সিনেমায় আসার আগে তিনি দি ফ্রেশ প্রিন্স অফ বেল এয়ার নামক টিভি কমেডি সিরিজে ১৯৯০ হতে ১৯৯৬ পর্যন্ত অভিনয় করেছেন৷ তিনি হিপ হপ সঙ্গীত দল ডিজে জ্যাজি এ্যান্ড দিফ্রেশ প্রিন্স এর সদস্য ছিলেন৷

এ বছরের মধ্যেই শেষ হবে ছবির কাজ৷ দেখা যাক কেমন হয় পুনর্নির্মিত দি কারাতে কিড’৷