1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চির বিদায় নিলেন ভূপেন হাজারিকা

১০ নভেম্বর ২০১১

ভারতীয় সংগীত জগতের এক স্বনামধন্য ব্যাক্তিত্ব ভূপেন হাজারিকা৷ লোক সংগীত, গণ সংগীত ও প্রথাগত নয়, এমন গানের এক বিরাট সম্ভার রেখে গেলেন এই জনপ্রিয় সংগীতকার৷

https://p.dw.com/p/137Zq
GUWAHATI, SEP 7 (UNI):- Bharat Ratna and Dada Saheb Phalke Awardee singer Dr Bhupen Hazarika during his 84th birthday celebration which falls on 8th September, at his residence in Guwahati on Tuesday. UNI PHOTO-68U Der mit dem Bharat Ratna und Dada Saheb Phalke Award ausgezeichnete indische Sänger Dr. Bhupen Hazarika anlässlich der Feierlichkeiten zu seinem 84. Geburtstag in seinem Anwesen in Guwahati am 7.9.2010
প্রয়াত সংগীতশিল্পী ভূপেন হাজারিকাছবি: AP

ভূপেন হাজারিকা ছিলেন একাধারে গীতিকার, সুরকার, গায়ক, সংগীত পরিচালক৷ বহু চলচ্চিত্রেরও নির্মাতা তিনি৷ তাঁর গাওয়া অসংখ্য গান চিরস্মরণীয় হয়ে থাকবে আপামর সংগীতপ্রেমীর মনে৷ তাঁর গভীর সুরেলা কণ্ঠস্বর শুধু ভারতেই নয় গোটা উপ মহাদেশে পেয়েছে অসাধারণ সমাদর৷

ভূপেন হাজারিকার জন্ম ১৯২৬ সালের ৮ সেপ্টম্বর আসামের সাদিয়ায়৷ ১০ বছর বয়সে রচনা করেন তাঁর প্রথম গান৷ ১২ বছর বয়সে অসমীয়া ছায়াছবি ‘ইন্দুমালতী' তে নেপথ্য গায়ক হিসাবে সংগীত জগতে তাঁর প্রথম আত্মপ্রকাশ৷ আর সেই থেকেই শুধু সংগীতেই নয়, চলচ্চিত্র জগতেও দীর্ঘ পথ অতিক্রম করেছেন ভূপেন হাজারিকা অসাধারণ সাফল্যের সাথে৷ ১৯৪৬সালে এম.এ পাশ করার পর তিনি চলে যান নিউ ইয়র্কে পিএইচ.ডি করার উদ্দেশ্যে৷ এসময় তাঁর পরিচয় হয় বিশ্ববিখ্যাত কৃষ্ণাঙ্গ মার্কিন সংগীতশিল্পী পল রোবসনের সাথে৷ পরবর্তীকালে হাজারিকার বহু গানে রোবসনের প্রভাব লক্ষ করা যায়৷

তাঁর রচিত গানে কাব্যগুণের সঙ্গে মিশে আছে সমাজ ও রাজনীতি সম্পর্কে সচেতনতা৷ অসমীয়া, বংলা ও হিন্দিতে তিনি রচনা করেছেন অসংখ্য গান৷ অসমীয়া সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাওয়ার পেছনে তাঁর রয়েছে এক বিরাট ভুমিকা৷ বাংলাদেশের স্বাধীনতা নিয়েও তিনি গান বেঁধেছেন৷

প্রথম আত্নপ্রকাশের পর থেকেই সাফল্য এসেছে তাঁর সংগীত জীবনে৷ চলচ্চিত্র জগতেও রেখে গেছেন এক বিরাট অবদান৷ পেয়েছেন খ্যাতি এবং স্বীকৃতি৷ পদ্মভূষণ সহ আরো বহু সম্মাননায় ভূষিত হয়েছেন তিনি৷পাঁচ নভেম্বর ৮৬ বছর বয়সে মৃত্যুর কোলে ঢলে পড়েন বহুমুখি প্রতিভার অধিকারী বরেণ্য সংগীত ব্যক্তিত্ব ভূপেন হাজারিকা৷

প্রতিবেদন: মারুফ আহমদ
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

The ruling Bharatiya Janata Party (BJP) supporters campaign on a vehicle with a poster of Gauhati candidate Bhupen Hazarika, for forthcoming general election in pouring rain in Gauhati, Assam, India on Friday, April 16, 2004. The national elections in India, in which more than 675 million people are eligible to vote, will be held in five phases from April 20 to May 10. (AP Photo/ Anupam Nath)
বিজেপি’তে যোগ দিয়েছিলেন ভূপেন হাজারিকাছবি: AP