চিকিৎসার জন্য কলকাতায় এসে নিখোঁজ বাংলাদেশি এমপি
২০ মে ২০২৪প্রধানমন্ত্রীর দফতর থেকে দিল্লি ও কলকাতার কূটনৈতিক ভবনে জানানোর পরে শনিবার থেকে তারা খোঁজ শুরু করেছেন৷
১২ মে কলকাতায় এসেছিলেন তিনি৷ ১৪ মে থেকে তার ফোন বন্ধ থাকায় বাংলাদেশের পরিবারের সদস্যরা কোন যোগাযোগ করতে পারছেন না৷
সাংসদের পরিবার বিষয়টি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানিয়েছে৷ ভারতীয় আইনশৃঙ্খলা বিভাগকেও আনুষ্ঠানিক ভাবে বিষয়টি জানানো হয়েছে৷ কিন্তু রোববার রাত পর্যন্ত আজিমের কোনও খোঁজ মেলেনি৷
কলকাতার বাংলাদেশ উপদূতাবাস শনিবার থেকে এমপি আজিমের বিষয়ে খোঁজখবর শুরু করেছে৷ উপদূতাবাসের এক কর্মকর্তা জানান, গত রোববার ওই এমপি দর্শনা সীমান্ত দিয়ে পশ্চিমবঙ্গে ঢোকেন৷ ওই দিনই তিনি ব্যারাকপুরে গোপাল বিশ্বাস নামে এক বন্ধুর বাড়িতে ওঠেন৷ ১৪ মে সেখান থেকে চলে যান ফেরার কথা বলে৷ শনিবার পর্যন্ত আজিম না ফেরায় গোপাল বিশ্বাস ব্যারাকপুর থানায় নিখোঁজ ডায়েরি করেছেন৷ মালপত্র তার বাড়িতে রেখে খালি হাতেই তিনি বেরিয়ে গিয়েছেন৷
খুলনা বিভাগের ঝিনাইদহ-৪ আসন থেকে ২০১৪, ২০১৮ এবং ২০২৪-এ জয়ী হয়েছেন আওয়ামী লীগের কালীগঞ্জ উপজেলার সভাপতি আনোয়ারুল আজিম৷
সূত্র: আনন্দবাজার পত্রিকা