1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চিকিৎসার জন্য কলকাতায় এসে নিখোঁজ বাংলাদেশি এমপি

২০ মে ২০২৪

ভারতে চিকিৎসার জন্য এসে পাঁচ দিন ধরে নিখোঁজ ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম৷

https://p.dw.com/p/4g4nc
আনোয়ারুল আজিম
চিকিৎসার জন্য ভারতে গিয়ে নিখোঁজ ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিমছবি: Md. Nasim

প্রধানমন্ত্রীর দফতর থেকে দিল্লি ও কলকাতার কূটনৈতিক ভবনে জানানোর পরে শনিবার থেকে তারা খোঁজ শুরু করেছেন৷

১২ মে কলকাতায় এসেছিলেন তিনি৷ ১৪ মে থেকে তার ফোন বন্ধ থাকায় বাংলাদেশের পরিবারের সদস্যরা কোন যোগাযোগ করতে পারছেন না৷

সাংসদের পরিবার বিষয়টি প্রধানমন্ত্রী শ‌েখ হাসিনাকে জানিয়েছে৷  ভারতীয় আইনশৃঙ্খলা বিভাগকেও আনুষ্ঠানিক ভাবে বিষয়টি জানানো হয়েছে৷ কিন্তু রোববার রাত পর্যন্ত  আজিমের কোনও খোঁজ মেলেনি৷

কলকাতার বাংলাদেশ উপদূতাবাস শনিবার থেকে এমপি আজিমের বিষয়ে খোঁজখবর শুরু করেছে৷ উপদূতাবাসের এক কর্মকর্তা জানান, গত রোববার ওই এমপি দর্শনা সীমান্ত দিয়ে পশ্চিমবঙ্গে ঢোকেন৷ ওই দিনই তিনি ব্যারাকপুরে গোপাল বিশ্বাস নামে এক বন্ধুর বাড়িতে ওঠেন৷ ১৪ মে সেখান থেকে চলে যান ফেরার কথা বলে৷ শনিবার পর্যন্ত আজিম না ফেরায় গোপাল বিশ্বাস ব্যারাকপুর থানায় নিখোঁজ ডায়েরি করেছেন৷ মালপত্র তার বাড়িতে রেখে খালি হাতেই তিনি বেরিয়ে গিয়েছেন৷

খুলনা বিভাগের ঝিনাইদহ-৪ আসন থেকে ২০১৪, ২০১৮ এবং ২০২৪-এ জয়ী হয়েছেন আওয়ামী লীগের কালীগঞ্জ উপজেলার সভাপতি আনোয়ারুল আজিম৷

সূত্র: আনন্দবাজার পত্রিকা