1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চালকের আসনে ভারত

২২ নভেম্বর ২০১৯

ইডেন গার্ডেন্সে প্রথম দিবা-রাত্রির টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে দ্বিতীয় সেশনের অর্ধেক পর্যন্তও টিকতে পারেনি বাংলাদেশ; ৩০.৩ ওভারে ১০৬ রানে গুটিয়ে যায় তারা৷ জবাবে দিন শেষে ৩ উইকেট হারিয়েই ১৭৪ রান করে ফেলেছে ভারত৷

https://p.dw.com/p/3TWDo
ছবি: AFP/D. Sarkar

অভিষেকে টেস্টের দ্বিতীয় ইনিংসে সেই ৯১ রানের পর এটিই ভারতের বিপক্ষে বাংলাদেশের সর্বনিম্ন দলীয় স্কোর৷

তিন-চার-পাঁচে নামা ব্যাটসম্যান যথাক্রমে মমিনুল হক, মোহাম্মদ মিথুন এবং মুশফিকুর রহিম ফিরেছেন শূন্য রানে৷ ওপেনিংয়ে নেমে সাদমান ইসলাম দলের সর্বোচ্চ ২৯ রান করলেও খুব স্বচ্ছন্দে খেলতে পারেননি৷

অন্যদিকে লিটন দাস সাবলীলভাবে খেলা চালিয়ে গেলেও মোহাম্মদ শামির বল হেলমেটে লাগার কিছুক্ষণ পর মাঠ ছাড়তে বাধ্য হন৷ তার ‘কনকাশন’ বদলি হিসেবে সুযোগ পেয়ে মেহেদী হাসান মিরাজও তেমন কিছু করতে পারেননি৷

অন্যদিকে ভারতের তিন পেসারই ছিলেন দুর্দান্ত৷ তিনজনের মধ্যে সফলতম ইশান্ত শর্মা ২২ রানে নিয়েছেন ৫ উইকেট, দেশের মাটিতে এটা তার সেরা বোলিং৷

ভারতের শুরুটাও খুব ভালো হয়নি৷ আগের টেস্টের ডাবল সেঞ্চুরিয়ান মায়াঙ্ক আগারওয়াল ১৪ রান করার পরই মেহেদি হোসেন মিরাজকে ক্যাচ দিয়ে ফিরে যান আল-আমিনের বলে৷ ভারতের স্কোর তখন ২৬৷ তার পরপরই আবু জায়েদ রনির বলে আল-আমিনকে ক্যাচ দিয়েছিলেন রোহিত শর্মা৷ একেবারে সহজ সেই ক্যাচও ফেলে দেন আল-আমিন৷ ভাগ্য ভালো যে, রোহিত বেশি দূর যেতে পারেননি, ২১ রান করার পর এবাদতের বলে এলবিডাাব্লিউ হয়ে যান তিনি৷ বাকি উইকেটটাও এবাদতের৷ ভারতের ৯৪ রানের তৃতীয় উইকেট জুটি ভাঙ্গেন তিনি পুজারাকে (৫৫) সাদমানের ক্যাচ বানিয়ে৷ তারপর আর কোনো উইকেট পড়েনি৷ প্রথম দিন শেষে কোহলি অপরাজিত ছিলেন ৫৯ রানে আর রাহানে ২৩ রানে৷

Indien Kalkutta Cricket Test Indien vs. Bangladesch mit Sheik Hasina
ছবি: Reuters/Stringer

গোলাপি বলের এই টেস্ট ম্যাচের জন্য ইডেন গার্ডেন্সের ঘণ্টাকে সাজানো হয় বিশেষভাবে৷ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই ঘণ্টা বাজিয়ে এই ম্যাচ শুরুর বার্তা দেন৷ তাদের পাশে ছিলেন ভারত ও বাংলাদেশের ক্রিকেট বোর্ডের দুই প্রধান সৌরভ গাঙ্গুলি ও নাজমুল হাসান৷ কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকারও ছিলেন তাদের সঙ্গে৷

ভারতে প্রথম দিন-রাতের টেস্টের টস হয়েছে বিশেষভাবে তৈরি সাধারণ মুদ্রার থেকে বেশ বড় আকারের রূপার একটি মুদ্রায়৷ টসে জিতে বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক ব্যাটিং করার সিদ্ধান্ত নেন৷

মুমিনুলের মতে, ‘‘ঘাসের ছোঁয়া থাকলেও উইকেট বেশ শুষ্ক এবং খানিকটা শক্ত৷ ব্যাটিংয়ের জন্য ভালো হওয়ার কথা৷ শুরুতে যদিও চ্যালেঞ্জ থাকবে৷’’ হাসিমুখে মুমিনুল বলেন, ‘‘সাহসী সিদ্ধান্ত, সাহসিকতার সঙ্গেই খেলতে হবে৷’’

তবে বাংলাদেশ অধিনায়কের আশার কোনো প্রতিফলন ম্যাচের প্রথম ইনিংসে দেখা যায়নি৷

টস জিতলে ভারতও আগে ব্যাটিং করত বলে জানান বিরাট কোহলি৷ তার ধারণা, প্রথম দুই সেশনে স্পিনারদের বড় ভূমিকা থাকবে৷

Indien Kalkutta Cricket Test Indien vs. Bangladesch
ছবি: AFP/D. Sarkar

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ: ৩০.৩ ওভারে ১০৬ (সাদমান ২৯, ইমরুল ৪, মুমিনুল ০, মিঠুন ০, মুশফিক ০, মাহমুদউল্লাহ ৬, লিটন ২৬ (আহত অবসর), নাঈম ১৯, ইবাদত ১, মিরাজ ৮, আল আমিন ১*, আবু জায়েদ ০; ইশান্ত ১২-৪-২২-৫, উমেশ ৭-২-২৯-৩, শামি ১০.৩-২-৩৬-২, জাদেজা ১-০-৫-০)৷

বাংলাদেশ একাদশ: ইমরুল কায়েস, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মোহাম্মদ মিঠুন, লিটন দাস (মেহেদি হাসান মিরাজ), নাঈম হাসান, আবু জায়েদ চৌধুরি, ইবাদত হোসেন, আল আমিন হোসেন৷

ভারত একাদশ: রোহিত শর্মা, মায়াঙ্ক আগারওয়াল, চেতেশ্বর পুজারা, বিরাট কোহলি, আজিঙ্কা রাহানে, রবীন্দ্র জাদেজা, ঋদ্ধিমান সাহা, রবিচন্দ্রন অশ্বিন, ইশান্ত শর্মা, মোহাম্মদ শামি, উমেশ যাদব৷

এসআই/এসিবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান