চলছে যুদ্ধ, চলছে স্কুল
মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে চলছে দ্বন্দ্ব-সংঘাত৷ কিন্তু সেসব দেশের শিশুরা ভয়াবহ ঝুঁকির মধ্যেও স্কুলে যাওয়া অব্যাহত রেখেছে৷ পরিস্থিত যত খারাপই হোক স্কুল বন্ধ নেই তাদের৷ ছবিঘরে দেখে নিন তাদের স্কুলগুলোর অবস্থা৷
ধ্বংস স্তূপের মধ্যে চলছে লেখাপড়া
ইয়েমেনের বন্দর নগরী হেদেইদাহ-তে একটি স্কুলের শ্রেণিকক্ষে পড়ছে এই মেয়েরা৷ তবে স্কুলের দেয়াল বলতে কিছু নেই৷ সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় পুরো দেয়াল ধসে পড়েছে৷ গত তিন বছর ধরে গৃহযুদ্ধের কবলে ভয়াবহ পরিস্থিতির মধ্যে রয়েছে দেশটি, যা শেষ হওয়ার কোনো লক্ষণ নেই৷
গোলাঘরে শিক্ষাদান
সিরিয়া মধ্যপ্রাচ্যের আর একটি দেশ, যেখানে গৃহযুদ্ধ শেষ হওয়ার কোনো লক্ষণ নেই৷ যুদ্ধ শুরুর পর থেকে কয়েক লাখ মানুষ দেশ ছেড়ে পালিয়েছে, মারা গেছে লাখো মানুষ৷ সিরিয়ার দক্ষিণাঞ্চলে বিদ্রোহী নিয়ন্ত্রিত দারা এলাকায় স্কুলের অভাবে গোলাঘরকে বেছে নেয়া হয়েছে শিশুদের শিক্ষাদানের স্থান হিসেবে৷ চেয়ার নেই, তাই পাথরের উপর বসেই চলছে শিক্ষা গ্রহণ৷
বিধ্বস্ত স্কুল
সিরিয়ার পূর্বাঞ্চলের শহর হামোরিয়ার গৌটা গ্রামের স্কুল এটি৷ এই স্কুলটিও পুরোপুরি বিধ্বস্ত হয়েছে হামলায়৷ এলাকাটি এখন ছিটমহলে পরিণত হয়েছে, যেখানকার পরিস্থিতি খুব খারাপের দিকে যাচ্ছে বলে সতর্ক করে দিয়েছেন মানবাধিকার কর্মীরা৷
অস্থায়ী স্কুল
সিরিয়ার দক্ষিণাঞ্চলে বিদ্রোহী নিয়ন্ত্রিত দারা এলাকায় শিশুদের শ্রেণিকক্ষে পড়ালেখা করতে দেখা যাচ্ছে৷ অনেক দেশই চাইছে যাতে যুদ্ধের কবলে পড়ে সিরীয় শিশুদের ভবিষ্যত অন্ধকার হয়ে না যায়৷ তবে যুদ্ধের কারণে এই পাঠদান কর্মসূচি অব্যাহত রাখা বেশ কষ্টকর, কোনো কোনো ক্ষেত্রে অসম্ভব হয়ে পড়ে৷
যুদ্ধাবস্থার মধ্যেও স্বাভাবিক জীবনে ফেরার আকুতি
সিরিয়ার রাকা প্রদেশের উত্তরে হাজিমা গ্রামের একটি স্কুলের দেয়াল এটি, বুলেটের ক্ষত বুকে নিয়ে কোনোরকমে দাঁড়িয়ে আছে৷ ২০১৪ সালে এই এলাকা দখলের সময় এলাকার স্কুলগুলো বন্ধ করে দিয়েছিল তথাকথিত ইসলামি জঙ্গি দল ‘ইসলামিক স্টেট’ বা আইএস৷ এখন এলাকাটি আইএস এর নিয়ন্ত্রণ মুক্ত৷ তাই শিশুরা এখন চাইলে স্কুলে যেতে পারে৷
ধ্বংসস্তূপের মধ্যে খেলাধুলা
ব্রিটিশ সংগীত শিল্পী ইউসুফ ইসলাম, যিনি ক্যাট স্টিভেনস নামে বেশি পরিচিত, তার একটি গানের কথা ‘শিশুরা কোথায় খেলবে?’৷ আলেপ্পোর পূর্বাঞ্চলে আল-সাফলানিয়েহ এর একটি স্কুলের ধ্বংসস্তূপকে খেলার জন্য বেছে নিয়েছে এই শিশুরা৷ আমরা কেবল প্রার্থনা করতে পারি তাদের খেলার জন্য সুন্দর, নিরাপদ একটি পরিবেশের৷