1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চটজলদি না হলেও সাফল্যের দাবি করছেন জেলেনস্কি

১ নভেম্বর ২০২৩

রাশিয়ার বিরুদ্ধে সামরিক অভিযানে কোনো চমকপ্রদ সাফল্য না পেলেও কৃষ্ণ সাগর ও অন্যান্য ক্ষেত্রে ইউক্রেনের অগ্রগতির দাবি করেছেন প্রেসিডেন্ট জেলেনস্কি৷ দেশবাসী ও সেনাবাহিনীর মনোবল ধরে রাখার চেষ্টা চালাচ্ছেন তিনি৷

https://p.dw.com/p/4YGzt
Belgien | NATO | Treffen Jens Stoltenberg und Wolodymyr Selenskyj
ছবি: Virginia Mayo/AP Photo/picture alliance

গ্রীষ্মকালীন সামরিক অভিযান চালিয়েও রুশ হানাদার বাহিনীর হাত থেকে বেশি জমি উদ্ধার করতে পারেনি ইউক্রেন৷ নিজস্ব অবকাঠামোর সুরক্ষা ও খোদ রাশিয়ার ভূখণ্ডে বিচ্ছিন্ন হামলার ক্ষেত্রে কিছু সাফল্য পেলেও মূল লক্ষ্য এখনো অধরা থেকে গেছে৷ তা সত্ত্বেও ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি অনন্ত প্রকাশ্যে জোরালো মনোবল দেখাচ্ছেন৷ তাঁর মতে, ইউক্রেনের লাগাতার হামলার ফলে কৃষ্ণ সাগরে রাশিয়ার ব্ল্যাক সি ফ্লিট কার্যত অকেজো হয়ে পড়ায় নস্কোর যুদ্ধের উদ্যোগ বিশাল ধাক্কা খেয়েছে৷ বাকি বিশ্ব যে চটজলদি সাফল্য দেখতে চাইছে, তেমনটা না ঘটলেও সার্বিকভাবে রাশিয়ার হামলা প্রতিহত করতে ইউক্রেন যথেষ্ট অগ্রসর হয়েছে বলে জেলেনস্কি দাবি করেন৷ তাঁর মতে, আরো আন্তর্জাতিক সহায়তা পেলে কৃষ্ণ সাগরের সাফল্য রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের জয়ে রূপান্তরিত হতে পারে৷

দৈনিক ভিডিও বার্তায় জেলেনস্কি বলেন, আমরা এমন জগতে বাস করি, যেখানে দ্রুত সাফল্য অভ্যাসে পরিণত হয়৷ তিনি মনে করিয়ে দেন, রাশিয়ার হামলা শুরু হবার সময়ে গোটা বিশ্ব ভেবেছিল যে ইউক্রেন টিকতেই পারবে না৷ কিন্তু তা সত্ত্বেও ২০ মাস পরেও ইউক্রেন প্রতিরোধ চালিয়ে যাচ্ছে৷ উল্লেখ্য, সম্প্রতি সংবাদ মাধ্যমের একাংশে জেলেনস্কি ও তাঁর নিজস্ব টিমের মনোবল ভেঙে যাচ্ছে বলে দাবি করা হয়েছে৷

পশ্চিমা বিশ্বের লাগাতার সহায়তার কারণে কৃতজ্ঞতা প্রকাশ করলেও ইউক্রেন যে মোক্ষম সময়ে পর্যাপ্ত পরিমাণে প্রয়োজনীয় অস্ত্র বা সামরিক সরঞ্জাম হাতে পাচ্ছে না, সে বিষয়ে জেলেনস্কি ও তাঁর সতীর্থদের মনে ক্ষোভ রয়েছে৷ তার উপর মধ্যপ্রাচ্য সংকটের কারণে বিশ্বের মনোযোগ ইউক্রেন থেকে অনেকটা সরে যাওয়ার কারণে ইউক্রেনের নেতৃত্ব সহায়তা কমার আশঙ্কা করছেন৷ গত বছরের মতো রাশিয়া শীতকালে ইউক্রেনের জ্বালানি অবকাঠামোর উপর ব্যাপক হামলা চালালে কতটা প্রতিরোধ করা সম্ভব হবে, সে বিষয়েও দুশ্চিন্তা বাড়ছে৷ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন কংগ্রেসে ইসরায়েল ও ইউক্রেনের জন্য সহায়তার যে প্যাকেজ অনুমোদনের চেষ্টা করছেন, রাজনৈতিক টানাপড়েনের কারণে সেই উদ্যোগ ব্যর্থ হলে বা মূল অংক কমানো হলে ক্ষতির আশঙ্কা করছে কিয়েভের সরকার৷

রাশিয়ার সেনাবাহিনী কিছু ক্ষেত্রে হামলা ও প্রতিরোধ কমিয়ে দিলেও কয়েকটি জায়গায় বাড়তি চাপ সৃষ্টি করছে৷ আপাতত ইউক্রেনের পূর্ব ও উত্তর-পূর্ব অংশে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ চলছে৷ বিশেষ করে আভদিভকা ও কুপিয়ানস্ক এলাকার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে প্রবল উত্তেজনা দেখা যাচ্ছে৷ রাশিয়া আরো সৈন্য ও সরঞ্জাম আনছে বলে স্থানীয় এক কমান্ডার জানিয়েছেন৷ বাখমুত শহরের কাছেও সংঘর্ষে রাশিয়া সাফল্যের দাবি করছে৷

এসবি/এসিবি (রয়টার্স, ডিপিএ)

 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান