1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
রাজনীতিদক্ষিণ কোরিয়া

ঘৃণার রাজনীতির ইতি ঘটবে আশা দক্ষিণ কোরিয়ার বিরোধী নেতার

১০ জানুয়ারি ২০২৪

দক্ষিণ কোরিয়ার প্রধান বিরোধী দলের নেতা লি জায় মিউং বুধবার বলেছেন, তার ছুরিকাহত হওয়ার ঘটনার মধ্য দিয়ে দেশটিতে ঘৃণার রাজনীতির ইতি ঘটবে বলে তিনি আশা করছেন৷

https://p.dw.com/p/4b43C
বুধবার হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর সাংবাদিকদের সাথে কথা বলছেন জায়ে মিউং
গত সপ্তাহে বুসানে হামলার শিকার হন ডেমোক্রেটিক পার্টির নেতা জায়ে মিউংছবি: Yonhap/REUTERS

হামলার সন্দেহে আটক ব্যক্তি পুলিশকে জানিয়েছেন লি যাতে প্রেসিডেন্ট হতে না পারেন সেজন্যই এই ঘটনাটি তিনি ঘটিয়েছেন৷

গত সপ্তাহে বুসানে হামলার শিকার হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন লি জায়ে মিউং৷ হাসপাতাল থেকে ছাড়া পেয়ে সাংবাদিকদের তিনি বলেন, ‘‘আমি মনে করি সবাইকে হতবাক করে দেয়া এই ঘটনা ঘৃণার রাজনীতির অবসানে একটি মাইলফলক হয়ে থাকবে৷''

এপ্রিলের সাধারণ নির্বাচনকে ঘিরে দক্ষিণ কোরিয়ার রাজনীতিতে ব্যাপক মেরুকরণ ঘটেছে৷ উত্তেজনা চলছে প্রেসিডেন্ট ইউন সুক ইয়েওলের রক্ষণশীল দল ও লির ডেমোক্র্যাটিক পার্টির মধ্যে৷

সম্প্রতি বুসানে এক ব্যক্তি লির অটোগ্রাফ চাওয়ার অজুহাতে কাছে এসে তার ঘাড়ে ছুরিকাঘাত করেন৷ দুই ঘণ্টার অস্ত্রোপচারের মাধ্যমে তার জখম সারিয়ে তোলেন চিকিৎসকরা৷

পার্লামেন্ট বক্তব্য রাখছেন ইয়ন সুক (ফাইল ছবি)
এদিকে এই হামলাকে সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে অ্যাখ্যা দিয়েছেন প্রেসিডেন্ট ইয়ন সুকছবি: Jeon Heon-Kyun/AP/picture alliance

গ্রেপ্তারকৃত সন্দেহভাজন ব্যক্তির বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা করা হয়েছে৷ তিনি নিজের রাজনৈতিক বিশ্বাসে তাড়িত হয়ে এই ঘটনা ঘটিয়েছেন বলে তদন্তকারীদের জানিয়েছেন৷

৬৭ বছর বয়সি ওই ব্যক্তির নাম প্রকাশ করা হয়নি৷ পুলিশকে তিনি জানিয়েছেন, লি যাতে প্রেসিডেন্ট হতে না পারেন এবং তার দল যাতে নির্বাচনে জিততে না পারে সেজন্য তিনি হামলা চালিয়েছেন৷ লির বিরুদ্ধে ঘুসের মামলা যেভাবে সামলানো হয়েছে তা নিয়েও অসন্তুষ্ট ঐ ব্যক্তি৷ তবে ঘুস নেয়ার অভিযোগ বরাবর অস্বীকার করে এসেছেন লি৷

এদিকে এই হামলাকে সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে অ্যাখ্যা দিয়েছেন প্রেসিডেন্ট ইয়ন সুক৷ এই ঘটনা গণতন্ত্রের জন্য চ্যালেঞ্জ হিসেবে দেখছেন সরকারি ও বিরোধী উভয় দলের নেতারা৷

এফএস/এসিবি (রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য