1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ঘূর্ণিঝড় মোকা এখন অতি প্রবল

১২ মে ২০২৩

রোববার সকালে কক্সবাজারে আছড়ে পড়তে পারে মোকা। শনিবার ঝড়ের বেগ সবচেয়ে বেশি থাকবে।

https://p.dw.com/p/4RF8H
প্রতীকী ছবি
প্রতীকী ছবিছবি: Ifty Azad

ভারতের মৌসম ভবন শুক্রবার সকালে শেষ যে তথ্য দিয়েছে, তাতে এদিন সকালেই অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে মোকা। আবহাওয়া অফিস জানিয়েছে, শনিবার ঝড়ের গতিবেগ সবচেয়ে বেশি থাকবে। তবে এদিন স্থলভাগে পৌঁছাতে পারবে না মোকা

মৌসম ভবন জানিয়েছে, এই মুহূর্তে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের মধ্যবর্তী অঞ্চলে অবস্থান করছে মোকা। পোর্ট ব্লেয়ার থেকে ৫২০ কিলোমিটার পশ্চিম উত্তর-পশ্চিমে আছে। কক্সবাজার থেকে দূরত্ব ১০১০ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ-পশ্চিম। মিয়ানমারের সিতওয়ে থেকে এর দূরত্ব ৯৩০ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ-পশ্চিম।

কেন ঘূর্ণিঝড় হয়?

আবহাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার সকালে অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার পর আরো উত্তর ও উত্তর-পূর্ব দিকে এগোচ্ছে মোকা। শনিবার ঘূর্ণিঝড় আরো শক্তি বাড়ালেও স্থলভাগে পৌঁছাবে না। রোববার সকাল থেকে ঝড়ের গতি কমতে শুরু করবে। ওই দিনই দুপুরে কক্সবাজার এবং মিয়ানমারের কাউকপুরের মধ্যবর্তী অঞ্চলে আছড়ে পড়তে পারে মোকা।

শক্তি কমলেও স্থলভাগে প্রবেশের সময় মোকার গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ১৫০ থেকে ১৬০ কিলোমিটার। সর্বোচ্চ ১৭৫ কিলোমিটার পর্যন্ত যেতে পারে। ফলে শুক্রবার থেকেই ওই অঞ্চলের জেলেদের সমুদ্রে নামতে নিষেধ করা হয়েছে। গভীর সমুদ্রে থাকা নৌকাগুলিকে বৃহস্পতিবারের মধ্যেই ফিরে আসার নির্দেশ দেয়া হয়েছিল।

ঝড়ের প্রভাব পশ্চিমবঙ্গ এবং ওড়িশা উপকূলে বিশেষ পড়বে না বলেই মনে করছে আলিপুর আবহাওয়া দপ্তর।

এসজি/জিএইচ (পিটিআই, মৌসম ভবনের বুলেটিন)