গ্রীষ্মের নানা রূপ বিশ্বজুড়ে
মার্কিন যুক্তরাষ্ট্র থেকে শ্রীলঙ্কা, গ্রীষ্মকাল মানেই নানা ধরনের উৎসব, উদযাপন৷ ছবিঘরে দেখুন বিশ্বে গ্রীষ্মের কিছু ছবি৷
সাইকেলে এপ্রান্ত থেকে ওপ্রান্তে
মার্কিন যুক্তরাষ্ট্রের আয়ওয়া রাজ্যের ঐতিহ্য এই সাইকেল যাত্র৷ এক সপ্তাহব্যাপী এই যাত্রা শুরু হয় দেশের পশ্চিমে, শেষ হয় দেশের পূর্বে৷ দিনে গড়ে প্রায় একশ কিলোমিটার সাইকেল চালান অংশগ্রহণকারীরা৷
ইউরোপের গ্রীষ্ম এবার যেমন
২০২৩ সালের গ্রীষ্ম ইউরোপের জন্য খুব একটা সুখকর ছিলনা৷ ফ্রান্সে খরা, ইটালি ও গ্রিসে দাবদাহ৷ কিন্তু একই গ্রীষ্ম এনেছে চেনা সৌন্দর্য্যও৷ ছবিতে দেখা যাচ্ছে তুরস্কের কাপাদোচিয়া অঞ্চলের চেনা বেলুন ওড়ার দৃশ্য৷
জার্মান রাখালের দৌড়
জার্মানির শোয়েবিয়া অঞ্চলের এই গ্রামের বাসিন্দা ১২ হাজার৷ কিন্তু এই গ্রামে প্রতি বছর প্রায় ২৫ হাজার মানুষ ভিড় জমান বিখ্যাত ’শেফারলাউফ’ বা ‘রাখালের দৌড়’ দেখতে৷
ভক্তি ও শ্রদ্ধা
ছবিতে দেখা যাচ্ছে শ্রীলঙ্কার পাল কুড়া পাভানি উদযাপনরত এক ভক্তকে৷ এই উদযাপনে মুরুগান দেবতাকে দুধ উৎসর্গ করা হয়, যা ছবিতে এই ভক্ত মাথায় করে নিয়ে যাচ্ছে৷ মুরুগান তামিল হিন্দুদের আরাধ্য৷
বুদবুদের দুনিয়া
বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে সম্প্রতি চালু হয়েছে ‘বাবল প্ল্যানেট’, যেখানে গোলাপি, হলুদ ও নানারঙের বাবল বা বুদবুদের বিভিন্ন রকম উপভোগ করতে পারবেন৷ শুধু তাই নয়, পারবেন ভিআর বা আরো নানা ধরনের প্রযুক্তি ব্যবহার করতে৷
পানিতে ব্যালে
জীবনে একবার অন্তত স্বর্ণপদক পাবার স্বপ্ন পূরণ করলেন জাপানের ওয়াটার ব্যালে শিল্পী মো হিগা ও মাশিরো ইয়াসুনাগা৷ জাপানের ফুকুওকা শহরে আয়োজিত বিশ্ব চ্যাম্পিয়নশিপে জেতেন তারা৷
সাগরে দু’মাস ভেসেও উদ্ধার
বেলা ও তার মালিক টিমোথি শ্যাডক মেক্সিকো থেকে ফ্রেঞ্চ পলিনেশিয়ার দিকে যাবার সময় সাগরে পথ হারিয়ে ফেলেন৷ এরপর দুইমাস ভাসতে থাকেন দুজনে৷ অবশেষে মৎস্যজীবীরা তাদের খুঁজে পায়৷ এতদিন শুধু সাগরের পানি আর ক্যানড টুনা মাছ খেয়ে বেঁচে ছিলেন দুজনে৷
শুকনো থাকা অসম্ভব
আর্মেনিয়ায় ভারদাভার দিবসে যদি শুকনো থাকতে চান, তাহলে আপনাকে লুকোতে হবে৷ কারণ সেদিন গোটা দেশ পালন করে ওয়াটার মার্চ বা পানির মিছিল৷ গ্রামে হোক বা শহরে, এইদিনে আরমেনিয়ার কারো গা শুকনো থাকেনা৷ এই ধারা প্যাগান ও খ্রিষ্টান শৈলীর মিশ্রণ৷
জলহস্তীর আইসক্রিম
ইটালির রোমের একটি চিড়িয়াখানায় গরমে নাজেহাল জলহস্তীর জন্য রাখা হয়েছে তরমুজের আইসক্রিম৷ রোমের তাপমাত্রা চল্লিশের কোঠায় রয়েছে বর্তমানে, যা শুধু মানুষ নয়, এমনকি জন্তুদের জন্যেও যথেষ্ট কষ্টকর৷
যমুনার জলে বিপদ
গত ৪৫ বছরে যমুনা নদীর পানি এতটা ভয়াবহ রূপ ধারণ করেনি বলে দিল্লিতে সর্বোচ্চ স্তরের সতর্কতা জারি রয়েছে৷ প্রতি বছর জুন থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত বর্ষা থাকে দক্ষিণ এশিয়ায়৷ কিন্তু জলবায়ু পরিবর্তনের ফলে এই বর্ষা সব বছরেই ধ্বংসাত্মক চেহারায় ফিরে আসে৷
গরম থেকে বাঁচতে
এপ্রিল, মে ও জুনমাসেই মারাত্মক গরম পড়ে ভারতে৷ এখন কিছুটা কমলেও, তাপমাত্রার পারদ সেই তিরিশের কোঠাতেই৷ গত এক দশকে বেড়েছে ভারতে ঘন ঘন দাবদাহের প্রবণতা৷ ছায়ার জোগান দিতে তাই এই ব্যবসায়ী সাজাচ্ছেন নানা ধরনের ছাতার সম্ভার৷ ভারতে গ্রীষ্মকালে দাবদাহের পাশাপাশি সম্প্রতি দেখা দিয়েছে পানির সংকটও৷
আগ্নেয়গিরিতে ফুটবল!
ভূমিপৃষ্ঠ থেকে দুই হাজার ৭০০মিটার উঁচু মেক্সিকোর টেওকা আগ্নেয়গিরি৷ এই মৃত আগ্নেয়গিরির খাদে ফুটবল খেলে অন্তত দশটি স্থানীয় দল৷ এর আগে, স্থানীয়রা এই খাদে উপাসনা করতেন, কিন্তু এখন এটি নিখাদ ফুটবল মাঠ!