1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে যেভাবে ভয়ংকর রোগ ছড়ায়

২৯ এপ্রিল ২০২২

গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলের মতো জীববৈচিত্র্য অন্য কোথাও দেখা যায় না৷ এই অঞ্চল বিশ্বের দুই-তৃতীয়াংশ উদ্ভিদ এবং জীবজন্তুর প্রজাতির আবাসস্থল৷ সেই সঙ্গে অন্ধত্ব, বন্ধ্যাত্বসহ মারাত্মক নানা রোগও সহজে ছড়াতে পারে এই অঞ্চলে৷

https://p.dw.com/p/4Ac94
ছবি: DW

উদ্ভিদ ও প্রাণিসম্পদের সঙ্গে গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে এমন সব পরজীবী রয়েছে যা মানুষের জন্য বেশ ক্ষতিকর৷ পোকামাকড়, বিশেষ করে মশার মাধ্যমে এসব পরজীবী মানবদেহে প্রবেশ করে৷ ফলে মারাত্মক সব রোগে আক্রান্ত হওয়ার শঙ্কা থাকে৷ যেমন, নেমাটোড কৃমির লার্ভা বহনকারী মশার কামড়ে মানুষের শরীরে ফিলারাইয়েসিস সংক্রমণ ঘটতে পারে৷

সূক্ষ্মাতিসূক্ষ্ম কৃমি ফিলেরি মানবদেহে প্রবেশের পর দ্রুত বংশবৃদ্ধি ঘটাতে থাকে৷ ফিলারাইয়েসিস আছে এমন কাউকে মশা কামড়ালে মশাটিও তখন সংক্রমিত হয়৷ আর সেটি তখন অন্যদের সংক্রমিত করতে পারে৷

কিছু নেমাটোড প্রজাতি মানবদেহের লিম্ফ্যাটিক ভেসেলস-এ জমা হতে থাকে৷ তখন লিম্ফ্যাটিক তরলের প্রবাহ ক্ষতিগ্রস্ত হয়৷ ফলে টিস্যু প্রসারিত হতে শুরু করে৷ অধিকাংশ ক্ষেত্রে পা আক্রান্ত হয়৷ ফলে অঙ্গবিকৃতি ঘটে যা এলিফেনটাইসিস নামে পরিচিত৷

নেমাটোড শরীরের অন্যত্রও আঘাত হানতে পারে৷ যেমন হাত, বুক, কিংবা জননাঙ্গ৷ চোখে আঘাত হানলে তা ভয়াবহ হতে পারে৷ এর ফলে এমনকি মানুষ অন্ধও হয়ে যেতে পারে৷ অংকোসারকাইসিস বা রিভার ব্লাইন্ডনেস এক ধরনের পরজীবী কৃমির কারণে ঘটে যেগুলো নদীর তীর বা খাল পাড়ে বেড়ে ওঠা কালো মাছির মাধ্যমে সংক্রমিত হয়৷ 

গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলের রোগ

অন্যদিকে স্থির পানিতেও বিপদ লুকিয়ে থাকে, যেটির নাম সারকেরি৷ এই কৃমি লার্ভা জল শামুক থেকে বেরিয়ে পানিতে ভাসতে থাকে৷ পরে অন্য কোনো প্রাণীর দেহে প্রবেশ করে৷ মানুষের সংস্পর্শে সারকেরি ত্বক ভেদ করে অন্ত্র বা মূত্রাশয়ের শিরায় প্রবেশ করতে পারে৷ সেখানে এগুলো শিস্টোসোমে পরিনত হয় এবং শত শত ডিম ছাড়তে শুরু করে৷ ফলে ব্যথা, পেটের সমস্যা, ডায়রিয়া এবং মল বা মূত্রের সঙ্গে রক্তপাতের ঘটনা ঘটতে পারে৷ 

মেয়েদের ক্ষেত্রে শিস্টোসোমিয়াসিস ফেলোপিয়ান টিউবে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে যা বন্ধ্যাত্বের কারণ হতে পারে৷ প্রাচীন মিশর এবং বর্তমানের সুদান অঞ্চলের ঐতিহাসিক পাণ্ডুলিপিতে এক ধরনের চোখের রোগের কথা জানা যায় যেটি ট্র্যাকোমা হিসেবে পরিচিত৷ এই ব্যাকটেরিয়া প্রদাহ কোটি কোটি মানুষের হতে পারে৷ অন্ধত্বের অন্যতম কারণ এটি৷

বিশ্বের প্রতি পাঁচজন মানুষের একজন জীবনের কোনো না কোনো সময়ে গ্রীষ্মমণ্ডলীয় এসব রোগে আক্রান্ত হন৷ আশার কথা হচ্ছে, অনেক রোগের ঔষধ এরইমধ্যে আবিষ্কার হয়েছে৷ যেমন আইভারমেকটিন, যেটি করোনা রোগের ক্ষেত্রেও মাঝেমাঝে ব্যবহার করা হয়৷ রিভার ব্লাইন্ডনেস এবং অন্যান্য পরজীবী সংক্রমণ প্রতিরোধেও তা ভালো কাজ করে৷ সাম্প্রতিক বছরগুলোতে রিভার ব্লাইন্ডনেস প্রতিরোধে লাতিন অ্যামেরিকা এবং আফ্রিকার বেশ কিছু দেশে বেশ ভালো কাজ করেছে এই ঔষধ৷

কৃমির উপদ্রব প্রতিরোধেও ঔষধ ভালো কাজ করে৷ পাশাপাশি বিশুদ্ধ পানীয় জলও রোগবালাই থেকে দূরে থাকতে সহায়ক৷ তবে গ্রীষ্মমণ্ডলীয় রোগবালাই থেকে পুরোপুরি মুক্ত হতে অনেক কিছু করা এখনো বাকি৷ 

এফএস/জেডএইচ