1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গ্যাসের আগুনে গাজীপুরে চারজনের মৃত্যু

১১ জানুয়ারি ২০২১

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় রান্না করার সময় গ্যাস সিলিন্ডারের ছিদ্র থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডে চারজনের মৃত্যু হয়েছে৷ বসত ঘর পুড়েছে অর্ধশতাধিক৷

https://p.dw.com/p/3nlnQ
Bangladesh Shulkobahar Feuer im Slum Chattogram
প্রতীকী ছবিছবি: bdnews24.com

সোমবার ভোর ৫টার দিকে উপজেলার কালামপুর পূর্বপাড়া নব্বই কলোনিতে এ অগ্নিকাণ্ডেরসূত্রপাত হয়৷ পরে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানান স্টেশন কর্মকর্তা কবিরুল আলম৷

আগুন লাগার সময় এসব বসত ঘরের অধিকাংশ বাসিন্দাই ঘুমিয়ে ছিলেন৷ অন্যরা বেরোতে পারলেও একটি বাড়ির চারজন ঘরের ভেতরেই জীবন্ত দগ্ধ হন৷ এরা হলেন, গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার সাইন্দাইল এলাকার মো. মিলন মিয়া (৪০) তার স্ত্রী মুন্নি বেগম (৩০), একই এলাকার আশরাফ আলীর ছেলে মো. ফরহাদ হোসেন (৪০) ও একই জেলার জগন্নাথপুরের পলাশবাড়ি এলাকার ওসমান গনির ছেলে মো. আব্দুল আউয়াল মিয়া (৪০)৷

কবিরুল আলম বলেন, ভোরে কালামপুর পূর্বপাড়ার মোহাম্মদ আলীর ভাড়া বাড়িতে রান্নার সময় গ্যাস সিলিন্ডারের ছিদ্র থেকে আগুনেরসূত্রপাত হয় এবং পরে তা দ্রুত আশপাশে ছড়িয়ে পড়ে ৷ এসব ঘরে স্থানীয় বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা ভাড়া থাকতেন৷তিনি জানান, যে ৬১টি ঘর আগুনে পুড়েছে, তার মধ্যে ৫০টি ঘরে ভাড়াটে ছিল৷ বাকি ১১টি কক্ষ ছিল খালি৷

এনএস/কেএম (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)