1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গোল্ডেন গ্লোব ছিনিয়ে নিল স্লামডগ মিলিওনিয়ার

হোসাইন আব্দুল হাই১২ জানুয়ারি ২০০৯

চলচ্চিত্র শিল্পের গোল্ডেন গ্লোব পুরস্কার লাভ করলো ‘স্লামডগ মিলিওনিয়ার’৷ লস এনজেলস এ এক অনুষ্ঠানে শ্রেষ্ঠ পরিচালক সহ চারটি বিভাগে এটি পুরস্কৃত হয়৷ স্লামডগে ‘জাই হো’ গানটির জন্য এ আর রহমান পুরস্কার পান৷

https://p.dw.com/p/GWrv
প্রথম ভারতীয় হিসেবে এ আর রহমান এ গৌরবময় পুরস্কার অর্জন করলেন৷ছবি: picture alliance / landov

প্রথম ভারতীয় হিসেবে এ আর রহমান এ গৌরবময় পুরস্কার অর্জন করলেন৷ তিনি তার পুরস্কারটি ভারতের কোটি জনতার উদ্দেশ্যে উৎসর্গ করেন৷ স্লামডগে ‘জাই হো' গানটির জন্য রহমান এ পুরস্কার পান৷ পদক গ্রহণের পর প্রতিক্রিয়ায় এ আর রহমান বলেন, ব্যক্তিগতভাবে এ পুরস্কার জিততে হলে আমি খুব অবাক হতাম তবে আমার দেশের জন্য আমি এটা জিততে চেয়েছি৷

Filmszene Slumdog Millionaire
‘স্লামডগ মিলিওনিয়ার’ এর একটি দৃশ্যছবি: AP

পুরস্কার ঘোষণার পর বলিউড তারকা অনিল কাপুর বার্তা সংস্থা এপিকে বলেন, এটি একটি ঐতিহাসিক মুহুর্ত৷ বিশেষ করে বলিউড এবং হলিউড এর একত্রে পথচলার জন্য ঐতিহাসিক৷ আর এটিই প্রথম ছবি যেটি ভারতকে এগিয়ে যাওয়ার জন্য একটি প্লাটফর্ম তৈরি করে দিয়েছে যা সত্যিই খুব প্রয়োজন ছিল৷

গোল্ডেন গ্লোব পদকের জন্য মনোনয়ন দেন হলিউড ফরেন প্রেস এ্যাসোসিয়েশন এর ৯০ সদস্যের একটি প্যানেল৷ সিনেমার জগতে শীর্ষ পুরস্কার অস্কার এর জন্য কোন কোন ছবি প্রতিযোগিতা করবে তার অনেকটা এর উপরে নির্ভর করে৷ চলচ্চিত্র শিল্প ও বিজ্ঞান একাডেমী প্রতি বছর ফেব্রুয়ারী মাসে অস্কার পুরস্কার ঘোষণা করে থাকে৷

প্রধান দুটি প্রতিদ্বন্দ্বী ‘দ্য কিউরিয়াস কেস অব বেনজামিন বুটোন' এবং ‘ফ্রস্ট/নিক্সন'কে পিছনে ফেলে ‘স্লামডগ মিলিওনেয়ার' চার চারটি সম্মানজনক পদক ছিনিয়ে নিয়েছে যার ফলে অস্কার এর দৌড়েও এগিয়ে গিয়েছে বেশ অনেক দূর৷ ‘স্লামডগ' এর পরিচালক ড্যানি বয়েল, স্ক্রিন রাইটার সাইমন ব্যুফয় এবং ভারতীয় সুর স্রষ্টা এ আর রহমান শ্রেষ্ঠ সংগীত এর জন্য গোল্ডেন গ্লোব পদক পান৷

বয়েল বলেন, এ ছবিটি মুম্বাই এর উন্মত্ত জীবনাচারকে তুলে ধরেছে৷ এক ভারতীয় যুবকের ভালবাসা ও টেলিভিশন গেম শোতে তার অংশ গ্রহণের কাহিনী ফুটিয়ে তোলা হয়েছে এতে৷ছবিটি প্রকৃতই হৃদয়ের গভীর থেকে তৈরী করা হয়েছে৷ যার ফলে আমরা আজ এখানে পৌঁছতে পেরেছি যা আমরা কখনো ভাবতেই পারিনি৷

অন্যান্য সম্মানজনক পদকের মধ্যে পরিচালক উডি এ্যালেনের ‘ভিকি ক্রিস্টিনা বার্সেলোনা' শ্রেষ্ঠ ফিল্ম মিউজিক্যাল বা কমেডি হিসেবে মনোনীত হয় কিন্তু এ্যালেন পদক প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না৷

কিছুদিন থেকে বেশ পতনোন্মুখ ক্যারিয়ারে থাকা মিকি রৌর্ক এবার ‘দ্য রেসলার' এর মাধ্যমে শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কারে ভূষিত হয়েছেন৷ এ প্রসংগে রৌর্ক বলেন, আমার জন্য এ ফিরে দাঁড়ানোটা ছিল বেশ দীর্ঘ আকাংখিত৷ ‘দ্য রেসলার' এর সাথে শ্রেষ্ঠ মৌলিক গানের জন্য পদক পেয়েছেন রকার ব্রুস স্প্রিংস্টিন৷

‘ইন ব্রুগস' এ ভাড়াটে খুনির ভূমিকায় অভিনয় করে মিউজিক্যাল বা কমেডি ক্যাটেগরিতে শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে গোল্ডেন গ্লোব পদক ছিনিয়ে নেন কলিন ফেয়ারেল৷ একই গ্রুপে ‘হ্যাপি-গো-লাকি' তে একজন আশাবাদী শিক্ষকের ভূমিকায় অভিনয় করার জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী হন স্যালি হকিন্স৷

‘দ্য ডার্ক নাইট' এ খলনায়ক এর ভূমিকায় অভিনয়ের জন্য শ্রেষ্ঠ সহ-অভিনেতার মরনোত্তর পুরস্কার পেয়েছেন হিথ লেজার৷ তাঁর পদকটি গ্রহণ করেন ‘দ্য ডার্ক নাইট' এর পরিচালক ক্রিস্টোফার নোলান৷

গত গ্রীষ্মে আন্তর্জাতিক চলচ্চিত্র জগতে বেশ জনপ্রিয় ‘ওয়াল ই' শ্রেষ্ঠ এ্যানিমেটেড ফিল্ম এবং ইসরায়েলের ‘ওয়ালজ উইথ বাশির' শ্রেষ্ঠ বিদেশী ছবি হিসেবে পদকের জন্য মনোনীত হয়৷

টেলিভিশন ক্যাটেগরিতে ‘ম্যাড মেন' শ্রেষ্ঠ নাট্য অনুষ্ঠান এবং ‘থার্টি রক' শ্রেষ্ঠ টেলিভিশন কমেডি হিসেবে গোল্ডেন গ্লোব পদক পেয়েছে৷ টেলিভিশন ‍‍‌কমেডি ক্যাটেগরিতে ‘থার্টি রক' এর টিনা ফেই এবং এ্যালেক বল্ডউইন যথাক্রমে শ্রেষ্ঠ অভিনেতা এবং অভিনেত্রীর পুরস্কার পান৷

এছাড়া টিভি নাটক ‘ইন ট্রিটমেন্ট' এ চিকিৎসকের ভূমিকায় অভিনয় করার জন্য গ্যাব্রিয়েল বায়ার্ন শ্রেষ্ঠ অভিনেতা এবং রক্তপ নাটক ‘ট্রু ব্লাড' এ পরিচারিকার ভূমিকায় অভিনয়ের জন্য এ্যানা প্যাকুইন পান শ্রেষ্ঠ অভিনেত্রীর পদক৷