1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গুলি চলল জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ে

৩০ জানুয়ারি ২০২০

আন্দোলন চলছিল। বাড়ছিল উত্তাপও। এবার গুলি চলল জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ে। বন্দুকধারীকে গ্রেফতার করেছে পুলিশ। আহত এক।

https://p.dw.com/p/3X1Nk
Indien Proteste gegen Einwanderungsgesetz in Neu Delhi
ছবি: Reuters/D. Siddiqui

সিএএ এনআরসি বিরোধী আন্দোলন ঘিরে এ বার গুলি চলল রাজধানী দিল্লিতে। জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের বাইরে গত দেড় মাস ধরে প্রতিবাদ করছেন ছাত্ররা। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে মহাত্মা গান্ধীর সমাধিস্থল রাজঘাট পর্যন্ত তাঁদের মিছিল করার কথা ছিল। সেই মিছিলেই পিস্তল নিয়ে হামলা চালাল এক বন্দুকবাজ। ঘটনায় আহত হয়েছেন একজন ছাত্র। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

ঘটনার সূত্রপাত এ দিন দুপুরে। মহাত্মা গান্ধীর মৃত্য়াুদিবস উপলক্ষে ক্যাম্পাস থেকে মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন ছাত্রছাত্রীরা। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, মিছিল আগে থেকেই ঘোষণা করায় ক্যাম্পাসের বাইরে পর্যাপ্ত পুলিশ ছিল। সিএএ এবং এনআরসি বিরোধী পোস্টার নিয়ে ছাত্রছাত্রীরা মিছিল শুরু করতেই উল্টো দিক থেকে এক ব্যক্তি মিছিলের দিকে ধেয়ে যায়। তার পরনে ছিল কালো জ্যাকেট এবং সাদা ট্রাউজার। মিছিলের কাছাকাছি পৌঁছে পিস্তল বার করে ওই অজ্ঞাত পরিচয় ব্যক্তি। সামনের দিকে সেই পিস্তল তাক করে সে বলতে থাকে-- 'ইয়ে লো আজাদি' (এই নাও স্বাধীনতা)। হিন্দুস্তান জিন্দাবাদ। দিল্লি পুলিশ জিন্দাবাদ।

মিছিলে সামিল ছিলেন জামিয়ার ছাত্রী আমনা আসিফ। ডয়চে ভেলেকে তিনি জানিয়েছেন, ''আমরা শান্তিপূর্ণ ভাবে মিছিল করছিলাম। আচমকাই ওই ব্যক্তি বন্দুক নিয়ে ধেয়ে আসে। আমরা পুলিশের কাছে সাহায্য চাই কিন্তু পুলিশ সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেয়নি। ফলে আমরাই ওই ব্যক্তিকে মিছিল থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করি। তখনই সে গুলি ছোড়ে।''

মিছিলের উদ্যোক্তারা জানিয়েছেন, ঘটনায় শাদাব নামে এক জামিয়ার ছাত্র আহত হয়েছেন। তাঁর হাতে গুলি লেগেছে। শাদাবকে ভর্তি করা হয়েছে এইমস-এ। ছাত্রছাত্রীদের দাবি, বন্দুকবাজকে তাঁরা আগে কখনও দেখেননি। তিনি পরিচিত ব্যক্তি নন।

ঘটনার পরেই অবশ্য পুলিশ ওই ব্যক্তিকে গ্রেফতার করে। সূত্র জানিয়েছে, ওই বন্দুকবাজের নাম রামভক্ত গোপাল। তবে এখনও পর্যন্ত পুলিশ ধৃতের নাম সরকারি ভাবে জানায়নি।

এ দিনের ঘটনার পরে প্রতিবাদ আরও বাড়বে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তাঁদের বক্তব্য, ক্রমশ জেএনইউ, জামিয়ায় আন্দোলনের দাপট কমে আসছিল। কিন্তু এ দিন ছাত্রদের উপর বন্দুক নিয়ে আক্রমণের পরে ফের অশান্তি ছড়াবে সব মহলে। ঘটনার প্রতিবাদে বাম ছাত্র সংগঠন এসএফআই শুক্রবার দেশ জুড়ে আন্দোলনের ঘোষণা করেছে।

এসজি/জিএইচ (এনডিটিভি, ইন্ডিয়ান এক্সপ্রেস)