1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গুলশানের নির্বাচন এলাকায় তল্লাশি, জরিমানা

১৭ জুলাই ২০২৩

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে কঠোর নিরাপত্তায় চলছে ভোটগ্রহণ৷ মোড়ে মোড়ে বসানো হয়েছে তল্লাশি চৌকি৷ নির্বাচনী এলাকায় ঘোরাঘুরি করতে দেখা গেলেই পুলিশের নানা প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে সাধারণ মানুষকে ৷

https://p.dw.com/p/4TyuQ
ছবি: Samir Kumar Dey/DW

আর সেখানে যাওয়ার সঠিক কারণ দেখাতে না পারলেই গুনতে হচ্ছে জরিমানা৷ ঢাকা-১৭ আসনে উপনির্বাচনে ভোটারের উপস্থিতি কম হলে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি পাল্টাবে বলে ধারণা করছে নির্বাচন কমিশন।

রাজধানীর বাড্ডা এলাকার বাসিন্দা শহিদুল ইসলাম৷ তার অফিস মহাখালীতে৷ আজ অফিসে যাবার পর জানতে পারেন অফিস বন্ধ৷ তিনি বলেন, ভুল করে বাসা থেকে বের হওয়ার জন্য আমার জরিমানা গুনতে হচ্ছে৷ সাত সকালে এই জরিমানার টাকা আমি কীভাবে দেব? 

রাসেল আহমেদের বাসা গুলশান-২ এলাকায়৷ এয়ারপোর্টে গিয়েছিলেন একজনকে আনতে ৷ তিনি বলেন, সিগন্যালটা পার হলেই আমার বাসা৷ যেতে দিল না এখন নাকি জরিমানা করবে আমাকে ৷

গুলশান ট্রাফিক পুলিশের দায়িত্বে থাকা সার্জেন্ট মো. সাদ্দাম হোসেন দৈনিক সমকালকে বলেন, জরুরি প্রয়োজন ছাড়া যারা বাইরে বের হচ্ছেন তাদেরকে জরিমানা করা হচ্ছে ৷ এই পর্যন্ত আটজনকে আমি নিজের হাতে জরিমানা করেছি ৷ এদের মধ্যে বেশিরভাগই কোনো কারণ ছাড়াই মোটরসাইকেল এবং প্রাইভেট কার নিয়ে বের হয়েছেন ৷ যথার্থ কারণ দেখানোর পর অনেকে তাদের গন্তব্যে যাবার সুযোগ দেওয়া হয়েছে ৷ আর যারা কোনো কারণ দেখাতে পারছেন না তাদের জরিমানা করা হচ্ছে৷

তিনি বলেন, ভোটারদের কাজ দেখে কেন্দ্রে যেতে দেওয়া হচ্ছে ৷ এখন পর্যন্ত আটজনকে তের হাজার টাকা জরিমানা করা হয়েছে৷

এনএস/কেএম