1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গিনেসে স্থান পাওয়ার অপেক্ষায় ভেনিজুয়েলা

১৫ নভেম্বর ২০২১

সবচেয়ে বড় অর্কেস্ট্রার রেকর্ডটা রাশিয়ার কাছ থেকে ছিনিয়ে নিতে রাশিয়ারই এক সুরস্রষ্টার মাস্টারপিস বাজিয়েছেন ভেনিজুয়েলার ১২ হাজার মিউজিশিয়ান৷ তাদের স্বপ্ন পূরণ হবে কিনা তা দশ দিনের মধ্যে জানা যাবে৷

https://p.dw.com/p/43009
Venezuela Nationalorchester Guinness World Record
ছবি: Ariana Cubillos/AP Photo/picture alliance

দু বছর আগে সবচেয়ে বড় অর্কেস্ট্রার স্বীকৃতি রাশিয়ার বাদকদের দিয়েছিল গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস৷ সেই বাদকদলে ছিলেন মোট আট হাজার ৯৭ জন৷ সংখ্যার দিক থেকে অবশ্য রুশদের অনেক পিছনে ফেলে দিয়েছেন ভেনিজুয়েলানরা৷ কোথায় আট হাজার ৯৭ আর কোথায় ১২ হাজার! কিন্তু শুধু বেশি মিউজিশিয়ান থাকলেই তো হবে না, তারা কতক্ষণ বাজিয়েছেন, কেমন বাজিয়েছেন- সেসবও বিচারকদের কাছে খুব গুরুত্বপূর্ণ৷ এখন সেই খুঁটিনাটি দিকগুলোই বিচার-বিশ্লেষণ করে দেখছেন গিনেসের বিচারকরা৷

এমনিতে নিজেদের পারফর্ম্যান্সে ভেনিজুয়েলার মিউজিশিয়ানরা খুব খুশি৷ সাবেক রুশ কম্পোজার পিওতর ইলিচ চাইকোভস্কির ‘স্লাভোনিচ মার্চ' যতটা সম্ভব নিখুঁতভাবেই বাজিয়েছেন তারা৷ বাজিয়েছেন টানা ১২ মিনিট৷ না, সবাই শুরু থেকে শেষ পর্যন্ত বাজাননি৷ তবে ১২ থেকে ৭৭ বছর বয়সি মিউজিশিয়ানদের মধ্যে কেউ নিজের বাদ্যযন্ত্র ৫ মিনিটের কম বাজাননি৷ তাই শনিবার ভেনিজুয়েলার মিলিটারি অ্যাকাডেমিতে পারফর্ম্যান্স শেষে বাদ্যযন্ত্র উঁচিয়ে ধরে উল্লাসে মেতে ওঠেন তারা৷ সেই উচ্ছাসটা ছিল নিজের কাজ সাধ্যমতো ভালো করতে পারার৷ তার সঙ্গে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখানোর উচ্ছাসও যোগ হবে কিনা তা জানতে আরো কয়েকদিন অপেক্ষায় থাকতে হবে তাদের৷

এসিবি/কেএম (ইএফই, এএফপি, এপি)

 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য