1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গায়ক ইসি-র ব্র্যান্ড রাখছে না অ্যাডিডাস

১২ মে ২০২৩

মার্কিন গায়ক ইসি-র সঙ্গে চুক্তিবদ্ধ ছিল অ্যাডিডাস। কিন্তু বর্ণবাদী মন্তব্য করায় তা বাতিল করা হয়েছে।

https://p.dw.com/p/4REzK
অ্যাডিডাসের জুতো
ছবি: Dimitrios Kambouris/Getty Images

গায়ক ইসি-র নামে জুতোর ব্র্যান্ড তৈরি করেছিল জার্মান সংস্থা অ্যাডিডাস। কিন্তু গত কয়েকদিনে একাধিকবার অ্যান্টি সেমেটিক এবং বর্ণবাদী মন্তব্য করেছেন ইসি। সে কারণেই তার সঙ্গে চুক্তি বাতিল করা হচ্ছে বলে জানিয়েছে অ্যাডিডাস। অ্যাডিডাস একইসঙ্গে জানিয়েছে, তাদের কাছে ইসি ব্র্যান্ডের বহু জিনিস রয়ে গেছে। সেগুলি কম দামে বিক্রি করে সেই অর্থ কোনো দাতব্য সংস্থাকে দান করা হবে।

এক দশমিক দুই বিলিয়ন ইউরো মূল্যের জিনিস আছে বলে সংস্থাটির দাবি। অ্যাডিডাসের সিইও গুলডেন জানিয়েছেন, একবার ভাবা হয়েছিল সমস্ত জিনিস পুড়িয়ে দেওয়া হবে। কিন্তু সেটা কোনো সমাধান নয়। সে কারণেই জিনিসগুলি বিক্রি করে টাকা দান করার কথা ভাবা হয়েছে। গুলডেনের বক্তব্য, ইসি-র মন্তব্য যাদের আঘাত করেছে, তেমনই ব্যক্তিদের কাছে যাতে এই অর্থ পৌঁছায়, সেদিকে নজর রাখা হবে। তবে কবে থেকে একাজ শুরু হবে, তা স্পষ্ট করেনি অ্যাডিডাস।

জার্মান গণমাধ্যমের দাবি, অ্যাডিডাস ওই জিনিস বিক্রি করলে তা থেকে লাভ করবেন ইসি। কারণ অ্যাডিডাস তার সঙ্গে এখনো চুক্তিবদ্ধ। ফলে ১৫ শতাংশ কমিশন তিনি পাবেনই।

বিষয়টি নিয়ে অ্যাডিডাসের শেয়ারহোল্ডাররা সংস্থাটিকে চেপে ধরেছে। তাদের বক্তব্য, ইসি-র আচরণ নিয়ে বরাবরই তাদের আপত্তি ছিল। বরাবরই ইসি চরমপন্থি মন্তব্য করে থাকেন। বিষয়টি নিয়ে অ্যাডিডাসকে সতর্কও করা হয়েছিল। কিন্তু অ্যাডিডাস কখনোই সে কথা কানে তোলেনি। এর আগেও ইসি-র সঙ্গে চুক্তি করা হয়েছিল।

স্পেন এবং অ্যামেরিকার দুইটি সংস্থআও ইসি-র সঙ্গে সমস্ত চুক্তি বাতিল করেছে। ইসি-র বর্ণবাদী মন্তব্যের কারণেই একাজ করা হয়েছে।

এসজি/জিএইচ (রয়টার্স, এপি)