1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
সমাজইসরায়েল

গাজায় আবার যুদ্ধ শুরু

১ ডিসেম্বর ২০২৩

যুদ্ধবিরতি শেষ হতেই বিমান থেকে গাজায় বোমাবর্ষণ শুরু করেছে ইসরায়েল৷ গত কয়েকদিনে এলাকায় ফেরা ফিলিস্তিনিরা আবার বাড়ি-ঘর ছেড়ে পালাচ্ছেন৷

https://p.dw.com/p/4ZeEV
গাজায় হামলার পর ধ্বংসস্তূপ পরিদর্শন করছেন ফিলিস্তিনি নাগরিকেরা৷
যুদ্ধবিরতি শেষ হতেই বিমান থেকে গাজায় বোমাবর্ষণ শুরু করেছে ইসরায়েল৷ ছবি: Ahmad Hasaballah/Getty Images

শুক্রবার সকালে যুদ্ধবিরতির ইতি টানে ইসরায়েলের যুদ্ধবিমান৷ ইসরায়েলের দক্ষিণাঞ্চলে বেজে ওঠে সাইরেন৷ দূর থেকে এলাকাটি আলোকিত হয়ে উঠতে দেখা যায়৷ ইসরায়েলের সেনাবাহিনীর দাবি, হামাস যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করে হঠাৎ রকেট হামলা চালানোয় তারা  ‘সন্ত্রাসীদের লক্ষ্য করে’ হামলা শুরু করেছে৷

আরো আট ইসরায়েলির মুক্তি

এর আগে আরো আটজন পণবন্দিকে মুক্তি দিয়েছে হামাস। ইসরায়েল ৩০ জন ফিলিস্তিনিকে মুক্তি দেবে।

যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী, হামাস একজনকে মুক্তি দিলে ইসরায়েল দেবে তিনজনকে। হামাস গতকাল ইসরায়েলি ও থাইল্যান্ডের নাগরিকদের পাশাপাশি দুইজন রুশকেও মুক্তি দিয়েছে। তাই আটজন ইসরায়েলের নাগরিকের সঙ্গে দুইজন রুশকে ধরে দশজন হচ্ছে। সেই অনুপাতে ইসরায়েল ৩০ জনকে মুক্তি দেবে।

মধ্যস্থতাকারী দেশ কাতার জানিয়েছে, যে আটজনকে বৃহস্পতিবার হামাস মুক্তি দিয়েছেন, তাদের মধ্যে একজন উরুগুয়ে, একজন মেক্সিকো ও একজন রাশিয়ার যৌথ নাগরিক। তাদের রেডক্রসের হাতে তুলে দেয়া হয়েছে।

ইসরায়েলের সেনা জানিয়েছে, আট বন্দিকে রেডক্রস তাদের হাতে তুলে দিয়েছে। তরা ইসরায়েলের ভিতরে প্রবেশ করেছেন।

ব্লিংকেন যা বলেছেন

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন বৃহস্পতিবার তেল আভিভে সাংবাদিকদের জানিয়েছেন, তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে স্পষ্টভাবে জানিয়েছেন,  দক্ষিণ গাজায় সামরিক অভিযান শুরুর আগে যেন বেসামরিক মানুষদের রক্ষার ব্যবস্থা করে ইসরায়েল।

তিনি জানিয়েছেন, ''ইসরায়েলের সেনা বিশ্বের অন্যতম সেরা। হামাস তাদের সামনে যে বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে, তা অতিক্রম করার ক্ষমতা তাদের আছে। তবে এই কাজ করার সময় সাধারণ মানুষের  যেন ন্যূনতম ক্ষতি হয়। এই দায়বদ্ধতাও তাদের আছে।''

ব্লিংকেন বলেছেন, ''ইসরায়েল য়েন সাধারণ বেসামরিক মানুষকে রক্ষার পরিকল্পনাও নেয়। বেসামরিক মানুষের মৃত্যু আর যেন না হয়।'' তার দাবি, ''ইসরায়েল সরকার এই প্রস্তাবে রাজি হয়েছে।''

মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর দাবি, গাজায় যুদ্ধবিরতির পরিমাণ আরো বাড়াতে হবে।

গাজায় ত্রাণ পাঠানোর কেন্দ্র হয়ে উঠতে পারে সাইপ্রাস

ইসরায়েলে আইসিসি-র চিফ প্রসিকিউটার

ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের চিফ প্রসিকিউটার করিম খান ইসরায়েল সফর করছেন। গত ৭ অক্টোবর হামাসের আক্রমণের পর বেঁচে যাওয়া মানুষের আবেদনে সাড়া দিয়ে তিনি সফর করছেন বলে জানানো হয়েছে। এরপর তিনি অধিকৃত ওয়েন্ট ব্যাংকের রামাল্লাহতে যাবেন।

আইসিসি জানিয়েছে, তার এই সফর তদন্তের জন্য নয়, বরং আক্রান্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য।

জিএইচ/এসজি(এপি, এএফপি, রয়টার্স)