1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
রাজনীতিইসরায়েল

গাজায় সহিংসতা, নিহত ইসলামিক জেহাদ কমান্ডার

৭ আগস্ট ২০২২

ইসরায়েলের বিমান হামলায় নিজেদের আরেক শীর্ষ কমান্ডার নিহত হয়েছেন বলে দাবি করেছে ফিলিস্তিনি জঙ্গি গোষ্ঠী ইসলামিক জেহাদ৷ গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের হামলায় শুক্রবার থেকে ছয় শিশুসহ মোট ২৯ জন নিহত৷

https://p.dw.com/p/4FENm
নতুন করে সহিংসতা শুরু হওয়ার মধ্যে ইসরায়েলে রকেট নিক্ষেপ করছে ফিলিস্তিনি জঙ্গিরা
নতুন করে সহিংসতা শুরু হওয়ার মধ্যে ইসরায়েলে রকেট নিক্ষেপ করছে ফিলিস্তিনি জঙ্গিরা ছবি: Adel Hana/AP Photo/picture alliance

গত বছর থেকে ফিলিস্তিনি জঙ্গিদের সঙ্গে ইসরায়েলি বাহিনীর সংঘর্ষ চলছে৷ ফিলিস্তিনি ইসলামিক জেহাদ রোববার জানিয়েছে, দক্ষিণ গাজা উপত্যকায় তাদের শীর্ষ কমান্ডারের মৃত্যু হয়েছে৷ খালেদ মনসুর নামে ওই কমান্ডার শনিবার গভীর রাতে ইসরায়েলি বিমান হামলায় নিহত হন৷

ইসরায়েলি কর্মকর্তাদের দাবি, ইসলামিক জেহাদ পশ্চিম তীরে ইসরায়েল নিয়ন্ত্রিত অঞ্চলে হামলার প্রস্তুতি নিচ্ছে৷ শুক্রবার একটি বিমান হামলায় উত্তর গাজায় ইরান-সমর্থিত গোষ্ঠীর কমান্ডারকে ইসরায়েল হত্যা করার পর থেকে সীমান্তে সহিংসতা ছড়িয়ে পড়ে৷ পশ্চিম তীরে এই গোষ্ঠীর ২০ জন সদস্যকে গ্রেপ্তার করেছে বলে জানিয়েছে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী।

আইডিএফের দাবি, সন্ত্রাসী হামলা ‘বানচাল'

ইসলামিক জেহাদের আল-কুদস ব্রিগেড বলেছে, শনিবারের বিমান হামলায় দক্ষিণ গাজার রাফাহ শহরে মনসুরের সঙ্গে আরো তাদের আরো দুই সদস্যের মৃত্যু হয়েছে৷ পাশাপাশি এক শিশু ও তিন নারীসহ পাঁচজন সাধারণ মানুষও প্রাণ হারিয়েছেন৷

ইসরায়েল ডিফেন্স ফোর্সেস (আইডিএফ) এক বিবৃতিতে বলেছে, সম্প্রতি ইসরায়েলে ট্যাঙ্ক-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র এবং রকেট হামলা চালানোর পরিকল্পনা করেছিল মনসুর। গাজা সীমান্তে ইসরায়েলে উপর হামলার পরিকল্পনাও তারই মস্তিষ্কপ্রসূত৷ তবে আইডিএফ তা বানচাল করে দিয়েছে বলে বিবৃতিতে দাবি করা হয়েছে।

এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের হামলায় শুক্রবার থেকে ছয় শিশুসহ মোট ২৯ জন নিহত হয়েছেন৷

ইসরায়েলি কর্তৃপক্ষ পাল্টা জানিয়েছে, শনিবার জাবালিয়া শহরে শিশুদের মৃত্যুর জন্য গাজার জঙ্গিদের উৎক্ষেপণ করা রকেট হামলাই দায়ী৷

ইসরায়েলের অনুমান, বিমান হামলায় প্রায় ১৫ জঙ্গি নিহত হয়েছে৷

জেরুজালেমে সাইরেনের শব্দ

যখন ইসরায়েলি সামরিক বাহিনী গাজায় বিমান অভিযান চালায়, তখন ইসলামিক জেহাদ জঙ্গিরা রাতভর ইসরায়েলকে নিশানা করে রকেট হামলা চালিয়ে গিয়েছে৷ তবে রোববার সকালে তীব্রতা হ্রাস পেয়েছে৷ সেনাবাহিনী বলেছে, গাজা উপত্যকা থেকে রকেট হামলা অব্যাহত থাকায় রোববার জেরুজালেমে বিমান হামলার বিপদসংকেত শোনা গিয়েছে৷ ইসলামিক জেহাদ গোষ্ঠীর দাবি, মনসুরের হত্যার প্রতিশোধ নিতে শহরের পশ্চিমে হামলা চালানো হয়েছে ৷ তবে হামলায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি৷

নতুন করে সহিংসতা মাথা চাড়া দেয়ায় গাজার একমাত্র বিদ্যুৎকেন্দ্রটি জ্বালানির অভাবে বন্ধ করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ৷ এর ফলে এলাকার বিদ্যুৎ সংকট আরো বেড়ে গিয়েছে৷ সবমিলিয়ে ফের অশান্ত হয়ে উঠছে এই এলাকা৷

আরকেসি/এফএস (এপি, এএফপি)

ইসরায়েল-ফিলিস্তিন সংকটের দুই রাষ্ট্র সমাধান চান বাইডেন