1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

খালেদা জিয়ার বিদেশ যাওয়ার ‘সুযোগ নেই’

৯ মে ২০২১

আইন অনুযায়ী দুর্নীতি মামলায় দণ্ডিত খালেদা জিয়ার বিদেশ যাওয়ার সুযোগ নেই৷ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এমন মতামত পাঠিয়েছেন বলে জানিয়েছেন বাংলাদেশের আইনমন্ত্রী আনিসুল হক৷

https://p.dw.com/p/3t9ul
খালেদা জিয়া
সাম্প্রতিক ছবিছবি: bdnews24.com

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশ পাঠাতে আবেদন করেছিলেন তার পরিবার৷ এ বিষয়ে আইন মন্ত্রণালয়ের কাছে মতামত জানতে চেয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়৷ রোববার আইনমন্ত্রী আনিসুল হক সেই মতামত পাঠিয়েছেন৷

বাংলাদেশে ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, ‘‘খালেদা জিয়ার বিদেশে যাওয়ার আবেদনে অনুমতি দেওয়ার কোনো সুযোগ নেই। আমি এ লিগ্যাল অপিনিয়ন দিয়েছি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছি৷’’

এই বিষয়ে বিস্তারিত স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল জানাবেন বলেও উল্লেখ করেন তিনি৷ বলেন, ‘‘একবার যখন একটা সিদ্ধান্ত হয়ে গেছে, ৪০১ ধারায় কার্যক্রম শেষ হয়ে গেছে, সেজন্য এটাকে আরেকবার রিওপেন করার সুযোগ নেই৷ সেক্ষেত্রে বিদেশে যাওয়ার আবেদনে অনুমতি দেওয়ার সুযোগ নেই৷’’

আইনমন্ত্রীর এ মতামত পাওয়ার পর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ‘‘খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার অনুমতি চেয়ে তার ভাই শামীম এস্কান্দারের আবেদনটি গ্রহণ করতে পারলাম না৷’’

আইনমন্ত্রী আনিসুল হক এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এর আগে বলেছিলেন, খালেদা জিয়ার পরিবারের আবেদন সরকার ‘ইতিবাচক দৃষ্টিতেই’ বিবেচনা করছে৷ গত ৫ মে উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশ পাঠানোর অনুমতি চেয়ে তার ছোট ভাই শামীম এস্কান্দার আবেদন করেন৷ পরদিন পাসপোর্ট নবায়নের জন্যও আবেদন করা হয়৷ 

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বর্তমানে ঢাকার এভারকেয়ার হাসপাতালে  চিকিৎসাধীন রয়েছেন৷ গত বছর পরিবারের আবেদনের প্রেক্ষিতে দণ্ডের কার্যকারিতা স্থগিত করে তাকে সাময়িক মুক্তি দেয় সরকার৷ শর্ত অনুযায়ী, এই সময়ে খালেদা জিয়াকে ঢাকায় নিজের বাসায় থেকে চিকিৎসা নিতে হবে এবং তিনি বিদেশে যেতে পারবেন না৷

এফএস/এডিকে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)

মার্চের ছবিঘরটি দেখুন...

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য