1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
রাজনীতিরাশিয়া

খারকিভ অঞ্চলে রাশিয়ার হামলা জোরদার

২০ মে ২০২৪

ইউক্রেনের উত্তর-পূর্বে খারকিভ অঞ্চলে রাশিয়ার হামলায় হতাহতের সংখ্যা বাড়ছে৷ ইউক্রেনও রুশ ভূখণ্ডে পালটা হামলা চালাচ্ছে৷ প্রেসিডেন্ট জেলেনস্কি আরো প্যাট্রিয়ট সিস্টেম সরবরাহের আবেদন করছেন৷

https://p.dw.com/p/4g3nK
খারকিভে রাশিয়ার হামলায় বিধ্বস্ত এলাকায় এক প্রত্যক্ষদর্শী
খারকিভে রাশিয়ার হামলাছবি: SERGEY KOZLOV/EPA

ইউক্রেনের সেনাবাহিনী খারকিভ অঞ্চলে রাশিয়ার সেনাবাহিনীকে আরো এগোতে দিচ্ছে না বলে দাবি করলেও মস্কো জোরালো হামলা চালিয়ে যাচ্ছে৷ গত ১০ই মে থেকে চলে আসা হামলা মোকাবিলা করতে হিমসিম খাচ্ছে ইউক্রেনের সেনাবাহিনী৷ রোববার শহরের উপকণ্ঠে জোড়া হামলায় কমপক্ষে ১১ জন নিহত হয়েছে৷ ইউক্রেনের সূত্র অনুযায়ী রাশিয়ার ভূখণ্ডে বেলগোরোদ অঞ্চল থেকে প্রথমে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়৷ তারপর একই লক্ষ্যবস্তুর উপর দ্বিতীয় হামলা চালিয়েছে রাশিয়া৷ ফলে উদ্ধারকারী প্যারামেডিক্স ও পুলিশ বাহিনীর সদস্যদের মধ্যেও হতাহতের খবর পাওয়া যাচ্ছে৷ এই ঘটনায় ছয় জন নিহত ও ২৭ জন আহত হয়েছে৷ রাশিয়ার বিরুদ্ধে আগেও ইউক্রেনে এমন ‘ডাবল ট্যাপ' হামলার অভিযোগ উঠেছে৷ কাছেই আরো একটি হামলায় কমপক্ষে পাঁচ জন নিহত ও নয় জন আহত হয়েছে৷

ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি মস্কোর বিরুদ্ধে ইউক্রেনের শহর ও সমাজের মধ্যে সন্ত্রাস ছড়িয়ে দেওয়ার এবং নিরীহ মানুষের হত্যার অভিযোগ করেছেন৷ তিনি খারকিভ অঞ্চলের সুরক্ষার জন্য অ্যামেরিকায় তৈরি দুটি প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেমের প্রয়োজনের উল্লেখ করেন৷ সেগুলি হাতে পেলে পরিস্থিতির মৌলিক পরিবর্তন ঘটবে বলে তিনি মনে করেন৷ তাঁর মতে, বাকি বিশ্ব রাশিয়ার সন্ত্রাস বন্ধ করতে পারে৷ নেতৃস্থানীয় রাজনীতিকদের মধ্যে সেই সদিচ্ছার অভাব দূর করতে হবে৷ জেলেনস্কির দাবি, গত সপ্তাহ জুড়েখারকিভ অঞ্চলে প্রতিরক্ষা কাঠামো আরো মজবুত করা হয়েছে৷ গত শুক্রবার সংবাদ সংস্থা এএফপি-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি অবশ্য স্বীকার করেন, যে রুশ বাহিনী উত্তর-পূর্ব সীমান্ত পেরিয়ে ইউক্রেনের ভূখণ্ডের পাঁচ থেকে দশ কিলোমিটার ভেতরে প্রবেশ করেছে৷

ইউক্রেনও রাশিয়ার ভূখণ্ডে পালটা হামলা চালিয়ে যাচ্ছে৷ রাশিয়ার দাবি অনুযায়ী রোববার রাতে ইউক্রেনের ৬১টি ড্রোন ধ্বংস করা হয়েছে৷ এমন হামলায় বিশেষ করে জ্বালানি অবকাঠামোর ক্ষয়ক্ষতির খবর পাওয়া যাচ্ছে৷ দক্ষিণের ক্রাসনোদার অঞ্চলে একটি শোধনাগারের উপর ছয়টি ড্রোন ভেঙে পড়ার পর কাজ বন্ধ রাখতে হয়েছে৷ গত তিন সপ্তাহে সেই এলাকার শোধনাগার ও সামরিক ক্ষেত্রের উপর দ্বিতীয় বার হামলা চালানো হয়েছে বলে নাম প্রকাশে অনিচ্ছুক এক ইউক্রেনীয় সূত্র জানিয়েছে৷ বেলগোরোদ অঞ্চলে ইউক্রেনের হামলায় কমপক্ষে ১১ জন আহত হয়েছে বলে আঞ্চলিক গভর্নর দাবি করেছেন৷ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন বলেছেন, খারকিভ থেকে রুশ ভূখণ্ডে হামলা বন্ধ করতে এক ‘বাফার জোন' সৃষ্টি করার চেষ্টা করছে৷

এ দিকে ইউক্রেনের নৌ-বাহিনী আরো সাফল্যের দাবি করছে৷ কৃষ্ণ সাগরে রাশিয়ার ‘ব্ল্যাক সি ফ্লিট'-এর একটি মাইনসুইপার জাহাজ ধ্বংস করেছে৷ টেলিগ্রাম প্ল্যাটফর্মে এক ছবি প্রকাশ করে সেই জাহাজ ধ্বংসের খবর প্রকাশিত হয়েছে৷ সেই বার্তায় ইউক্রেনের নৌ-বাহিনী সেই সাফল্যের নেপথ্যে ‘শপথ নেওয়া ভাইদের' অবদানও স্বীকার করেছে৷ যুদ্ধের শুরু থেকে ইউক্রেন বেশ কয়েকটি রুশ রণতরি ধ্বংস করেছে৷

এসবি/কেএম (রয়টার্স, এএফপি)