1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ক্ষমা চাইলেন বরিস জনসন

১৩ মে ২০২১

বেলফাস্টে ১৯৭১ সালে ব্রিটিশ সেনা নিরপরাধ মানুষদের হত্যা করেছিল। তার জন্য নিঃশর্তে ক্ষমা চাইলেন জনসন।

https://p.dw.com/p/3tKca
বেলফাস্টে হত্যার ঘটনা নিয়ে মৃতের পরিবারের মানুষদের বিক্ষোভ। ২০১৫ সালের ছবি। ছবি: Jeff J Mitchell/Getty Images

বেলফাস্টে ৪০ বছর আগের ঘটনা নিয়ে এক সদস্যের বিচারবিভাগীয় তদন্ত কমিটির রায় সামনে আসার পরই যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন ক্ষমা চাইলেন। কমিটির রায় হলো, বেলফাস্টে মৃত ১০ জনের মধ্যে নয়জনই নিরপরাধ ছিলেন। তারা বিক্ষোভ দেখাচ্ছিলেন। ব্রিটিশ সেনা অন্যায্যভাবে তাদের হত্যা করে।

কমিটির প্রধান হাইকোর্টের বিচারপতি কিগানের মতে, বিক্ষোভকারীরা সম্পূর্ণ নিরপরাধ ছিলেন। তারা কোনো সহিংসতা করেননি। মৃতদের মধ্যে একজন দ্বিতীয় মহাযুদ্ধের যোদ্ধা, একজন ক্যাথলিক ধর্মযাজক এবং একজন আট বছর বয়সী সন্তানের মা-ও ছিলেন। তাদের পরিবার কয়েক দশক ধরে ন্যায়বিচারের দাবিতে লড়াই করছিলেন।

কমিটির রায় আসার পরেই জনসন প্রথমে উত্তর আয়ারল্যান্ডের মন্ত্রীদের সঙ্গে কথা বলেন। তারপর তার মুখপাত্র জানান, ব্রিটিশ সরকারের হয়ে জনসন ক্ষমা চেয়েছেন। সেনা নিরপরাধ মানুষকে হত্যা করেছে বলে যেমন ক্ষমা চেয়েছেন, তেমনই এতদিন দেরি হওয়ার জন্যও ক্ষমা চেয়েছেন।

ওই বিক্ষোভকারীরা ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছিলেন।

জিএইচ/এসজি(রয়টার্স, এএফপি, এপি)