1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
পরিবেশযুক্তরাষ্ট্র

ক্রিসমাসে তুষারঝড়ে বিপর্যস্ত অ্যামেরিকায় মৃত ৩৪

২৬ ডিসেম্বর ২০২২

বড়দিনে তুষারঝড়ে বিপর্যস্ত অ্যামেরিকা। মৃত অন্তত ৩৪। ক্যানাডায় মৃত চার। প্রায় দশফুট বরফের তলায় রাস্তাঘাট।

https://p.dw.com/p/4LQR9
ছবি: John Waller/AP/picture alliance

সবচেয়ে খারাপ অবস্থা পশ্চিম নিউ ইয়র্কের বাফেলোয়। নিউ ইয়র্কের গভর্নর জানিয়েছেন, বাফেলোকে দেখে মনে হচ্ছে যুদ্ধক্ষেত্র। রাস্তার দুই পাশে সারি সারি পরিত্যক্ত গাড়ি। আট থেকে দশফুট বরফের তলায় সবকিছু চাপা পড়েছে। বিদ্যুৎ বিপর্যয়ের ফলে প্রাণঘাতী অবস্থা।  পরিস্থিতি এমনই যে, বিপর্যয় মোকাবিলা কর্মীরা ঘটনাস্থলে যেতে পারছেন না।

বাফেলোতে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। কারণ, অনেকে গাড়ির ভিতর ছিলেন, সেই অবস্থায় ঝড়ের কবলে পড়েন। তারা গাড়ির ভিতরেই জমে গেছেন বলে মনে করা হচ্ছে। শুক্রবার থেকে গাড়ি চালানোয় নিষেধাজ্ঞা ছিল। কিন্তু অনেকে দীর্ঘ যানজটে পড়ে গেছিলেন।

বাফালোর অবস্থা। পুরু বরফের চাদরে ঢাকা পড়েছে চারদিক।
বাফালোর অবস্থা। পুরু বরফের চাদরে ঢাকা পড়েছে চারদিক। ছবি: Bridget Haslinger/AP/dpa/picture alliance

শনিবার সকালে বাফেলোর বাসিন্দা ইলিঙ্গা গাড়ি থেকে নেমে তার ছয় বছরের ছেলেকে পিঠে বেঁধে নেন। তার ১৬ বছরের অন্য ছেলে কুকুরকে কোলে নিয়ে  চলতে থাকেন। তারা কাছে এক আশ্রয়স্থলে গিয়ে পৌঁছান ও বেঁচে যান।

গভর্নর জানিয়েছেন বাফেলোর মানুষ জীবন বাঁচিয়ে রাখার যুদ্ধ করছেন। সংবাদ সংস্থা এপি জানাচ্ছে,, একটা সময় ১৭ লাখ মানুষ বিদ্যুৎহীন ছিলেন। পরে অনেক জায়গায় বিদ্যুৎ চালু হয়। তারপরেও দুই লাখ মানুষ বিদ্যুৎ পাননি।

যেভাবে গাড়ি ফেলে রেখে প্রাণ বাঁচাতে চলে গেছে মানুষ।
যেভাবে গাড়ি ফেলে রেখে প্রাণ বাঁচাতে চলে গেছে মানুষ। ছবি: Grand Rapids Press/AP/picture alliance

পরিস্থিতি এতটাই খারাপ ছিল যে, কয়েক হাজার বিমান বাতিল করা হয়। তার ফলে হাজার হাজার মানুষ ক্রিসমাসের দিন তাদের পরিবারের কাছে পৌঁছাতে পারেননি।

এই তুষারঝড়কে বলা হচ্ছে, বম্ব সাইক্লোন। যেখানে এই তুষারঝড় হচ্ছে, সেখানে প্রবল বরফপাত হচ্ছে। সেই সঙ্গে বইছে ঝোড়ো হাওয়া। তাপমাত্রা অনেকটাই কমে যাচ্ছে।  নিউ ইয়র্কের গভর্নর জানিয়েছেন, এই তুষারঝড় বাফালোর ইতিহাসে ভয়ঙ্করতম ঝড় হিসাবে থেকে যাবে।

জিএইচ/এসজি(এপি, রয়টার্স, এএফফি)