1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ক্রিকেটের বিশ্বকাপের সময় নিচ্ছিদ্র নিরাপত্তা থাকবে বাংলাদেশে

২৮ অক্টোবর ২০১০

আইসিসি ক্রিকেট বিশ্বকাপের দশম আসরটি বসবে আগামী বছর অর্থাৎ ২০১১ সালে৷ সেই আসরটির আয়োজক তিনটি দেশ৷ বাংলাদেশ, ভারত এবং শ্রীলংকা৷

https://p.dw.com/p/Pr5a
আইসিসি ক্রিকেট বিশ্বকাপের চলতি বছরের লোগো এটি

আইসিসি ক্রিকেট বিশ্বকাপ, এক কথায় ক্রিকেটের সবচেয়ে বড় প্রতিযোগিতাটির উদ্বোধন হবে আগামী বছরের ১৭ই ফেব্রুয়ারি, ঢাকায়৷ এছাড়া সেখানে আরও বেশ কয়েকটি খেলা অনুষ্ঠিত হবে৷

আয়োজনের নিরাপত্তা রক্ষা একটি বিশাল কাজ৷ আগামী বিশ্বকাপের নিরাপত্তার জন্য সরকার তাই আইন-শৃংঙ্খলাবাহিনীর সমন্বয়ে বিশেষ একটি সেল গঠন করেছে৷ পুলিশের স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত মহাপরিদর্শককে প্রধান করে এ সেলের অন্য সদস্যরা হলেন ডিজিএফআই, এনএসআই ও ব়্যাবের প্রতিনিধি এবং ডিএমপি ও সিএমপির কমিশনারবৃন্দ৷

বিশ্বকাপ ক্রিকেট ২০১১ নিরাপত্তা জাতীয় কমিটির সভায় এই সিদ্ধান্ত নেয়া হয় বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়৷ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, এতো বড় আয়োজনের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকার সবধরনের পদক্ষেপ গ্রহণ করবে৷ সংশ্লিষ্টদের দেয়া হবে সাহায্য-সহযোগিতা৷

আগামী ১৭ ফেব্রুয়ারি ঢাকায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ২০১১ বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান হবে৷ ঢাকার বাইরে চট্টগ্রামেও আসরের কয়েকটি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে৷

দুই গ্রুপে মোট ১৪ টি জাতীয় দল নিয়ে এই একদিনের আন্তর্জাতিক ক্রিকেটের এই আসরে অংশ নেবে৷ ১৯ ফ্রেব্রুয়ারি বাংলাদেশ বনাম ভারতের ম্যাচটির মাধ্যমে শুরু হবে ৪৯টি ম্যাচের মূল পর্ব৷ দুইটি গ্রুপ আছে অস্টেলিয়া, পাকিস্তান, নিউজিল্যান্ড, শ্রীলংকা, জিম্বাবোয়ে, ক্যানাডা এবং কেনিয়া৷ বি গ্রুপে আছে ভারত, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ, আয়ারল্যান্ড এবং নেদারল্যান্ডস৷

এই ম্যাচগুলোর মধ্যে ভারত একটি কোয়ার্টার ফাইনাল, একটি সেমি-ফাইনাল ও ফাইনালসহ মোট ২৯ টি, শ্রীলংকা একটি কোয়ার্টার ফাইনাল, একটিটি সেমি-ফাইনালসহ মোট ১২ টি এবং বাংলাদেশ দুইটি কোয়ার্টার ফাইনাল সহ মোট ৮টি ম্যাচের আয়োজন করবে৷

প্রতিবেদন: সাগর সরওয়ার

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক