1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ক্রিকেট মাঠেও 'জয় শ্রীরাম' বিতর্ক

১৬ অক্টোবর ২০২৩

ভারত-পাকিস্তাম ম্যাচে জয় শ্রীরাম বলা নিয়ে বিতর্ক শুরু হয়েছে ভারতের রাজনৈতিক মহলে।

https://p.dw.com/p/4XZZ6
ভারত-পাকিস্তান ম্যাচের ফাইল ছবি
ভারত-পাকিস্তান ম্যাচছবি: Surjeet Yadav/AFP/Getty Images

আহমেদাবাদে ভারত-পাকিস্তান ম্যাচের দিন গ্যালারি থেকে 'জয় শ্রীরাম' ধ্বনি উঠেছিল মহম্মদ রিজওয়ানকে লক্ষ্য করে। পাকিস্তানের উইকেটকিপার ব্যাটারকে অস্বস্তিতে ফেলতেই একাজ করা হয়েছিল বলে কেউ কেউ দাবি করছেন। এবার সরাসরি ওই ঘটনা নিয়ে সরব হলেন দক্ষিণ ভারতের রাজনীতিক তথা তামিলনাডুর মন্ত্রী ও ডিএমকে নেতা উদয়নিধি স্ট্যালিন। 

এক্স (সাবেক টুইটার) সোশ্যাল মিডিয়ায় উদয় লিখেছেন, ভারত তার খেলোয়াড়ি মনোভাব এবং অতিথি বৎসলতার জন্য পরিচিত। কিন্তু পাকিস্তানের খেলোয়াড়দের সঙ্গে যে আচরণ করা হয়েছে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে তা গ্রহণযোগ্য নয়। খেলা এক দেশের সঙ্গে অন্য দেশের সম্পর্ক মজবুত করে, বিভেদ তৈরি করে না। খেলার মাঠে তাই খেলোয়াড়ি মনোভাব দেখানো উচিত। 

স্ট্যালিনের এই বক্তব্য সামনে আসতেই শুরু হয়ে গেছে রাজনৈতিক বিতর্ক। বিজেপি সরাসরি আক্রমণ করেছেন তাকে। স্ট্যালিনকে 'মশা' বলে সম্বোধন করা হয়েছে। বলা হয়েছে স্ট্যালিন 'বিষ ছড়াচ্ছেন'। বিজেপির কেন্দ্রীয় মুখপাত্র গৌরব ভাটিয়া লিখেছেন, 'ডেঙ্গু-ম্যালেরিয়া ছড়ানোর মশা আবার বাইরে বেরিয়ে পড়েছে বিষ ছড়ানোর জন্য। মাঠে নামাজ পড়ার জন্য খেলা বন্ধ হয়ে গেলে তখন এই ব্যক্তি কিছু বলেন না।' এরপরেই বিজেপি নেতার বক্তব্য, শ্রীরাম গোটা দুনিয়াজুড়ে বিরাজমান। জয় শ্রীরাম বলতেই হবে।

তৃণমূলের নেতা সাকেত গোখেলও মাঠে জয় শ্রীরাম ধ্বনি তুলে পাকিস্তানের খেলোয়াড়দের অস্বস্তিতে ফেলা হয়েছে বলে দাবি করেছেন। ঘটনার প্রতিবাদ করেছেন তিনিও। সাকেত আরো একধাপ এগিয়ে বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০৩৬ সালের অলিম্পিক ভারতে আয়োজন করার জন্য চষ্টা চালাচ্ছেন। কিন্তু এভাবে যদি দর্শক খেলোয়াড়দের অস্বস্তিতে ফেলে তাহলে ভারতে আর কেউ খেলতে আসতে চাইবে না। 

আহমেদাবাদে ভারত-পাকিস্তান ম্যাচে পাকিস্তানের উইকেটকিপার ব্যাটার মহম্মদ রিজওয়ান আউট হয়ে গ্যালারিতে ওঠার সময় দর্শকেরা জয় শ্রীরাম ধ্বনি দিতে থাকে। তা নিয়েই তৈরি হয়েছে বিতর্ক। বস্তুত, পাকিস্তানের কোচ এবং ম্যানেজারও আমদাবাদে দর্শকের আচরণ নিয়ে প্রশ্ন তুলেছেন। 

মাঠে জয় শ্রীরাম ধ্বনি তোলা নিয়ে এর আগেও বিতর্কে জড়িয়েছে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়াম। ভারতীয় ফাস্ট বোলার মহম্মদ সামিকে উদ্দেশ্য করে এই ধ্বনি তোলা হয়েছিল কিছুদিন আগে। যা নিয়ে প্রবল আলোড়ন হয়েছিল রাজনৈতিক মহলে। এবারও তার ব্যতিক্রম হল না। 

এসজি/জিএইচ (পিটিআই, এনডিটিভি)